পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ [ ج ; ج د - د د ; وع ? দ্রীক্ষাক্ষেত্রেও লোকের আর আনন্দগান বা হর্ষনাদ করে না ; কেহ পদ দ্বার চাপ দিয়া কুণ্ডে আর দ্রীক্ষারস বাহিত্ন করে না, আমি [দ্রাক্ষপেষণের] গান ১১ নিবৃত্ত করাইয়াছি। এই কারণ আমার নাড়ী মোয়াবের জষ্ঠ, আমার অন্তর কীর-হেরসের জন্ত বীণার স্থায় ১২ বাজিতেছে। যদ্যপি মোয়াব দেখা দেয়, উচ্চস্থলীতে আপনাকে ক্লান্ত করে, ও প্রার্থনা করিবার জন্ত আপন ধৰ্ম্মধামে প্রবেশ করে, তথাপি সে কৃতাৰ্থ হইবে না । ১৩ সদাপ্রভু মোয়াবের বিষয়ে পূৰ্ব্বে এই কথা বলিয়১৪ ছিলেন। কিন্তু এখন সদাপ্রভু এই কথা বলিয়াছেন, বেতনজীবীর বৎসরের দ্যায় তিন বৎসরের মধ্যে তাপন বৃহৎ লোকরণ্য শুদ্ধ মোয়াবের গৌরব তুচ্ছাকৃত হইবে ; এবং অবশিষ্টাংশ অতি অল্প ও ক্ষীণবল হইবে । দম্মেশক বিষয়ক ভারবাণী । Sግ দেখ, দৰ্ম্মেশক আর নগর না থাকিয়া উচ্ছিন্ন ২ হইল, তাহা কাখড়ার ঢিবি হইবে। আরোয়েরের নগর সকল পরিত্যক্ত হইল, সেগুলি পশুপালদের অধিকার হইবে ; তাহার সেই স্থানে শয়ন করিবে, কেই ৩ তাহাদিগকে ভয় দেখাইবে না। আর ইক্রয়মের দুর্গ ও দুৰ্ম্মেশকের রাজ্য এবং তারামের অবশিষ্টাংশ লুপ্ত হুইবে ; সে সকল ইস্রায়েল-সন্তানগণের গৌরবের তুল্য হুইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সেই দিন এই ঘটবে, বাকৈাবের গৌরব ক্ষীণ হইবে, ও তাহার মাংসের স্থলত কৃশ হইয়া পড়িবে। ৫ আর যেমন কেহ ক্ষেত্রস্থ শস্ত সংগ্রহ করে, হাত বাড়ীইয়া শীষ কাটে, তেমনি হইবে ; যেমন কেহ রফায়াম ৬ তলভূমিতে পতিত শীষ কুড়ায়, তেমনি হইবে। তথাপি তাহাতে যৎকিঞ্চিৎ অবশিষ্ট থাকিবে : জিত বৃক্ষের ফল ঝাড়িয়া লইবার পরেও যেমন তাহার উচ্চতম স্থানে গোট। দুই তিন ফল, কিম্বা ফলবান বৃক্ষের শাখাতে গোটা চারি পাচ ফল থাকে [তেমনি হইবে ] : ইহ। ৭ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেন । সেই দিন মনুষ্য আপন নিৰ্ম্মাতার প্রতি দৃষ্টি রাখিবে, ও তাহীর চক্ষু ৮ ইস্রায়েলের পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে। সে আপন হস্তকৃত যজ্ঞবেদি সমূহের প্রতি দৃষ্টি রাখিবে না, ও তাহার চক্ষু আপন অঙ্গুলিকৃত বস্তু, তাশের-মূৰ্ত্তি বা ৯ স্বৰ্য্য-প্রতিম। সকল দেখিবে না। সেই দিন তাহার দৃঢ় নগর সকল বনের কিম্বা পৰ্ব্বত-শিখরের সেই পরিত্যক্ত স্থানের স্থায় হইবে, যাহা ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে পরিত্যক্ত হইয়াছিল ; আর দেশ ধ্বংসস্থান হইবে। ১• কারণ তুমি তাপন ত্ৰাণেশ্বরকে ভুলিয়া গিয়াছ, ও তোমার বলের শৈলকে স্মরণ কর নাই ; এইজন্ত সুন্দর সুন্দর চার রোপণ করিতেছ, ও বিদেশীয় ১১ কলমের সহিত লগাইতেছ। তুমি রোপণের দিনে উহাতে বেড়া দেও, ও প্রাতঃকালে তোমার চার পুষ্পিত করিতেছ, কিন্তু দুর্ভাগ্যের ও অপ্রতিকাৰ্য্য ঃখের দিনে তাহার ফল উড়িয়া যায়। 