পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾ ❍ © ঈশ্বরীয় প্রজ্ঞার উৎকৃষ্টতা । २ বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ কর, যদি আমার আজ্ঞ সকল তোমার কাছে সঞ্চয় কর, ২ যদি প্রজ্ঞার দিকে কৰ্ণপাত কর, যদি বুদ্ধিতে মনোনিবেশ করা: ৩ ই, যদি হবিবেচনাকে আহবান কর, যদি বুদ্ধির জন্ত উচ্চৈঃস্বর কর ; a যদি রৌপ্যের দ্যায় তাহার অন্বেষণ কর, গুপ্ত ধনের স্থায় তাহার অনুসন্ধান কর; ৫ তবে সদাপ্রভুর ভয় বুঝতে পারিবে, ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। ৬ কেননা সদাপ্রভুই প্রজ্ঞ দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। ৭ তিনি সরলদিগের জন্ত স্বক্ষ বুদ্ধি রাখেন, যাহার সিদ্ধতায় চলে, তিনি তাহীদের ঢাল । ৮ তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। ৯ অতএব তুমি ধাৰ্ম্মিকতা ও বিচার বুঝিবে, স্থায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে। ১০ কেননা প্রজ্ঞ তোমার হৃদয়ে পশিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে, ১১ পরিণামদৰ্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে ; ১২ যেন তোমাকে উদ্ধার করে দুষ্টের পথ হইতে, সেই সকল লোক হইতে, যাহার কুটিল বাক্য বলে, ১৩ যাহার। সারল্যের পথ ত্যাগ করে, অন্ধকার-মার্গে চলিবার নিমিত্ত ; ১৪ বাহার কুক্রিয়াসাধনে আনন্দিত হয়, দুষ্টতার কুটিলতায় উল্লাসিত হয় ; ১৫ যাহার। বক্র পথের পথিক, আপন আপন অীচরণে বিপথগামী । ১৬ সে তোমাকে উদ্ধার করিবে পরকীয় স্ত্রী হইতে, সেই চাটুবাদিনী বিজাতীয়া হইতে, ১৭ যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে, আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায় ; ১৮ কেননা উহার বাট মৃত্যুর দিকে অবনত, উহার পথ প্রেতলোকের দিকে অবনত । ১৯ যাহার। উহার কাছে যায়, তাহার। আর ফিরে না, তাহার। জীবনের পথ পায় না ; ২০ যেন তুমি স্বশীলদের মার্গে চলিতে পার, যেন ধাৰ্ম্মিকগণের পথ অবলম্বন কর : ২১ কেননা সরলগণ দেশে বাস করিবে, সিদ্ধের তথায় অবশিষ্ট থাকিবে । ২২ কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকের তথা হইতে উন্মুলত হইবে। 530 হিতোপদেশ । [ ९ ; २-० ; २२ ।। උ ’’. তুমি আমার ব্যবস্থা ভুলিও না ; তোমার চিত্ত আমার আজ্ঞ সকল পালন করুক । ২ কারণ আয়ুর দীর্ঘত, জীবনের বৎসর-বাহুল্য, এবং শান্তি, তদ্বারা তুমি প্রাপ্ত হইবে। ৩ দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক ; তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাধিয়া রাখ, তোমার হৃদয়-ফলকে লিখিয়া রাখ । ৪ তাহা করিলে অনুগ্রহ ও স্ববুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। ৫ তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর : তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না : ৬ তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার কর : তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ৭ আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না ; সদাপ্রভুক ভয় কর, মন্দ হইতে দুরে যাও । ৮ ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে। ৯ তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে ; ১• তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্তে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নুতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। ১১ বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না ; ১২ কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন, তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিত। প্রিয় পুত্রের প্রতি করেন। ১৩ ধন্ত সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে ; ১৪ কেননা রৌপ্যের বাণিজ্য অপেক্ষাও তাঁহার বাণিজ্য উত্তম, সুবর্ণ অপেক্ষাও প্রজ্ঞা-লাভ উত্তম। ১৫ তাহা মুক্ত হইতেও বহুমূল্য ; তোমার অভীষ্ট কোন বস্তু তাহার সমান নয়। ১৬ তাহার দক্ষিণ হন্তে দীর্ঘ পরমায়ু, তাহার বাম হস্তে ধন ও সন্মান থাকে। ১৭ তাহার পথ সকল মনোরঞ্জনের পথ, তাহার সমস্ত মার্গ শান্তিময় । ১৮ যাহারা তাহাকে ধরিয়া রাখে, তাহীদের কাছে তাহা জীবনবৃক্ষ ; যে কেহ তাহ গ্রহণ করে, সে ধন্ত । ১৯ সদাপ্রভু প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়াছেন, বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল অটল করিয়াছেন ; ২• তাহার জ্ঞান দ্বারা জলধি সকল উদঘাটিত হুইল, আর আকাশ ফোট। ফোট শিশির বর্ষায় । ২১ বৎস, এ সকল তোমার দৃষ্টি-বহির্ভূত না হউক, তুমি হুগ বুদ্ধি ও পরিণামদশিত রক্ষা কর। ২২ তাহাতে সে সকল তোমার প্রাণের জীবনস্বরূপ হইবে,