8 G ; > – 8 ) ; అ | ] ১• হে সদাপ্রভু, তোমার সমস্ত পদার্থ তোমার প্রশংসা করে, এবং তোমার সাধুগণ তোমার ধন্যবাদ করে। ১১ তাহার তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে, তোমার পরাক্রমের কথা বলে, ১২ যেন মনুষ্য-সন্তানগণকে জানাইতে পারে তাহার পরী ক্রমের কার্য্য সকল, এবং তাহার রাজ্যের প্রতাপের গৌরব। ১৩ তোমার রাজ্য সৰ্ব্বযুগের রাজ্য, তোমার কর্তৃত্ব পুরুষে পুরুষে চিরস্থায়ী। ১৪ সদাপ্রভু পতনোমুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উথাপন করেন। ১৫ সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমিই যথাসময়ে তাহাদিগকে ভক্ষ্য দিতেছ। ১৬ তুমিই আপন হস্ত মুক্ত করিয়া থাক, সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাক । ১৭ সদাপ্রভু আপনার সমস্ত পথে ধৰ্ম্মশীল, আপনার সমস্ত কায্যে দয়াবান । ১৮ সদাপ্রভু সেই সকলেরই নিকটবৰ্ত্তী, যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহীকে ডাকে । ১৯ বাহার। তাহাকে ভয় করে, তিনি তাহদের বাঞ্ছা পূর্ণ করেন, আর তাহদের আর্তনাদ শুনিয়া তাহাদিগকে ত্রাণ করেন । ২• বাহারী সদাপ্রভুকে প্রেম করে, তিনি তাহদের সকলকে রক্ষা করেন, কিন্তু তিনি সমুদয় দুষ্টকে সংহার করিবেন। ২১ আমার মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে ; আর সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল তাহার পবিত্র নামের ধন্তবাদ কক্লক । S8\() ১ তোমরা সদাপ্রভুর প্রশংসা কর : হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা কর। ২ আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব ; আমি যত কাল বঁচিয়৷ থাকি, আমার ঈশ্বরের প্রশংস৷ গান করিব । ৩ তোমরা নির্ভর করিও না রাজস্যগণে, ব। মনুষ্য-সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই । ৪ তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকার প্রতিগমন করে ; . সেই দিনেই তাহার সঙ্কল্প সকল নষ্ট হয়। ধন্ত সেই, যাহার সহায় যাকোবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু, তাহার ঈশ্বর। ৬ তিনি নিরমিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তাহার মধ্যে যাহা কিছু আছে : তিনি অনন্তকাল সত্য পালন করেন। ৭ তিনি উপদ্রুতদের পক্ষে দ্যায়বিচার করেন, গীতসংহিতা । ® &ዓ তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন ; সদাপ্রভু বন্দিদিগকে মুক্ত করেন। ৮ সদাপ্ৰভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন ; সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন ; সদা প্ৰভু ধাৰ্ম্মিকদিগকে প্রেম করেন। ৯ সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী ; তিনি পিতৃহীন ও বিধবাকে স্বস্থির রাখেন, কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন। ১• সদাগ্ৰভু অনন্তকাল রাজত্ব করবেন : তোমার ঈশ্বর, হে সিয়োন, পুরুষে পুরুষে করিবেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর । $8% ১ তোমরা সদাপ্রভুর প্রশংসা কর, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম : তাহ। মনোহর ; প্রশংসা উপযুক্ত। ২ সদাপ্রভু যিরশালেম গাখেন, তিনি ইস্রায়েলের দূরীকৃত্যুদগকে সংগ্রহ করেন। ৩ তিনি ভগ্নচিত্তদিগকে স্বস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাধিয়া দেন । ৪ তিনি তারাগণের সংখ্যা গণনা করেন, সকলের নাম ধরিয়া তাহাদিগকে ডাকেন। ও আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান: তাহার বুদ্ধির হয়ত্ত নাই। ৬ সদাপ্রভু নম্রদিগকে স্বস্থির রাখেন, তিনি দুষ্টদিগকে ভূমিতে পাড়িয়া ফেলেন। ৭ তোমরা স্তবসহ সদাপ্রভুর উদেশে গীত গাও, বীণাযন্ত্রে আমাদের ঈশ্বরের প্রশংস। গাও। ৮ তিনি মেঘমালায় আকাশমণ্ডল আচ্ছন্ন করেন, তিনি পৃথিবীর জন্ত বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পৰ্ব্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন। ৯ তিনি পশুকে তাহার খাদ্য দেন, দাড়কাকের শাবকদিগকে দেন, যাহারা ডাকিয় উঠে। ১• অশ্বের বলে তিনি আনন্দ করেন না, পুরুষের চরণেও সস্তুষ্ট হন না। ১১ সদাপ্রভু তাহাদিগেতে সন্তুষ্ট, যাহার। তাহকে ভয় করে, যাহার। তাহার দয়ার অপেক্ষায় থাকে । ১২ হে যিরশালেম, সদাপ্রভুর গুণকীৰ্ত্তন কর : হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা কর । ১৩ কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়াছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীৰ্ব্বাদ করিয়াছেন । ১৪ তিনি তোমার পরিসীম। শান্তিময় করেন, তিনি স্বগোধূমে তোমাকে তৃপ্ত করেন। ১৫ তিনি পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান, তাহার বাক্য বেগে ধাবমান হয়। ১৬ তিনি মেঘলোমের সদৃশ তুষার দেন, 527
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।