পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ ; 8 - 8 ; ७ । ] পার্শ্বে গিয়া এই মহাশ্চর্য্য দৃষ্ঠ দেখি, ঝোপ দগ্ধ হয় ৪ নী, ইহার কারণ কি ? কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে, তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মোশি, মোশি । তিনি কহিলেন, দেখুন, ৫ এই আমি । তখন তিনি কহিলেন, এ স্থানের নিকটবৰ্ত্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেল ; কেননা যে স্থানে তুমি দাড়াইয়া আছ, উহ। ৬ পবিত্র ভূমি। তিনি আরও কহিলেন, আমি তোমার | পিতার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর। তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেনন। তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ৭ ভীত হইয়াছিলেন। পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিসরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি, এবং কাৰ্য্যশাসকদের সমক্ষে তাহদের ক্ৰন্দনও শুনিয়াছি : ৮ ফলতঃ আমি তাহদের দুঃখ জানি। আর মিশ্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জষ্ঠ, এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিৰ্ত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিবৰীয় ও বিবুধীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য ৯ নামিয়া আসিয়াছি । এখন দেখ, ইস্রায়েল-সন্তানগণের ক্ৰন্দন আমার নিকটে উপস্থিত হইয়াছে, এবং মিশ্ৰীয়েরা তাহদের প্রতি যে দৌরাত্ম্য করে, তাহ ১• আমি দেখিয়াছি। অতএব এখন আইস, আমি তোমাকে ফরেণের নিকটে প্রেরণ করি, তুমি মিসর হইতে আমার প্রজ ইস্রায়েল-সন্তানদিগকে বাহির ১১ করিও । মোশি ঈশ্বরকে কহিলেন, আমি কে, যে ফরেীণের নিকটে যাই, ও মিসর হইতে ইস্রায়েল১২ সন্তানদিগকে বাহির করি ? তিনি কহিলেন, নিশ্চয় আমি তোমার সহবৰ্ত্তী হইব ; এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম, তোমার পক্ষে তাহার এই চিহ্ন হইবে ; তুমি মিসর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা এই পৰ্ব্বতে ঈশ্বরের সেবা করিবে । পরে মোশি ঈশ্বরকে কহিলেন, দেখ, আমি যখন ইস্রায়েল-সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাস। করে, তাহার নাম কি ? তবে তাহাদিগকে কি ১৪ বলিব ? ঈশ্বর মৌশিকে কহিলেন, “আমি যে আছি সেই আছি”,*আরও কহিলেন,ইম্রায়েল-সন্তানদিগকে এইরূপ বলিও, “আছি” তোমাদের নিকটে আমাকে ১৫ প্রেরণ করিয়াছেন । ঈশ্বর মোশিকে আরও কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানদিগকে এই কথা বলিও, Nరి

  • (বা) মামি আছি, কারণ আছি । (বা) আমি আছি, যে আছি । (বা) আমি যে হইব, সেই হইব ।

O. T. 4 যাত্রাপুস্তক । 8 o' যিহোবাঃ [সদাপ্রভু), তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহীমের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন ; আমার এই নাম অনন্তকালস্থায়ী, এবং এতদ্বারা আমি পুরুষে ১৬ পুরুষে স্মরণীয়। তুমি যাও, ইস্রায়েলের প্রাচীনগণকে একত্র কর, তাহাদিগকে এই কথা বল, সদাপ্রভু, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহীমের, ইস্হাকের ও যাকোবের ঈশ্বর আমাকে দর্শন দিয়া কহিলেন, সত্যই আমি তোমাদিগের তত্ত্ব লইয়াছি, এবং মিসরে তোমাদের প্রতি যাহ করা হইতেছে, তাহ ১৭ দেখিয়াছি। আর আমি বলিয়াছি, আমি মিসরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিষীয়দের, হিববীয়দের ও যিবুধীয়দের দেশে, দুগ্ধমধুপ্রবাহী দেশে, লইয়। ১৮ যাইব । তাহার তোমার রবে মনোযোগ করিবে: তখন তুমি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ মিসরের রাজার নিকটে যাইবে, তাহাকে বলিবে, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাদিগকে দেখা দিয়াছেন ; অতএব বিনয় করি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করণার্থে আমাদিগকে তিন দিনের পথ প্রান্তরে যাইবার ১৯ অনুমতি দিউন । কিন্তু আমি জানি, মিসরের রাজ। তোমাদিগকে যাইতে দিবে না, পরাক্রান্ত হস্ত দেখাই২০ লেও দিবে না । পরস্তু আমি হস্ত বিস্তার করিব, এবং দেশের মধ্যে যে সমস্ত আশ্চৰ্য্য কাৰ্য্য করিব, তদ্বারা মিসরকে আঘাত করিব, তৎপরে সে তোমা২১ দিগকে যাইতে দিবে। আর আমি মিত্রীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুগ্রহের পাত্র করিব , তাহাতে তোমরা যাত্রাকালে রিক্ত হস্তে যাইবে ন! . ২২ কিন্তু প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী কিম্বা গৃহে প্রবাসিনী স্ত্রীর কাছে রৌপ্যালঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিবে ; এবং তোমরা তাহা আপন আপন পুত্রদের ও কস্তাদের গাত্রে পরাইবে ; এইরূপে তোমরা মিস্ত্রীয়দের দ্রব্য হরণ করিবে । 8 মোশি উত্তর করিলেন, কিন্তু দেখুন, তাহার আমাকে বিশ্বাস করিবে না, ও অামার রবে মনোযোগ করিবে না, কেননা তাহার। বলিৰে, ২ সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই। তখন সদfপ্ৰভু তাহাকে কহিলেন, তোমার হস্তে ওখানি কি ? তিনি বলিলেন, যষ্টি । তখন তিনি কহিলেন, উহ। তুমিত ৩ ফেল। পরে তিনি ভূমিতে ফেলিলে তাহ সর্প হইল : আর মোশি তাহার সম্মুখ হইতে পলায়ন করিলেন । ৪ তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধর",—তাহাতে তিনি হস্ত বিস্তার ৫ করিয়া ধরিলে উহ। তাহার হস্তে যষ্টি হইল,—“যেন তাহারা বিশ্বাস করে যে, সদাপ্রভু, তাহদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহীমের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছেন।” ৬ পরে সদাপ্রভু তাহাকে আরও কহিলেন, তুমি 49