○ *、8 কেননা সদাপ্রভুর গৌরব মহৎ । ও কারণ সদাপ্রভু উচ্চ তথাপি অবনতের প্রতি দৃষ্টি | রাখেন, কিন্তু গতিকে দূর হইতে জানেন। ৭ যদিও আমি সঙ্কটের মধ্য দিয়া গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করবে ; তুমি আমার শক্রদের ক্রোধের প্রতিকুলে তোমার হস্ত বিস্তার করিবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে । ৮ সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করবেন : হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকালস্থায়ী ; তোমার স্বহস্তের কৰ্ম্ম পরিত্যাগ করিও না । Sల్సి হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ । ২ তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝতেছ। ৩ তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালরূপে জান । ৪ যখন আমার জিহাতে একটা কথাও নাই, দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ। ৫ তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ, আমার উপরে তোমার করতল রাখিয়াছ । ৬ এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চৰ্য্য, তাহা উচচ, আমার বোধের অগম্য । ৭ আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব ? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব ? ৮ যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি ; ৰদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানে তুমি । ৯ যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, ১০ সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে । ১১ যদি বলি, “ আঁধার আমাকে ঢাকিয় ফেলিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে, ক ১২ বাস্তবিক অন্ধকারও তোম৷ হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের স্থায় আলো দেয় ; অন্ধকার ও আলোক উভয়ই সমান ! ১৩ বস্তুতঃ তুমিই আমার মৰ্ম্ম রচনা করিয়াছ ; তুমি মাতৃগৰ্ত্তে আমাকে বুনিয়াছিলে । ২৪ আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহুরূপে ও আশ্চয্যরূপে নিৰ্ম্মিত ; তোমার কৰ্ম্ম সকল আশ্চৰ্য্য, তাই আমার প্রাণ বিলক্ষণ জানে। প্রধান বাদ্যকরের জন্য । দ্বায়ুদের সঙ্গীত ।
- ( বা ) তবে রাত্রি তামার চারিদিকে আলোক হইবে।
গীতসংহিতা । [ ○○レ; ভ– ১ 8 o ; & ১৫ আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, বখন আমি গোপনে নিৰ্ম্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম। ১৬ তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়cছ, তোমার পুস্তকে সমস্তই লিগিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল,* যখন সে সকলের একটাও ছিল না । ১৭ হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সঙ্কল্প সকল কেমন মূল্যবান্ ! তাহার সমষ্টি কেমন অধিক । ১৮ গণনা করিলে তাহ বালুক অপেক্ষা বহুসংখ্যক হয় ; আমি যখন জাগিয় উঠি, তখনও তোমার নিকটে থাকি । ১৯ হে ঈশ্বর, তুমি নিশ্চয়ই দুষ্টকে বধ করিবে ; হে রক্তপাতীরা, আমার নিকট হইতে দূর হও । ২• তাহার। দুষ্ট ভাবে তোমার নাম উচ্চারণ করে ; + তোমার শক্রগণ তাহ তানখক লয়। : ২১ হে সদাপ্রভু, যাহার তোমাকে দ্বেষ করে, আমি কি তাহাদিগকে দ্বেষ করি না ? যাহার তোমার বিরুদ্ধে উঠে, তাহীদের প্রতি কি বিরক্ত হই না ? ২২ আমি যার পর নাই দ্বেষে তাহাদিগকে দ্বেষ করি ; তাহাদিগকে আমারই শক্ৰ মনে করি। ২৩ হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও ; আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও ; ২৪ আর দেখ, আমাতে দুষ্টতার S পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও । প্রধান বাদ্যকরের জন্য । $30 দ্বায়ুদের সঙ্গীত । ১ হে সদাপ্রভু, দুৰ্ব্বত্ত মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর, দুর্জন হইতে আমাকে রক্ষা কর । ২ তাহারা মনে মনে দুষ্ট কল্পনা করে, প্রতিদিন যুদ্ধ উত্তেজিত করে। ৩ তাহারা সৰ্পের স্যায় স্ব স্ব জিহবা তীক্ষ করিয়াছে, তাহাদের ওষ্ঠধরের নিম্নভাগে কালসপের বিষ থাকে । সেল । হে সদাপ্রভু, দুষ্টের হস্ত হইতে আমাকে নিস্তার কর, দুর্জন হইতে আমাকে রক্ষা কর : তাহারা আমার চরণ ঠেলিয়া দিবার সঙ্কল্প করিয়াছে। অহঙ্কারিগণ গোপনে আমার নিমিত্তে ফাদ ও দড়ি প্রস্তুত করিয়াছে,
- ( বা ) [অtযার] দিন সকল নিরূপিত হইয়াছিল। + ( বা ) তোমার বিরুদ্ধে কথা কহে । : ( বা তোমার শত্রুগণ তোমার বিরুদ্ধে ৰখাই উঠে। $ ( বা ) দুঃখদায়ক ।
524