পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ある> ; >や8ー > *、*、; b l] ১৬৪ আমি দিনে সাত বার তোমার স্তব করি, তোমার ধৰ্ম্মময় শাসনকলাপের জন্ত । ১৬৪ যাহার তোমার ব্যবস্থা ভাল বাসে, তাহদের পরম শান্তি, তাহাদের উছোট লাগে না । ১৬৬ সদাপ্রভু,আমি তোমার পরিত্রাণের প্রত্যাশা করিয়াছি, ও তোমার আজ্ঞা সকল পালন করিয়াছি । ১৬৭ আমার প্রাণ তোমার সাক্ষ্যকলাপ পালন করিয়াছে, আমি সে সকল অতিশয় ভাল বাসি । ১৬৮ আমি তোমার নির্দেশমালা ও সাক্ষ্যকলাপ পালন করিয়াছি ; কারণ আমার সমস্ত পথ তোমার সম্মুখে । n তেী । ১৬৯ সদাপ্রভু, আমার কাকুক্তি তোমার নিকটে উপস্থিত হউক, তোমার বাক্যানুসারে আমাকে বুদ্ধি দেও। ১৭• আমার বিনতি তোমার সম্মুখে উপস্থিত হউক, তোমার বচনানুসারে আমাকে নিস্তার কর । ১৭১ আমার ওষ্ঠাধর প্রশংসা করিবে,* কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিতেছ। ১৭২ আমার জিহব৷ তোমার বচন কীৰ্ত্তন করিবে,* যেহেতুক তোমার সমস্ত আজ্ঞা ধৰ্ম্মময় । ১৭৩ তোমার হস্ত আমার সহকারী হউক ; কেনন। আমি তোমার নিদেশমালা মনোনীত করি স্নাছি । ১৭৪ সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের আকাঙ্ক্ষ করিয়াছি, এবং তোমার ব্যবস্থা আমার হর্ষজনক । ১৭৫ আমার প্রাণ জীবিত থাকুক, সে তোমার প্রশংস৷ করিবে, আর তোমার শাসনকলাপ আমার সহকারী হউক । ১৭৬ আমি হারাণ মেষের ন্তীয় ভ্রান্ত হইয়াছি ; নিজ দাসের অন্বেষণ কর ; কেননা আমি তোমার আজ্ঞাকলাপ ভুলিয়া যাই নাই । Ş సారి আরোহণ-গীত । ১ আমি সঙ্কটে সদাপ্রভুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন । ২ সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে, প্রতারক জিহব৷ হইতে রক্ষা কর । ৩ প্রতারক জিহের, তিনি তোমাকে কি দিবেন ? তোমাকে অধিক কি যোগাহবেন ? ৪ বীরের তীক্ষ বাণসমূহ, ও রোতমকাঠের অঙ্গরসমূহ। গীতসংহিতা । Go ? S. ৫ হায় হয়, আমি মেশকে প্রবাস করিতেছি, কেদরের তাম্বুসমূহের কাছে বাস করিতেছি । উ বহুকাল আমার প্রাণু এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে, যে সন্ধি ঘৃণা করে। ৭ আমি সন্ধিপ্রিয়, কিন্তু যখন কথা বলি, উহার যুদ্ধ চায়। S૨S আরোহণ-গীত । ১ আমি পৰ্ব্বতগণের দিকে চক্ষু তুলিব ; কোথা হইতে আমার সাহায্য আসিবে ? ২ সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নিৰ্ম্মাণকৰ্ত্ত। ৩ তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক চুলিয়া পড়িবেন না। ৪ দেখ, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। ও সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। ৬ দিবসে সূৰ্য্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না । ৭ সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। ৮ সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্য্যন্ত । S૨૨ আরোহণ-গীত। দ্বায়ুদের। ১ আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই । ২ হে যিরশালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। ৩ হে যিরশালেম, তুমি নিৰ্ম্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের দ্যায়। ৪ সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে, ইস্রায়েলকে দত্ত সাক্ষ্যের [নিমত্ত],* সদাপ্রভুর নামের স্তব করিবার জন্ত। - ৫ কেনন। সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল, দায়ুদ-কুলের সিংহাসন সকল স্থাপিত। ৬ তোমরা যিরশালেমের শান্তি প্রার্থনা কর : যাহার তোমাকে প্রেম করে, তাহাদের কল্যাণ হউক। ৭ তোমার প্রাচীরের মধ্যে শান্তি হউক, তোমার অট্টালিকাসমূহের মধ্যে কল্যাণ হউক। ৮ আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব, তোমার মধ্যে শান্তি বর্তৃক।

  • ( বা ) করুক।
  • ( বা ) [ অনুসারে } ।

519