@ ○○ ২৭ সদাপ্রভুর ভয় আয়ুর বৃদ্ধি করে : কিন্তু দুষ্টদের বৎসর সংখ্যা হাস পাইবে। ২৮ ধাৰ্ম্মিকদের প্রত্যাশা আনন্দজনক , কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে। ২৯ সদাপ্রভুর পথ সিদ্ধের পক্ষে দুর্গ, , কিন্তু তাহ অধৰ্ম্মাচারীদের পক্ষে সৰ্ব্বনাশ। ৩০ ধাৰ্ম্মিক লোক কখনও বিচলিত হইবে না ; কিন্তু দুষ্টগণ দেশে বাস করিবে না। ৩১ ধাৰ্ম্মিকের মুখ প্রজ্ঞ-ফলে ফলবান ; কিন্তু কুটিল জিহ্বা ছেদন করা যাইবে। ৩২ ধাৰ্ম্মিকের ওষ্ঠাধর তুষ্টির বিষয় জানে, কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র। SS ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত . কিন্তু হায্য বাটখারা তাহীর তুষ্টিকর। ২ অহঙ্কার অসিলে অপমানও আইসে ; কিন্তু প্রজ্ঞাই নম্রদিগের সহচরী। ৩ সরলদের সিদ্ধত তাহাদিগকে পথ দেখাইবে কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রত। তাহাদিগকে নষ্ট করবে। ৪ ক্রোধের দিনে ধন উপকার করেন। : কিন্তু ধাৰ্ম্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে। ৫ সিদ্ধের ধাৰ্ম্মিকতা তাহার পথ সরল করে : কিন্তু দুষ্ট নিজ দুষ্টতায় পতিত হয় । ৬ সরলদের ধাৰ্ম্মিকতা তাহাদিগকে উদ্ধার করে : কিন্তু বিশ্বাসঘাতকের নিজ নিজ কামনায় ধরা পড়ে । ৭ দুষ্ট মরিলে তাহার আশ্বাস নষ্ট হয় : আর অধৰ্ম্মের প্রত্যাশ বিনাশ পায় । ৮ ধাৰ্ম্মিক সঙ্কট হইতে উদ্ধার পায়, আর দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়। ৯ মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে; কিন্তু জ্ঞান দ্বারা ধাৰ্ম্মিকগণ উদ্ধার পায় । ১০ ধাৰ্ম্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয় ; দুষ্টদের বিনাশ হইলে আনন্দগান হয়। ১১ সরলদিগের আশীৰ্ব্ববাদে নগর উন্নত হয় . কিন্তু দুষ্টদের বাক্যে তাহ উৎপাটিত হয়। ১২ যে প্রতিবাসীকে তুচ্ছ করে, সে বুদ্ধিবিহীন ; কিন্তু বুদ্ধিমান নীরব হইয় থাকে। ১৩ কর্ণেজপ গুপ্ত কথ। ব্যক্ত করে : কিন্তু যে আত্মীয় বিশ্বস্ত, সে কথা গোপন করে । ১৪ কুমন্ত্রণার অভাবে প্রজালোক পতিত হয় ; কিন্তু মন্ত্রি-বাহুল্যে জয় হয়। ১৫ যে অপরের জামিন হয়, সে নিশ্চয় ক্লেশ পায় : কিন্তু যে জামিনের কৰ্ম্ম ঘৃণা করে, সে নিরাপদ । ১৬ অনুগ্রহজনিক স্ত্রী সম্মান ধরিয়া রাখে, আর দুর্দান্তেরা ধন ধরির রাখে। হিতোপদেশ । [ > ० ; २१ - > ९ ; ¢ ? ১৭ দয়ালু আপন প্রাণের উপকার করে ; কিন্তু নির্দয় আপন মাংসের কণ্টক । ১৮ দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে : কিন্তু যে ধাৰ্ম্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়। ১৯ যে ধাৰ্ম্মিকতায় অটল, সে জীবন পায় : কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ে, সে নিজ মৃত্যু ঘটায়। ২০ বক্ৰচিত্তের সদাপ্রভুর ঘৃণার পাত্ৰ ; কিন্তু যাহারা আপন পথে সিদ্ধ,তাহারা তাহার ভুষ্টিকর। ২১ হস্তে হস্ত দিলেও দুষ্ট আদণ্ডিত থাকিবে না : কিন্তু ধাৰ্ম্মিকদের বংশ রক্ষা পাইবে । ২২ যেমন শূকরের নাসিকায় স্ববর্ণের নথ, তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী। ২৩ ধাৰ্ম্মিকদের মনোভিলাষ কেবল উত্তম, দুষ্টদের প্রত্যাশ ক্রোধমাত্র। ২৪ কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায় : কেহ কেহ বা দ্যায্য ব্যয় অস্বীকার করিয়৷ কেবল অভাবে পড়ে। ২৫ দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। ২৬ যে শস্ত আটক করিয়া রাখে, লোকে তাহকে শাপ দেয় ; কিন্তু যে শস্ত বিক্রয় করে, তাহীর মস্তকে আশীৰ্ব্বাদ বর্তে । ২৭ যে সযত্নে মঙ্গল চেষ্টা করে, সে প্রীতির অন্বেষণ করে : কিন্তু যে অমঙ্গল খুজিয়া বেড়ায়, তাহারই প্রতি তাহঃ ঘটে । ২৮ যে আপন ধনে নির্ভর করে, সে পতিত হয় : কিন্তু ধাৰ্ম্মিকগণ সতেজ পল্লবের হ্যায় প্রফুল্ল হয়। ২৯ যে নিজ পরিবারের কণ্টক, সে বায়ু অধিকার পায় : আর অজ্ঞান বিজ্ঞচিত্তের দাস হয়। ৩০ ধাৰ্ম্মিকের ফল জীবনবৃক্ষ : এবং জ্ঞানবান্ [অপরদের] প্রাণ লাভ করে। ৩১ দেখ, পৃথিবীতে ধাৰ্ম্মিক প্রতিফল পায়, তবে দুর্জন ও পাপী আরও কত ন পাইবে । S २ যে শাসন ভাল বাসে, সে জ্ঞান ভাল বাসে : কিন্তু যে অনুযোগ ঘৃণা করে, সে পশুবৎ : ২ সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে : কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করবেন। ৩ মনুষ্য দুষ্টত দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধাৰ্ম্মিকদের মূল বিচলিত হইবে না। ৪ গুণবতী স্ত্রী স্বামীর মুকুট, কিন্তু লজ্জাদায়িনী তাহার অস্থি সকলের পচন । "e ধাৰ্ম্মিকদের সঙ্কল্প সকল হায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলমাত্র। 536
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।