পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q = 2 ১১ – ৬ ; ৭ । ] ধিক্ তাহাদিগকে, যাহারা খুব সকালে উঠে, যেন স্বরার অনুধাবন করিতে পারে ; যাহারা অনেক রাত্রি বসিয়া থাকে, যাবৎ না দ্রাক্ষারস তাহাদিগকে উত্তপ্ত করে । বীণা ও নেবল, তবল ও বঁাশী ও দ্রাক্ষারস, এই সকল তাহীদের ভোজে বিদ্যমান ; কিন্তু তাহার। সদাপ্রভুর কার্য্য নেহারে না, তাহার হস্তের ক্রিয়৷ দেখিল না । এই কারণ আমার প্রজার জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নীত, তাহদের মহোদয়গণ ক্ষুধাৰ্ত্ত, ও তাহীদের ১৪ লোকারণ্য তৃষ্ণাতে শোষিত হয় । এই কারণ পাতাল আপন উদর বিস্তার করিয়াছে, অপরিমিতরূপে মুখ খুলিয়া হা করিয়াছে ; আর উহাদের আদরণীয়ত, উহাদের লোকারণ্য, উহাদের কলহ, এবং যে উহাদের মধ্যে উল্লাস করে, সকলে সেখানে নামিয়। যাইতেছে। আর সামান্ত লোক অধোমুখ হয়, মান্ত লোক অবনত হয়, এবং দপীদের দৃষ্টি অবনত হয়। কিন্তু বাহিনীগণের সদাপ্রভু বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধৰ্ম্মশীলতায় পবিত্র বলিয়। মান্ত হন। আর মেষশাবকগণ যেমন আপনাদের চরণিতে চরে, তেমনি চরিবে, বিদেশিগণ হৃষ্টপুষ্ট লোকদের ধ্বংস-স্থান সকল উপভোগ করবে । ধিক্ তাহাদিগকে, যাহারা অলীকতার রজ্জতে অপ রাধ টানে, আর যেন শকটের দড়ি দিয়া পাপ টানে, বলে, “তিনি ত্বর করুন, নিজ কাৰ্য্য সত্বর করুন, যেন আমরা তাহ দেখিতে পাই : ইস্রায়েলের পবিত্রতমের মন্ত্রণ। নিকটে আইমুক, যেন আমরা তাহ জানিতে পাই ।” ধিক্ তাহাদিগকে, যাহারা মন্দকে ভাল,আর ভালকে মন্দ বলে, আলোকে আধার, ও আঁধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত, আর তিক্তকে মিষ্ট মনে করে । ধিক্ তাহাদিগকে, যাহারা আপন আপন চক্ষে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান । ধিক্ তাহাদিগকে, যাহারা দ্রাক্ষারস পান করিতে শুর, আর সুর মিশাইতে বলবান ; যাহারা উৎকোচের জন্ত দুষ্টকে নির্দোষ করে, আর ধাৰ্ম্মিকের ধাৰ্ম্মিকতা তাহ হইতে দূর করে । ২৪ অতএব অগ্নির জিহব। যেমন নাড়া গ্রাস করে, শুষ্ক তৃণ যেমন অগ্নিশিখায় পরিণত হয়, তেমনি তাহদের মূল জীর্ণ কাঠের স্থায় হইবে, ও তাহদের পুষ্প ধূলার স্থায় উড়িয়। যাইবে । কেননা তাহার বাহিনীগণের সদাপ্রভুর ব্যবস্থা অগ্রাহ করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতমের বাক্য অবজ্ঞা করিয়াছে ।

  • Y}

ጏቑ V )○ >W。 > *

ుపి ২ e 을》 ২২ 을3 যিশাইয়। ○ や● এই কারণ আপন প্ৰজাগণের বিপরীতে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইয়াছে, তিনি তাহীদের বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়া আছেন, এবং তাহাদিগকে আঘাত করিয়াছেন ; তাই উপপর্বতগণ কম্পমান হইল, ও উহাদের শব সড়কের মধ্যে জঞ্জালের হ্যায় হইল। এই সকলেতেও তাহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে। ২৬ তিনি দূরস্থ জাতিগণের প্রতি পতাক তুলিবেন, পৃথিবীর প্রান্তবাসীদের জন্ত শিষ দিবেন ; আর দেখ, ২৭ তাহারী দ্রুতগমনে সত্বর আসিবে । তাহীদের মধ্যে কেহ ক্লান্ত হইবে না, উছোট খাইবে না, কেহ ঢুলিয়া পড়িবে না, নিদ্র। যাইবে না ; তাহদের কটিবন্ধন খুলিয়৷ যাইবে না, তাহদের পাদুকার বন্ধন ছিড়িবে ২৮ না। তাহদের বাণ খরধার, তাহদের সমস্ত ধনুকে চড়ি দেওয়া ; তাহীদের অশ্বগণের খুর চকমকি পাথরের মত, তাহদের রথচত্র সকল ঘূৰ্ণবায়ুর স্থায় ২৯ গণ্য হইবে । তাহদের হুঙ্কার সিংহীর তুল্য হইবে : তাহার। সিংহশাবকের স্থায় হুঙ্কার কারবে, ই, তাহারা গজ্জিয় শিকার ধরিবে, অবাধে লইয়। যাইবে, কেহ ৩০ উদ্ধার করিবে না । তাহার। সেই দিন ইহাদের উপরে সমুদ্রগর্জনের স্থায় গর্জিয় উঠিবে ; আর, কেহ যদি দেশের প্রতি দৃষ্টি করে, দেখ, অন্ধকার ও সঙ্কট, আর আলোক আপন মেঘমণ্ডলে অন্ধকারময় হইয়াছে। যিশাইয়ের দর্শন ও ভাববাদিপদে প্রতিষ্ঠা । ○ 。" উষিয় রাজার মৃত্যু হয়,আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম ; ২ তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল। তাহার নিকটে সরাফগণ দণ্ডায়মান ছিলেন ; তাহদের মধ্যে প্রত্যেক জনের ছয় ছয় পক্ষ, প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন, ও দুই পক্ষ দ্বারা উড়ডীয়মান হন । ৩ আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন , ‘পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু ; সমস্ত পুথিলী তাহার প্রতাপে পরিপূর্ণ। ’ ৪ তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কঁাপিতে লাগিল, ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। ৫ তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা অামি অশুচি-ওষ্ঠাধর মনুষ্য, এবং অশুচিওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছে ; আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে, দেখিতে পাইয়াছে । ৬ পরে ঐ সরাফগণের মধ্যে এক জন আমার কাছে উড়িয়া আসিলেন, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল, তিনি যজ্ঞবেদির উপর হইতে চিমটা দ্বারা তাহ। ৭ লইয়াছিলেন। আর তিনি আমার মুখে তাহ৷ স্পর্শ করাইয়া কহিলেন, দেখ, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ 를g 567