পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ෆ ල ෆ ১০ তামিীর প্রিয় কথা কছিলেন, আমাকে বলিলেন, “অয়ি মম প্রিয়ে । উঠ ; অয়ি মম সুন্দরি এস ; ১১ কারণ দেখ, শীতকাল অতীত হইয়াছে, বর্ষা শেষ হইয়াছে, চলিয়। গিয়াছে, ১২ ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে, [পক্ষিগণের] গানের সময় হইয়াছে, আমাদের দেশে ঘুঘুর রব শুনা যাইতেছে। ১৩ ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রক্ষালতা সকল মুকুলিত হইয়াছে, সেগুলি সৌরভ বিস্তার করিতেছে । অয়ি মম প্রিয়ে । উঠ; অয়ি মম স্কন্দরি । এস । ১৪ অয়ি মম কপোতি । তুমি শৈলের ফাটালে, ভূধরের গুপ্ত স্থানে রহিয়াছ, আমাকে তোমার রূপ দেখিতে দেও, তোমার স্বর শুনিতে দেও, কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর।” ১৫ তোমরা আমাদের নিমিত্তে সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধর, যাহার। দ্রীক্ষার উদ্যান সকল নষ্ট করে ; কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে। ১৬ আমার প্রিয় আমারই, আর আমি তাঁহারই ; তিনি শোশন পুষ্পবনে [আপন পাল] চরান । ১৭ যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন নী করে, হে আমার প্রিয়। তাবৎ তুমি ফিরিয়া আইস, আর মৃগের কিম্ব হরিণশাবকের সদৃশ হও, বেথর পবর্বতশ্রেণীরষ্ট উপরে। S) রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণ প্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম, অন্বেষণ করিতেছিলাম, কিন্তু তাহকে পাইলাম না। ২ [বলিলাম ], আমি এখন উঠিয়৷ নগরে ভ্রমণ করিব, গলীতে গলীতে ও চকে চকে ভ্রমণ করিব, আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিব : অন্বেষণ করিয়াছিলাম, কিন্তু তাহাকে পাইলাম না । ৩ নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল, আমি বলিলাম, তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখিয়াছ ? ৪ আমি তাহদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম, অমনি আমার প্রাণ-প্রিয়তমকে পাইলাম, আমি তাহাকে ধরিলাম, ছাড়িলাম না, যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম, আমার জননীর অন্তঃপুরে না আনিলাম। ৫ অয়ি যিরশালেমের কন্থাগণ । আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি,

  • (ব।) বিরহ পৰ্ব্বতশ্রেণীর ।

পরমগীত । وی و 8 -- ه لا و به ] মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি, তোমর প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পৰ্য্যন্ত তাহার বাসনা না হয় । ৬ গন্ধরস ও কুন্দুরুতে স্ববাসিত হইয়া, বণিকের সর্ববপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া, ধূমস্তম্ভের স্থায় প্রান্তর হইতে আদিতেছেন, উনি কে ? ৭ দেখ, উহা শলোমনের শিবিক, উহার চারিদিকে ষষ্টি জন বীর আছেন, উহার ইস্রায়েলের বীরগণের মধ্যবৰ্ত্তী । ৮ উইশরা সকলে খড়গধারী ও রণকুশল ; উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়গ বাধা আছে, রাত্রিকালীন বিভীষিক প্রযুক্ত। ৯ শলোমন রাজ। আপনার জন্ত এক চতুৰ্দ্দাল নিৰ্ম্মাণ করিলেন, লিবানোনের কাষ্ঠ দিয়া করিলেন । ১০ তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নিৰ্ম্মাণ করিলেন, সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙ্গের আসন করিলেন, এবং যিরূশালেমের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল। ১১ অয়ি সিয়োন-কন্ত্যাগণ । তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর : তিনি সেই মুকুট ভূষিত, যাহা তাহার মাতা তাহার মাথায় দিয়াছিলেন, তাহার বিবাহের দিনে, তাহার চিত্তের আনন্দের দিনে । 3 অয়ি মম প্রিয়ে । দেখ, তুমি স্বন্দরী, দেখ, তুমি সুন্দরী : ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কপোতের ন্তায় ; তোমার কেশপাশ এমন ছাগপালের স্থায়, যাহার। গিলিয়দ-পৰ্ব্বতের পাশ্বে শুইয়া থাকে। ২ তোমার দস্তশ্রেণী ছিন্নলোমা মেষীর পালবৎ, যাহার। স্বান করিয়া উঠিয়া আসিয়াছে, যাহারা সকলে যমজ-শাবকবিশিষ্ট, যাহাঁদের মধ্যে একটাও মুতবৎসা নাই। ৩ তোমার ওষ্ঠাধর সিন্দূরবর্ণ স্থত্রের স্থায় তোমার মুখ আতি মনোহর, তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের দ্যায়। ৪ তোমার গলদেশ দায়ুদের সেই দুর্গের সদৃশ, যাহা অস্ত্রা গারের নিমিত্তে নিৰ্ম্মিত, যাহার মধ্যে এক সহস্ৰ চৰ্ম্ম টাঙ্গান রহিয়াছে, সে সমস্তই বীরগণের ঢাল । ৫ তোমার কুচযুগল দুই হরিণ-শাবকের, হরিণীর দুই যমজ বৎসের দ্যায়, যাহার শোশন পুষ্পবনে চরে । ও যাবৎ দিবস শীতল না হয়, ও ছায় সকল পলায়ন না করে, 550