পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G. & о ৯ তামাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে তামি তোমার মঙ্গল চেষ্ট করব । るミ○ ১ আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমিই স্বর্গে সমাসীন। ২ দেখ, কৰ্ত্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি, কত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি, তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি, যত দিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন। ৩ আমাদিগকে কৃপা কর, হে সদাপ্রভু, কৃপা কর, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি। ৪ আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে, সুখশালীদের বিদ্রুপে, অহঙ্কারীদের অবজ্ঞায় । আরোহণ-গীত । S 8 আরোহণ-গীত। দ্বায়ুদের । ১ যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন, ইস্রায়েল ইহা বলুক, ২ যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন, যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠিয়াছিল, ৩ তখন তাহার। তামোদিগকে জীবদ্দশায় গ্রাস করিত, যখন আমাদের প্রতি তাঁহাদের ক্রোধ প্রজ্বলিত হইত । ৪ তখন জল আমাদিগকে প্লাবিত করিত, স্রোতঃ আমাদের প্রাণের উপর দিয়া বহিত । ৫ তখন গৰ্বিবত জল আমাদের প্রাণের উপর দিয়া বহিত । ৬ ধন্ত সদাপ্রভু, তিনি তামাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমপণ করেন নাই । ৭ তামাদের প্রাণ ব্যাধের ফাদ হইতে পক্ষীর স্থায় রক্ষ। পাইয়াছে : ফাদ ছিড়িয়াছে, আর আমরা রক্ষা পাইয়াছি। ৮ সদাপ্রভুর নামে আমাদের সাহায্য, তিনি আকাশ ও পৃথিবীর নিৰ্ম্মাণকৰ্ত্ত । Sミ(。 ১ যাহারী সদাপ্রভুতে নির্ভর করে, তাহার। সিয়েন পৰ্ব্বতের সদৃশ, যাহী অটল ও চিরস্থায়ী। ২ যিরশালেমের চারিদিকে পববতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত আছেন । ৩ কেনন। দুষ্টতার রাজদণ্ড ধাৰ্ম্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধাৰ্ম্মিকগণ অদ্যায়ে হস্তক্ষেপ না করে । ৪ সদাপ্রভু । তাহদের মঙ্গল কর, যাহার। মঙ্গলস্বভব, সরলচিত্তদের মঙ্গল কর । ৫ কিন্তু যাহার। আপনাদের বক্র পথে ফিরে, আরোহণ-গীত । গীতসংহিতা । [ > *、*、; sー > * レ; 9l সদাপ্রভু তাহাদিগকে অধৰ্ম্মচারীদের সহপথিক করিবেন। ইস্রায়েলের উপরে শাস্তি বর্ভুক। S રે ૭ ১ সদাপ্রভু যখন সিয়েনের বন্দিদিগকে ফিরাইলেন, তখন আমরা স্বপ্নদর্শকদের দ্যায় হইলাম । ২ তৎকালে আমাদের মুখ হাস্তে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল ; তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্তে মহৎ মহৎ কৰ্ম্ম করিয়াছেন। ৩ সদাপ্রভু আমাদের নিমিত্তে মহৎ মহৎ কৰ্ম্ম করিয়াছেন, সে জন্তু আমরা আনন্দিত হইয়াছি। ৪ সদাপ্রভু ! আমাদের বন্দিদিগকে ফিরাইয়া আন, দক্ষিণ দেশের প্রণালীর দ্যায় ফিরাইয়৷ আন । ৫ যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহার আনন্দগান-সহ শস্ত কাটিবে। ৬ যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়৷ বাহিরে যায়, সে আনন্দগান-সহ অপেন আটি লইয়া আসিবেই ত্যাসিবে । আরোহণ-গীত । আরোহণ-গীত । শলোমনের। S२१ ১ যদি সদাপ্রভু গৃহ নিৰ্ম্মাণ না করেন, তবে নিৰ্ম্মাতার বৃথাই পরিশ্রম করে : যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে। ২ বৃথাই তোমরা প্রত্যুষে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ কর, তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপ দেন।* ৩ দেখ, সন্তানের সদাপ্রভুদত্ত অধিকার, গৰ্ত্তের ফল তাহার দত্ত পুরস্কার। ৪ যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ । ৫ ধষ্ঠ সেই পুরুষ, যাহার তৃণ তাদৃশ বাণে পরিপূর্ণ; তাহার লজ্জিত হইবে না, যখন তাহার। পুরদ্ধারে শক্রগণের সহিত কথা কহে। S&b" ১ ধন্ত সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে । ২ বাস্তবিক তুমি স্বহস্তের শ্রম-ফল ভোগ করিবে, তুমি ধন্ত হইবে, ও তোমার মঙ্গল হইবে । ৩ তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাহ্মা লতার স্থায় হইবে, আরোহণ-গীত ।

  • (ব।) প্রিয়পাত্রকে এইরূপে নিদ্রা দেন ।

520