পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 : *-G 3 ১২ । ] তাবৎ আমি গন্ধরসের পর্বতে যাইব, আর কুন্দুরুর পর্ববতে যাইব । ৭ অয়ি মম প্রিয়ে । তুমি সৰ্ব্বাঙ্গসুন্দরী, তোমাতে কোন দোষ নাই । ৮ আমারই সঙ্গে লিবানোন হইতে আইস, কান্তে । আমারই সঙ্গে লিবানেন হইতে আইস : অবলোকন কর* অমানার শৃঙ্গ হইতে, শনীর ও হৰ্ম্মোণ পৰ্ব্বতের শৃঙ্গ হইতে, সিংহদের বাসস্থান হইতে, চিত্রব্যাস্ত্রদের পববত হইতে । ৯ তুমি আমার মন হরণ করিয়াছ, অয়ি মম ভগিনি । মম কান্তে । তুমি আমার মন হরণ করিয়াছ, তোমার এক নয়ন কটাক্ষ দ্বারা, তোমার কণ্ঠের এক হার দ্বার। ১০ তোমার প্রেম কেমন মনোরম ৷ আয়ি মম ভগিনি । মম কান্তে । তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট । তোমার তৈলের সৌরভ সমস্ত হুগন্ধি দ্রব্য অপেক্ষ কত উৎকৃষ্ট ! ১১ কান্তে । তোমার ওষ্ঠাধর হইতে ফোট ফোটা মধুক্ষরে, তোমার জিহবার তলে মধু ও দুগ্ধ আছে ; তোমার বস্ত্রের গন্ধ লিবানানের গন্ধের ন্তায় । ১২ মম ভগিনী, মম কান্ত। অর্গলবদ্ধ উপবন, অর্গলবদ্ধ জলাকর, মুদ্রাঙ্কিত উৎস । ১৩ তোমার চারাগুলি দাড়িম্বের উপবন, তন্মধ্যে আছে স্বস্বাদু ফল, জটামাংসীর সহিত মেদি, ১৪ জটামাংস ও কুস্কুম, বচ, দারুচিনি ও সৰ্ব্বপ্রকার হুগন্ধি ধুনীর বৃক্ষ, গন্ধরস, অগুরু ও প্রধান প্রধান সমস্ত হগন্ধির তরু। ১৫ তুমি উপবন সকলের উৎস, তুমি জীবন্ত জলের কূপ, লিবানোন-প্রবাহিত স্রোতোমাল । ১৬ হে উত্তরীয় বায়ু, জাগ, হে দক্ষিণ বায়ু, আইস, আমার উপবনে বহু ; উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হউক, আমার প্রিয় আপন উদ্যানে আইনুন, আপন উপাদেয় ফল সকল ভোজন করুন। ১৭ আমি আপন উপবনে আসিয়াছি, অয়ি মম ভগিনি । মম কান্তে । আমার গন্ধরস ও সুগন্ধি দ্রব্য চয়ন করিয়াছি, আমার মধুসহ মধুক্রম চুষিয়াছি, আমার দ্রাক্ষারস ও দুগ্ধ পান করিয়াছি। পরমগীত । ○ や > হে বন্ধুগণ ভোজন কর : পান কর, হে প্রিয়েরা, যথেষ্ট পান কর। (. আমি নিদ্রিত ছিলাম, কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল ; আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করিয়৷ কহিলেন, ২ “ আমায় দুয়ার খুলিয়া দেও ; অয়ি মম ভগিনি ! মম প্রিয়ে । মম কপোতি । মম শুদ্ধমতে । কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে, আমার কেশপাশ রাত্রির জলবিন্দু ত।’ ৩ ‘আমি আমার অঙ্গরক্ষিণী খুলিয়াছি, কেমন করিয়া পরিধান করিব ? আমি পা দুখানি ধুইয়াছি, কেমন করিয়৷ মলিন করিব ? ৪ আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়া হস্ত বিস্তার করিলেন, তাহার জন্ত আমার চিত্ত উচাটন হুইল । ও আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিতে উঠিলাম : তখন গন্ধরসে আমার হস্ত ভিজিল, আমার অঙ্গুলি দ্রব গন্ধরসে ভিজিল, অগলের হাতলের উপরে । ৬ আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিয়া দিলাম : কিন্তু আমার প্রিয় ফিরিয়া গিয়াছিলেন, চলিয়৷ গিয়াছিলেন ; o তিনি কথা কহিলে আমার প্রাণ উড়িয়া গিয়াছিল : আমি তাহাকে অন্বেষণ করিলাম, কিন্তু পাইলাম না, আমি তাহাকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন না । ৭ নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল, তাহার। আমাকে প্রহার করিল, ক্ষতবিক্ষত করিল, প্রাচীরের প্রহরবর্গ আমার বস্ত্র কাড়িয়া লইল । ৮ অয়ি যিরশালেমের কস্তাগণ । আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাহকে বলিও যে, আমি প্রেম-পীড়িত । ৯ অদ্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট ? অয়ি নারীকুল-সুন্দর। অদ্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে, তুমি আমাদিগকে এরূপ দিব্য দিতেছ? ১• আমার প্রিয়তম শ্বেত ও রক্তবর্ণ : তিনি দশ সহস্ত্রের মধ্যে অগ্রগণ্য * ১১ তাহার মস্তক নিৰ্ম্মল সুবর্ণের দ্যায়, তাহার কেশপাশ কুঞ্চিত ও দাড়কাকের ন্তায় কৃষ্ণবণ । ১২ তাহার নয়নযুগল জলপ্রণালীর তীরস্থ কপোতযুগলের দ্যায়, যাহারা দুগ্ধে স্নাত ও পয়ঃপূর্ণ স্থানে উপবিষ্ট।

  • ৰ ) চলিয়া যাও। O. T. 36 )
  • ( বা ) সহস্ত্রের মধ্যে পতাকা দ্বারা চিহ্নিত ।

561