@° 史 তাড়িত লোকদিগকে একত্র করিবেন, ও পৃথিবীর চারি কোণ হইতে যিহুদার ছিন্নভিন্ন লোক দগকে ১৩ সংগ্রহ করবেন। আর ইঞ্জয়িমের ঈর্ষ দূর হইবে, ও যাহার। যিহুদীকে ক্লেশ দেয়, তাহার উচ্ছন্ন হুইবে ; ইফ্রায়ম যিহুদার উপর ঈর্ষা করিবে না, ও যিহ্ৰদ ১৪ ইফ্রয়িমকে ক্লেশ দিবে না। আর তাহারা পশ্চিম দিকে পলেষ্টীয়দের স্কন্ধদেশে ছে৷ মারিবে, উভয়ে একত্র হইয়৷ পূৰ্ব্বদেশের লোকদের দ্রব্য লুট করিবে ; তাহারা ইদোম ও মোয়াবের উপরে হস্তক্ষেপ করিবে, এবং অন্মোন১৫ সন্তানের তাহদের অজ্ঞাবহ হইবে। আর সদাপ্ৰভু মিশ্ৰীয় সমুদ্রের খাড়ী নিঃশেষে বিনষ্ট করবেন, ফিরাৎ] নদীর উপরে নিজ উত্তপ্ত বায়ু সহকারে হস্ত দোলাইবেন, তাহাকে প্রহার করিয়৷ সপ্ত প্রণালী কfরবেন, ১৬ ও লোকদিগকে সপাদুক চরণে পার করিবেন। আর মিসর দেশ হইতে ইস্রায়েলের বাহির হইয়া ত্যাসিবার সময়ে যেমন তাহার নিমিত্তে পথ হহয়ছিল, তেমনি তাহার প্রজাদের অবশিষ্টাংশের, অশুর হইতে অবশিষ্ট লোকদের নিমিত্ত এক রাজপথ হহবে । Ş R আর সেই দিন তুমি বলিবে, হে সদাপ্রভু, আমি তোমার স্তবগান করিব ; কেনন। তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নির্ভুক্ত হইয়াছে, আর তুমি আমাকে সান্তন করিতেছ। ২ দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ ; আমি সাহস করিব, ভীত হইব না ; কেনন। সদাপ্রভু যিহেব। আমার বল ও গান ; তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। ৩ এইজন্ত তোমরা আহলাদ সহকারে পরিত্রণের উলুই ৪ সকল হইতে জল তুলিবে। আর সেই দিন তোমরা বলিবে, সদাপ্রভুর স্তব কর, তাহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাহার ক্রিয় সকল জ্ঞাত কর, তাহার নাম উন্নত, এই বলিয়া কীৰ্ত্তন কর। ও সদা প্রভুর উদ্দেশে সঙ্গীত কর : কেননা তিনি মহিমার কৰ্ম্ম করিয়াছেন ; তাহ সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক । ৬ অয়ি সিয়েন-নিবাসিনি ! উচ্চধ্বনি কর, আনন্দ গান কর : কেননী যিনি ইস্রায়েলের পবিত্রতম, তিনি তোমার মধ্যে মহান । বাবিল বিষয়ক ভাববাণী । বাবিল বিষয়ক ভারবাণী : আমোসের পুত্র S○ s。豊"。 যিশাইয় এই দর্শন পান। ২ তোমরা বৃক্ষশূন্ত পৰ্ব্বতের উপরে পতাকা তুল, লোকদের নিমিত্তে উচ্চধ্ব ন কর, হস্ত দোলাও, ৩ তাহার। প্রধানবগের পুরদ্বারে প্রবেশ করুক। তlম আপনার পবিত্র কুতদিগকে আদেশ করিয়ছি, আমি | মিশাইয়। {* : ; పిలి - ' రి; ఏసి আমার ক্ৰোধ সফল করণার্থে আমার বীরগণকে, আমার দপিত উল্লাসকারিগণকে, আহবান করিয়াছি। ৪ পৰ্ববতমালায় লোক-সমারোহের রব, যেন মহা-জনবৃন্দের শব্দ । একত্রীকৃত জাতিগণের রাজ্যসমূহের কোলাহল শব্দ। বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্ত বাহিনী রচন৷ করিতেছেন। ৫ তাহারা আসিতেছে দূরদেশ হইতে, আকাশমণ্ডলের প্রান্ত হইতে ; সদা ভু ও তাহার ক্রোধের অস্ত্র সকল সমস্ত দেশ উচ্ছিন্ন করিতে আসিতেছেন। ৬ হাহাকার কর, কেননা সদাপ্রভুর দিন নিকটবৰ্ত্তী : সৰ্ব্বশক্তিমনের নিকট হইতে বিনাশের স্থায় উহ আলিতেছে । ৭ এই কারণ সকলের হস্ত দুৰ্ব্বল হইবে, মর্ত্যমাত্রের ৮ হৃদয় দ্রব হইবে লোকের বিহ্বল হইবে, নানা যন্ত্রণ ও ব্যথাগ্রস্ত হইবে, তাহার। প্রসবকারিণীর ছায় ব্যথা খাইলে ; এক জন অস্তের প্রতি একাগ্র দৃষ্টি করিবে, ৯ তাহদের মুখ অগ্নিশিখার মুখ। দেখ, সদাপ্রভুর দিন আসিতেছে; পৃথিবীকে ধ্বংস স্থান করিবার, তথাকার পাপীদিগকে তাহর মধ্য হইতে উচ্ছিন্ন করিবার নিমিত্ত সেই দিন দারুণ এবং ক্রোধ ও প্রজ্বলিত ১• কোপসমন্বত । বস্তুতঃ আকাশের তারাগণ ও নক্ষত্ররাশি দীপ্তি দিবে না ; স্বৰ্য্য উদয় সময়ে নিস্তেজ হইবে, ও চন্দ্র অপেন জ্যোৎস্ন। প্রকাশ করিবে না । ১১ আর অtiম জগতের উপরে দুর্ভুক্তির ফল ও দুষ্টগণের উপরে তাহদের অপরাধের ফল বর্ভাইব ; আমি অহঙ্কারীদের দপ শেষ করিব, দুর্দান্তদের গৰ্ব্ব থৰ্ব্ব ১২ করিব । আমি উত্তম সুবর্ণ হইতে মৰ্ত্ত্যকে, ওফীরের ১৩ কাঞ্চন হইতে মনুষ্যকে দুলভ করিব । এইজষ্ঠ আমি আকাশমণ্ডলকে কম্পান্বিত করিব, এবং বাহিনীগণের সদাপ্রভুর ক্রোধে ও উহার প্রজ্বলিত কোপের দিনে ১৪ পৃথিবী টলিয়। স্থানভ্রষ্ট হইবে। তাহাতে তাড়িত হরিণের দ্যায় ও আরক্ষক মেষের স্থায় লোকের প্রত্যেকে আপন তাপন জাতির প্রতি ফিরিবে, প্রত্যেকে ১৫ অপেন আপন দেশের দিকে পলায়ন করিবে । যে কাহারও উদশ পাওয়া যাইবে, সে অস্ত্রবিদ্ধ হইবে : ও যে কেহ ধরা পড়িবে, সে খড়েগ পতিত হইবে । ১৬ আর তাহদের চক্ষুর সম্মুখে তাহদের শিশুগণকে আছড়ান যাইবে, তাহদের গৃহ লুষ্ঠিত হইবে, ও তাঁহা১৭ দের স্ত্রীগণ বলাৎকৃত হুইবে । দেগ, আমি তাহদের বিরুদ্ধে মাদীয়দিগকে উত্তেজিত করিব ; তাহারা ১৮ রৌপ্য তুচ্ছ করবে, ও স্ববর্ণে প্রীত হইবে না। তাহাদের ধনুৰ্দ্ধরের যুবকগণকে চূর্ণ করিবে, এবং তাহার গৰ্ত্তফলের প্রতি করুণ করিবে না. বালক বালিকাদের ১৯ প্রতি মমত। করিবে না । আর বাবিল—রাজ্য সকলের সেই রত্ন ও কলদীয়দের শ্লাঘার সেই লাবণ্য —ঈশ্বরকর্তৃক উৎপাটিত সদোম ও ঘমোরার সদৃশ হইবে। 572
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।