পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○o ; >セー○ > ; &S I ] ১৮ তিনটা আমার জ্ঞানের অগম্য, চারিট আমি বুঝিতে পারি না ; ১৯ ঈগল পক্ষীর পথ আকাশে, সপের পথ শৈলের উপরে, জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে, পুরুষের পথ যুবতীতে । ২০ ব্যভিচারিণীর পথও তদ্রুপ : সে খাইয়া মুখ মুছে, আর বলে, আমি অধৰ্ম্ম করি নাই। ২১ তিনটার ভারে ভূতল কঁপে, চারিটার ভারে কাপে, সহিতে পারে না ; ২২ দাসের ভার, যখন সে রাজত্ব প্রাপ্ত হয়, মুখের ভার, যখন সে ভক্ষ্যে পরিতৃপ্ত হয়, ২৩ ঘৃণিত। স্ত্রীর ভার, যখন সে পত্নী-পদ প্রাপ্ত হয়, আর দাসীর ভর, যখন সে অপেন কত্রীর স্থান প্রাপ্ত হয় । ২৪ পৃথিবীতে চারিট অতি ক্ষুদ্র, তথাপি তাহার বড় বুদ্ধি ধরে; ২৫ পিপীলিকা শক্তিমান জাতি নয়, তবু গ্রীষ্মকালে স্ব স্ব খাদ্যের আয়োজন করে ; ২৬ শাফন জন্তু বলবান জাতি নয়, তথাপি শৈলে ঘর বাধে ; ২৭ পঙ্গপালদিগের রাজা নাই, তথাপি তাহার দল বাধিয়া যাত্রা করে : ২৮ টিক্‌টিকি হাত দিয়া চলে, তথাপি রাজার অট্টালিকায় থাকে। ২৯ তিনটা হুন্দররাপে গমন করে, চারিট সুন্দর রূপে চলে ; ৩• সিংহ, যে পশুদের মধ্যে বিক্রমী, যে কাহাকেও দেখিয়া ফিরিয়া যায় না : ৩১ যুদ্ধের অশ্ব, আর ছাগ, এবং রাজ, র্যাহার বিরুদ্ধে কেহ উঠে না । * ৩২ তুমি যদি আপনার বড়াই করিয়া মুখের কৰ্ম্ম করিয়৷ থাক, কিম্ব যদি কুসঙ্কল্প করিয়া থাক, তবে তোমার মুখে হাত দেও। ৩৩ কেননা দুগ্ধ মন্থনে নবনীত বাহির হয়, নাসিক মন্থনে রক্ত বাহির হয়, ও ক্রোধ মন্থনে বিরোধ বাহির হয়। লমুয়েল রাজার কথা । S লমুয়েল রাজার কথা । তাহীর মত। তাহীকে এই ভারবাণী শিক্ষা দিয়া ছিলেন । ২ হে বৎস, কি বলিব ? হে আমার গৰ্ত্তের সন্তান, কি বলিব ? হিতোপদেশ । & G' 's হে তামার মানতের পুত্র, কি বলিব ? ৩ তুমি নারীগণকে তাপন শক্তি দিও না, যাহা রাজগণের বিনাশক, তাহতে লিপ্ত হইও না। ৪ রাজগণের জন্ত, হে লমুয়েল, রাজগণের জন্য মদ্যপান উপযুক্ত নয়, “স্বরা কোথায় ? [বলা] শাসনকৰ্ত্তাদের অনুচিত । ও পাছে পান করিয়া তাহার। বিধি বিস্মৃত হন, এবং কোন দুঃখীর বিচার বিপরীত করেন। ৬ মৃতকল্প ব্যক্তিকে স্বর দেও, তিক্তপ্রাণ লোককে দ্রাক্ষারস দেও ; ৭ সে পান করিয়া দৈন্তদশ ভুলিয়া যাউক, আপন দুর্দশা আর মনে ন করুক। ৮ তুমি বোবদিগের জন্ত তোমার মুখ খুল, অনাথ সকলের জন্ত খুল ৷ ৯ তোমার মুখ খুল, ন্তায় বিচার কর, দুঃখী ও দরিদ্রের বিচার কর । গুণবতী ভাৰ্য্যার বর্ণনা । ১০ গুণবতী স্ত্রী কে পাইতে পারে ? মুক্ত হইতেও তাহার মূল্য অনেক অধিক। ১১ তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। ১২ তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। ১৩ তিনি মেষলোম ও মসীনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কৰ্ম্ম করেন। ১৪ তিনি বাণিজ্য-জাহাজসমূহের ন্যায়, তিনি দূর হইতে আপন খাদ্যসামগ্ৰী আনয়ন করেন। ১৫ তিনি রাত্রি থাকিতে উঠেন, আর নিজ পরিজন দিগকে খাদ্য দেন, নিজ দাসী দিগকে নিরূপিত কৰ্ম্ম দেন । * ১৬ তিনি ক্ষেত্রের বিষয়ে সঙ্কল্প করিয়। তাহী ক্রয় করেন, স্বহস্তের ফল দিয়া দ্রীক্ষার উদ্যান প্রস্তুত করেন । ১৭ তিনি বলে কটি বন্ধন করেন, আপন বাহুযুগল বলবন্ত করেন। ১৮ তিনি দেখিতে পান, তাহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাহার দীপ নিৰ্ব্বাণ হয় না । ১৯ তিনি টেকুয়া লইতে তাপন হস্ত প্রসারণ করেন, তাহার করদ্বয় পাজ ধরে । ২০ তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন, দীনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন । ২১ তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না ; কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। ২২ তিনি আপনার জন্ত বুটাদার চাদর নিন্মাণ করেন, তাহার পরিচ্ছদ শুভ্র মদীন-বস্ত্র ও বেগুনে বস্ত্র ।

  • ( বা ) যখন উপহার সৈন্যদল উপহার সঙ্গে থাকে ।
  • (ব।) অংশ ।

551