পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* © : २० - * 8 : २७ ! ] ২• তাহার মধ্যে আর কখনও বসতি হইবে না, পুরুষপুরুষানুক্রমে তথায় কেহ বাস করিবে না, আরবীও সে স্থানে তাম্বু ফেলিবে না, মেষপালকেরাও সেখানে ২১ আপন আপন পাল শয়ন করাইবে না। কিন্তু সেই স্থানে বন্ত পশুগণ শয়ন করিবে ; আর তাহদের গৃহ সকল চীৎকারকারী জন্তুতে পরিপূর্ণ হইবে, উgপক্ষীর ২২ সেখানে বাস করিবে, ও ছাগের নাচিবে। আর তাহীদের অট্টালিকা সমূহে বৃকগণ শব্দ করিবে, বিলাসপ্রাসাদে শৃগালের বাস করবে ; ই, তাহার কাল শীঘ্র উপস্থিত হইবে ; তাহার দিন সকল দীর্ঘ হইবে না। S8 কারণ সদাপ্রভু যাকোবের প্রতি করুণ করিবেন, ইস্রায়েলকে পুনর্কবার মনোনীত করিবেন, এবং তাহদের দেশে তাহাদিগকে বসাইয় দিবেন : তাহাতে বিদেশী লোক তাহাদিগেতে আসক্ত হইবে, ২ তাহারা যাকোবের কুলের সহিত সংযুক্ত হইবে । আর জাতিগণ তাহাদিগকে লহয় তাহদের স্থানে পহুছইয়। দিবে, এবং ইস্রায়েল-কুল সদাপ্রভুর দেশে তাহাদিগকে দাস দাসীর দ্যায় অধিকার করিবে ; আপনার যাহাদের কাছে বন্দি ছিল, তাহাদিগকে বন্দি করিবে, আর আপনাদের উপদ্রবকারীদের উপরে কর্তৃত্ব করিবে । ও যে দিন সদাপ্রভু তোমাকে দুঃখ ও উদ্বেগ হইতে, এবং যে কঠোর দাসত্বে তুমি বদ্ধ ছিল, তাহ হইতে ৪ বিশ্রাম দিবেন, সেই দিন তুমি বাবিল-রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়। বলিবে, আহা, উপদ্রবকারী কেমন শেষ হইয়াছে । অপহারিণী কেমন শেষ হইয়াছে । ৫ সদাপ্রভু দুষ্টদের দণ্ড ভাঙ্গিয়াছেন, শাসনকৰ্ত্তাদের রাজদণ্ড ভগ্ন করিয়াছেন। ৬ সে ক্রোধে প্রজাদিগকে আঘাত করিত, আঘাত করিতে ক্ষান্ত হইত না, সে কোপে জাতিগণকে শাসন করিত, অনিবারিতরূপে তাড়না করিত। ৭ সমস্ত পৃথিবী শান্ত ও স্বস্থির হইয়াছে, সকলে উচ্চৈঃস্বরে তানন্দ গান করিতেছে। ৮ দেবদারু ও লেবানানের এরস বৃক্ষ সকলও তোমার বিষয়ে আনন্দ করে, বলে, যে অবধি তুমি ভুমিসাৎ হইয়াছ, আমাদের নিকটে কোন ছেদনকৰ্ত্ত আইসে না। ৯ অধঃস্থ পাতাল তোমার জন্ত বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয় ; তোমার নিমিত্তে প্রেতগণকে, পৃথিবীর প্রধান সকলক সচেতন করে, জাতিগণের রাজ সকলকে আপন আপন সিংহাসন হইতে উঠাইয়াছে। তাহারা সকলে উত্তর করিয়া তোমাকে বলে, তুমিও কি আমাদের স্থায় ক্ষীণবল হইলে ? তুমিও কি আমাদের সমান হইলে ? - e. যিশাইয়। Ꮹ Ꮔ ❍ ১১ পাতালে নামান হইল তোমার ঘটl, ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য ঃ কীট তোমার নীচে পান্ত রহিয়াছে, কৃমি তোমাকে ঢাকিয়ছে। হে প্রভাতি তারা । উষা-নন্দন। তুমি ত স্বর্গভ্রষ্ট হচয়াছ । হে জাতিগণের নিপাতন-কারিন, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ । তুমি মনে মনে বলিয়াছিলে, “আমি স্বৰ্গারোহণ করিব, [ করিব ; ঈশ্বরের নক্ষত্রগণের উদ্ধে আমার সিংহাসন উন্নত সমাগম-পৰ্ব্বতে, উত্তরদিকের প্রান্তে, উপবিষ্ট হুইব ; আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব ।” তুমি ত নামান যাইবে পাতালে, গৰ্ত্তের গভীরতম তলে । তোমাকে দেখিলে লোকে একদৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করবে, তোমার বিষয়ে বিবেচনা করিবে, • এ কি সেই পুরুষ, যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত, জগৎকে নির্জন স্থানের স্তায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দিদিগকে বাটী যাইতে দিত না ?” জাতিগণের সমুদয় রাজা, সকলেই সসন্মানে, প্রত্যেকে স্ব স্ব আগারে শয়ন করিতেছেন : কিন্তু তুমি আপন কবরস্থান হইতে দূরে নিক্ষিপ্ত, কুৎসিত পল্লবের সদৃশ, তুমি সেই নিহতদের দ্বারা আচ্ছাদিত, যাহার খড়গবিদ্ধ, যাহারা গৰ্ত্তের প্রস্তর-রশিতে নামিয়া যায় : তুমি পদদলিত শবের তুল্য হইয়াছ। তুমি উহঁদের সহিত কবরস্থ হইবে না : কারণ তুমি স্ব দশ উচ্ছিন্ন করিয়াছ, আপন লোক দিগকে বধ করিয়াছ : দুরাচীরদের বংশের নাম কোন কালে লওয়া হইবে নী । তোমরা উহার সন্তানদের জন্ত বধ-স্থান প্রস্তুত কর, উহাদের পিতৃপুরুষদের অপরাধ প্রযুক্ত কর । তাহারা উঠিয়৷ পৃথিবী অধিকার না করুক, জগৎকে নগরে পরিপূর্ণ ন করুক। আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি তাহীদের বিরুদ্ধে উঠিব ; আমি বাবিলের নাম ও অবশিষ্টাংশ, পুত্র ও পৌত্রকে উচ্ছিন্ন করিব, ইহ সদাপ্রভু কহেন। ২৩ আর আমি ঐ নগর শজারুর অধিকার করিব, জলাভূমি করিব, সংহাররূপ মার্জনী দ্বারা মার্জন করিব, ইহ বাহিনীগণের সদাপ্রভু কহেন। Yo. చి 38 SU ጏ ዓ ybo సి ー&。 ২২ 573