8 যিশাইয়। ৫৭ ৫ ১২ হায় হয়, অনেক জাতির কোলাহল । তাহার। সমুদ্র-কলোলের স্থায় কল্লোলধ্বনি করিতেছে ; লোকবৃন্দের গর্জন । তাহার প্রবল বস্তার স্থায় গর্জন করি ১৩ তেছে। লোকবৃন্দ প্রবল বস্তার স্থায় গর্জন করবে, কিন্তু তিনি তাহাদিগকে ধমক্‌ দিবেন, তাই তাহার। দূরে পলায়ন করিবে, এবং বায়ুর সম্মুখে পর্বতস্থ ভূষির স্থায়, কিম্ব ঝড়ের সম্মুখে ঘুর্ণায়মান ধূলিরাশির স্থায় ১৪ তাড়িত হুইবে । সন্ধ্যাকালে, দেখ, ত্রাস : প্রভাতের পূবেবই তাহার নাই। এই আমাদের সববস্ব-হরণকারীদের অধিকার, এই আমাদের লুটকারীদের ভাগ্য। কুশীয়দের বিষয়ে ভাববাণী। Sbo আহ, পক্ষের ঝিবীশব্দ-বিশিষ্ট,কুশদেশীয় নদীগণের পরপারস্থ, দেশ ; তুমি ত সমুদ্রপথে ২ নলনিৰ্ম্মিত নৌকাতে জলের উপর দিয়া দূতগণকে প্রেরণ করতেছ। হে দ্রুতগামী দূতগণ, যে জাতি দীর্ঘকায় ও মহুণাঙ্গ, যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলন করে, যাহার দেশ ৩ নদনদী দ্বারা বিভক্ত, তাহার নিকটে গমন কর। হে জগন্নিবাসিগণ, হে পৃথিবীর অধিবাসিগণ, যখন পৰ্ব্বতগণের উপরে পতাকা উঠিবে, দৃষ্টিপাত করিও, এবং ৪ যখন তুরী বাজিবে, শ্রবণ করিও। কেননা সদাপ্ৰভু আমাকে এই কথা বলিয়াছেন, নিৰ্ম্মল আকাশে সতেজ রৌদ্রের স্থায়, শস্তচ্ছেদনের গ্রীষ্মসময়ে কুয়াসাযুক্ত মেঘের দ্যায়, তামি ক্ষান্ত হইব, আপন বাসস্থানে ৫ থাকিয়া নিরীক্ষণ করিব। কারণ দ্রাক্ষা সঞ্চয় করিবার পূৰ্ব্ব যে সময়ে মুকুল পরিণত হইবে, পুষ্প হইতে দ্রক্ষাফল জন্মিয় পক্ক হইবে, সেই সময়ে তিনি কাস্ত্য দিয়া তাহার ডগা কাটবেন, ও তাহার শাখা সকল দূর ৬ করিবেন, কাটিয় ফেলবেন । পৰ্ব্বতস্থ হিংস্র পক্ষীদের ও বস্ত পশুদের নিমিত্তে উহার একসঙ্গে পরিত্যক্ত হইবে ; হিংস্ৰ পক্ষিগণ তাহার উপরে গ্রীষ্মকাল যাপন ৭ করিবে, ও সকল বস্ত পশু তাহার উপরে শীতকাল যাপন করিবে। তৎকালে বাহিনীগণের সদাপ্রভুর নিকটে ঐ দীর্ঘকায় ও মন্থণাঙ্গ জাতি উপহার বলিয়৷ আনীত হইবে ; হুঁ, সেই যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলিত করে, যাহার দেশ নদনদী দ্বারা বিভক্ত, সেই জাতি হইতে বাহিনীগণের সদাপ্রভুর নামের স্থানে, সিয়োন পৰ্ব্বতে, [উপহার আনীত হইবে] । Sఏ মিসর বিষয়ক ভারবাণী । দেখ, সদাপ্রভু দ্রুতগামী মেঘে আরোহণ করিয়া মিসরে গমন করিতেছেন : মিসরের প্রতিমাগণ তাহার সাক্ষাতে কঁাপিবে, ও মিসরের হৃদয় তাহার অন্তরে দ্রব হইবে। আর আমি মিশ্রীয়দিগকে মিস্ট্রীয়দের বিপরীতে উত্তেজিত করিব ; তাহারা প্রত্যেকে আপন আপন ভ্রাতার ও প্রত্যেকে আপন আপন বন্ধুর সহিত, ২ নগর নগরের সহিত, ও রাজ্য রাজ্যের সহিত সংগ্রাম 575