○ ;ッ。ー○ ; >> 1] যিশাইয়। 6 ఆd ৩• নীত উদ্যান সকলের বিষয়ে হতাশ হইবে। কেননা তোমর শুষ্কপত্র এলা বৃক্ষের ও নির্জল উদ্যানের স্থায় শু১ হইবে। আর বিক্রমী ব্যক্তি কোষ্টপাটেৰ দ্যায়, ও তাহার কার্য্য অগ্নিকণার দ্যায় হইবে ; উভয়ই একসঙ্গে প্রজ্বলিত হইবে, কেহ নিৰ্ব্বাণ করিবে না। শেষকালে ঈশ্বরের মহিমা ও দুষ্টদের অবনতি হইবে । & আমোসের পুত্র যিশাইয় যিহুদার ও যিক্লশা লেমের বিষয়ে এই বাক্যের দর্শন পান। ২ শেষকালে এইরূপ ঘটিবে ; সদাপ্রভুর গৃহের পর্বত পৰ্ব্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপৰ্ব্বতগণ হইতে উচ্চাকুত হুইবে এবং সমস্ত জাতি তাহার দিকে ৩ স্রোতের দ্যায় প্রবাহিত হইলে । আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চল, আমরা সদাপ্রভুর পববতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব ; কারণ সিয়োন হইতে ব্যবস্থ ও যিরশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। ৪ আর তিনি জাতিগণের মধ্যে বিচার করবেন, এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিম্পত্তি করবেন ; আর তাহার। আপন আপন খড়গ ভাঙ্গিয় লঙ্গলের ফাল গড়িবে, ও আপন আপন বড়শী ভাঙ্গয়। কাস্ত্য। গড়িবে ; এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়গ তুলিবে না, তাহার। আর যুদ্ধ শিখিবে না। যাকোবের কুল, চল, আমরা সদাপ্রভুর দীপ্তিতে ৬ গমন করি । বস্তুতঃ তুমি আপন প্রজাদিগকে, যাকেবের কুলকে, ত্যাগ করিয়াছ, কারণ তাহার। পূৰ্ব্বদেশের প্রথায় পরিপূর্ণ ও পলেষ্টীয়দের স্থায় গণক হইয়াছে, এবং বিজাতি-সন্তানদের হস্তে হস্ত দিয়াছে। ৭ আর তাহদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহদের ধনরাশির সীমা নাই ; তাহদের দেশ অশ্বে পরিপূর্ণ, ৮ এবং রথ যে কত, তাহীর সংখ্যা নাই । আর তাহদের দেশ প্রতিমায় পরিপূর্ণ, তাহারা আপনাদের হস্তকৃত বস্তুর কাছে প্ৰণিপাত করে, তাহ ত তাহাদেরই ন অঙ্গুলি দ্বারা নিৰ্ম্মিত। আর সামান্ত লোক অধোমুখ হয়, মান্ত লোক অবনত হয় ; অতএব তুমি তাহাদিগকে ক্ষমা করিও না। ১• তোমরা শৈলে পশিয়া যাও, ও ধূলিতে লুকাও, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত ও তাহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত । ১১ সামান্ত লোকের উচ্চ দৃষ্টি অবনত হইবে, মান্ত লোকদের গবর খবব হইবে, আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন। ১২ বস্তুতঃ যাহা কিছু গবিবত ও উদ্ধত এবং যাহা কিছু উচ্চাকুত, সেই সমস্তের প্রতিকূলে বাহিনীগণের সদাপ্রভুর এক দিন আসিতেছে ; সে সকল নত হইবে। ১৩ সেই দিন লিবানোনের উচ্চ ও উন্নত সমস্ত এরস বৃক্ষের