পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ ; ৪ – ১৩২ ; ১৩ । ] তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিত বৃক্ষের চারার স্তায় হইবে। ৪ দেখ, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে, সে এইরূপে আশীৰ্ব্ববাদ প্রাপ্ত হয় । ও সদাপ্রভু সিয়োন হইতে তোমাক আশীৰ্ব্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন যিরশালেমের মঙ্গল দেখিতে পাও, ৬ এবং তোমার সন্তানদের বংশ দেখিতে পাও । ইস্রায়েলের উপরে শান্তি বর্ভুক। Sરજ ১ আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, ইস্রায়েল এই কথা বলুক, ২ আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, তথাপি আমার উপরে জয়ী হয় নাই । ৩ কৃষকের আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে, তাহার। দীর্ঘ সীত। কাটিয়াছে। ৪ সদাপ্রভু ধৰ্ম্মময়, তিনি দুষ্টগণের রজ্জ ছেদন করিয়াছেন। ৫ সেই সকলে লজ্জিত হউক, হটিয়া যাউক, যাহার। সিয়োনকে দ্বেষ করে । ৬ তাহার ছাদের উপরিস্থ তৃণের স্থায় হউক, যাহা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায় ; ৭ শস্তচ্ছেদক তাহাতে আপন হস্ত, আটিবন্ধনকারী আপন ক্রোড় পূর্ণ করে না। ৮ আর পথিকের বলে না, সদাপ্রভুর আশীৰ্ব্বাদ তোমাদের প্রতি বৰ্ত্তক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করি । আৱেশহণ-গীত । Ş లిరి আরোহণ-গীত । ১ হে সদাপ্রভু, আমি গভীর জলে থাকিয় তোমাকে ডাকিয়াছি । ই হে প্ৰভু, আমার রব শুন, তোমার কর্ণ অামার বিনতির রবে অবধান করুক । ৩ হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধর, | তবে, হে প্রভু, কে দাড়াইতে পারবে ? ৪ কিন্তু তোমার কাছে ক্ষম আছে, যেন লোকে তোমাকে ভয় করে । ৫ আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি ; আমার প্রোণ অপেক্ষা করিতেছে ; তামি তাহার বাক্যে প্রত্যাশ করিতেছি । ৬ প্রহরিগণ যেরূপ প্রত্যুষের, প্রহরিগণ যেরূপ প্রত্যুষের আকাঙক্ষী, আমার প্রাণ প্রভুর ততোধিক আকাঙ্ক্ষী। ৭ ইস্রায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা কর ; গীতসংহিতা । ○ &、。 কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে ; আর তাহার কাছে প্রচুর মুক্তি আছে। ৮ আর তিনিই ইস্রায়েলকে মুক্ত করবেন, তাহার সমস্ত অপরাধ হইতে মুক্ত করবেন। S○S আরোহণ-গীত। দ্বায়ুদেৱ । ১ সদাপ্রভু, আমার চিত্ত গৰ্ব্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়, আমি ব্যাপৃত হই নাই মহৎ বিষয়ে, আমার বোধের অতীত আশ্চয্য আশ্চৰ্য্য বিষয়ে। ২ আমি আপন প্রাণকে শান্ত দান্ত করিয়াছি, সেই শিশুর দ্যায়, যে স্তন্ত ছাড়িয়া মাতার সঙ্গে আছে, আমার প্রাণ ত্যক্তস্তন্ত শিশুর স্থায় আমার সঙ্গে আছে। ৩ হে ইস্রায়েল, সদাপ্রভুত প্রত্যাশা কর এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত । Sలిన ১ সদাপ্রভু, তুমি দায়ুদের পক্ষে তাহার সমস্ত কষ্ট স্মরণ কর । ২ তিনি ত সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন, যাকেীবের একবীরের কাছে মানত করিয়াছিলেন ; ৩ আমি নিজ গৃহ-তাম্বুতে প্রবেশ করব না, নিজ শয়ন-খট্টায় উঠিব না ; ৪ আমি নিজ চক্ষুকে নিদ্রা যাইতে দিব না, চক্ষুর পাতাকে তন্দ্র। সেবন করিতে দিব না, ৫ যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকোবের একবীরের নিমিত্ত এক তাবাস । ও দেখ, আমরা ইফাথায় তাহার সংবাদ শুনিয়াছিলাম, অরণ্যের ক্ষেত্রে তাহ পাইয়াছি । ৭ আইস, আমরা তাহার তাবাসে যাই, তাহার পাদপীঠে প্ৰণিপাত করি। ৮ হে সদাপ্রভু, উঠ, তোমার বিশ্রাম-স্থানে তাইস, তুমি ও তোমার শক্তির সিন্দুক আইস। ৯ তোমার যাজকগণ ধাৰ্ম্মিকতা-পরিহিত হউক, তোমার সাধুগণ আনন্দগান করুক। ১• তুমি তোমার দাস দায়ুদের অনুরোধে তোমার অভিষিক্তের মুখ ফিরাইও না। ১১ সদাপ্রভু দাযুদের কাছে সত্যে শপথ করিয়াছেন, তিনি তাহা হইতে ফিরিবেন না, আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব । ১২ তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম, আর আমার সাক্ষ্য, যাহা আমি তাহাদিগকে আদেশ করি, তবে তাহদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে । ১৩ কারণ সদাপ্রভু সিয়েনকে মনোনীত করিয়াছেন, তিনি তাপন নিবাসের নিমিত্তে তাহ বাসনা করিয়া ছেন । আরোহণ-গীত । 521