প্রতিকুল, বাশনের সমস্ত অলেীন বৃক্ষের প্রতিকূল, ১৪ সমস্ত উচ্চ পৰ্ব্বতের প্রতিকূল, সমস্ত উন্নত গিরির ১৫ প্রতিকুল, সমস্ত উচ্চ দুর্গের প্রতকুল, সমস্ত দৃঢ় প্রাচী১৬ রের প্রতিকুল, তশীশের সমস্ত জাহাজের প্রতিকুল, এবং সমস্ত মনোহর শিল্পকর্মের প্রতিকূল হইবে । ১৭ আর সামান্ত লোকের দর্প অধোমুখ হইবে, মাষ্ঠ লোকদের গবব খর্ব হইবে ; ১৮ আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন। ১৯ আর প্রতিম। সকল নিঃশেষে বিলুপ্ত হইবে । আর লোকের শৈলের গুহাতে ও ধূলির গৰ্ত্তে পশিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন। ২• সেই দিন মনুষ্য ভজনার্থে নিৰ্ম্মত আপনার রৌপ্যময় প্রতিমা ও স্বর্ণময় প্রতিমা সকল ইন্দুরের ও চামচিকার কাছে নিক্ষপ করিবে ; ২১ আর গিরি-গহবরে ও শৈলগণের ফাটালে পশিবে, সদাপ্রভুর ভয়ানক ত্ব প্রযুক্ত, ও তাহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন। ২২ তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাথে প্রাণবায়ু ; ফলে সে কিসের মধ্যে গণ্য ? ৩ বস্তুতঃ দূেখ, প্ৰভু বাহিনীগণের দাপ্রভু বিন্ধশীলেম ও যিছুদ৷ হইতে যষ্টি ও যষ্টিক, অন্নরূপ সমস্ত যষ্টি ও জলরূপ সমস্ত যষ্টি, দূর করবেন। ২ বীর ও যোদ্ধ, বিচারকওঁ, ভাববাদী, মন্ত্রজ্ঞ ও বৃদ্ধ, ৩ পঞ্চাশৎপতি, সন্ত্রান্ত লোক, মন্ত্রী, নিপুণ শিল্পী ও ৪ বশীকরণে জ্ঞানী, [এই সকলে দূরীকৃত হইবে ] । আর আমি বালকগণকে তাহদের অধিপতি করব, শিশুর। ৫ তাহদের উপরে কর্তৃত্ব করবে। প্রজার উপক্রত হইবে, প্রত্যেক জন অষ্ঠের দ্বার হইবে, প্রত্যেক জন প্রতিবাসীর দ্বারা হইবে ; বালক বৃদ্ধের বিরুদ্ধে, ও নীচ লোক মহতের বিরুদ্ধে গর্বিতের কায্য করিবে । ৬ মনুষ্য আপন পিতৃকুলজাত ভ্রাতাকে ধরিয়৷ বলিবে, তোমার বস্ত্র আছে, তুমি আমাদের শাসনকৰ্ত্ত হও, এই বিনাশের অবস্থা তোমার হস্তের অধীন হউক : ৭ সেই দিন সে উচ্চ রব করিয়া কহিবে, আমি চিকিৎসক হইব না, কারণ আমার বাটীতে খাদ্য কি বস্ত্র কিছুই নাই ; আমাকে লোকদের শাসনকৰ্ত্ত কারও না । ৮ বস্তুতঃ বিরূশালেম বিনষ্ট ও যিহ্ৰদ। পতিত হইল, কেননা তাহাদের জিহ্বা ও কাৰ্য্য সদাপ্রভুর প্রতিকুল, তাহার ৯ প্রতাপ-নয়নের ক্রোধজনক । তাহদের মুখের আকার তাহীদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে ; সাদামের দ্যায় তাহার। আপনাদের পাপ প্রচার করে, গোপন করে না । ধিক্ তাহদের প্রাণকে ! কেননা তাহারা আপনা১০ দেরই মন্দ করিয়াছে। তোমরা ধাৰ্ম্মিকের বিষয় বল, তাহার মঙ্গল হইবে ; কেননা তাহার। আiপন অপেন ১১ ক্রিয়ার ফলভোগ করবে। ধিকু দুষ্টকে । অমঙ্গল 565 -
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।