পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়

  • TS |

ঈশ্বরের প্রজাগণের প্রতি সাত্বনাবাক্য । ৪০ তোমরা সম্বন করু, আমার প্রজাদিগকে সান্তন কর, তোমাদের ঈশ্বর ইহা বলেন । যিরূশালেমকে চিত্ততোষক কথা বল ; আর তাহার নিকটে ইহ প্রচার কর যে, তাহার সৈন্তবৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষম হইয়াছে ; তাহার যত পাপ, তাহার দ্বিগুণ [ফল] সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে । ত এক জনের রব, সে ঘোষণা করিতেছে, “তোমরা প্রাস্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত কর, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্ত রাজপথ সরল কর । ৪ প্রত্যেক উপত্যক। উচ্চীকৃত হইবে, প্রত্যেক পববত ও উপপৰ্ববত নিম্ন করা যাইবে : বক্র স্থান সরল হইবে, উচ্চনীচ ভূমি সমস্থলী হইবে : ৫ আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, তার সমস্ত মৰ্ত্ত একসঙ্গে তাহ দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।’ শু এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর, এক জন কহিল, “কি ঘোষণা করিব ?’ মর্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য। * তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প স্নান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিশ্বাস বহে ; সত্যই লোকের তৃণস্বরূপ । ৮ তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প স্নান হইয় পড়ে, কিন্তু তামাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে ।” ৯ হে সিয়েনের কাছে সুসমাচার-প্রচারকারিণি । উচ্চ পববতে আরোহণ কর ; হে যিরশালেমের কাছে সুসমাচার-প্রচারকারিণি । সবলে উচ্চৈঃস্বর কর, উচ্চৈঃস্বর কর, ভয় করিও না ; যিহুদার নগর সকলকে বল, দেখ, তোমাদের ঈশ্বর ! ১• দেখ, প্ৰভু সদাপ্রভু সপরাক্রমে আসিতেছেন, তাহার বাহু তাহার জন্ত কর্তৃত্ব করে ; দেখ, তাহার সঙ্গে তাহার [ দাতব্য ] বেতন আছে, তাহার অগ্ৰে তাহার [দাতব্য পুরস্কার তাছে। ১১ তিনি মেষপালকের ন্তায় আপন পাল চরাইবেন, তিনি শাবকদিগকে বাহুতে সংগ্রহ করবেন, এবং কোলে করিয়া বহন করিবেন ; দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চলাইবেন। সৰ্ব্বশক্তিমান ঈশ্বর তাহার ভক্তগণের তাশ্রয় । কে তাপন করতলে জলরাশি মপিয়াছে, বিঘত দিয়া আকাশমণ্ডল পরিমাণ করিয়াছে, পৃথিবীর ধুলা পালিতে ভরিয়াছে, পাল্লাতে পৰ্ব্বতগণকে, ও নিক্তিতে ১৩ উপপৰ্ব্বতগণকে তোল করিয়াছে ? কে সদাপ্রভুর আত্মার পরিমাণ করিয়াছে* ? কিম্বা তাহার মন্ত্রী ১৪ হইয়। তাহাকে শিক্ষা দিয়াছে ? তিনি কাহার কাছে মন্ত্রণ গ্রহণ করিয়াছেন ? কে তাহাকে বুদ্ধি দিয়াছে, ও বিচারপথ দেখাইয়াছে, তাহাকে জ্ঞান শিক্ষা দিয়াছে, ১৫ ও বিবেচনার মার্গ জানাইয়াছে ? দেখ, জাতিগণ কলসের একটা জলবিন্দুর তুল্য, আর পালাতে লগ্ন ধূলিকণার স্থায় গণ্য ; দেখ, তিনি দ্বীপ সকলকে একটী ১৬ পরমাণুর স্থায় তুলেন। আর জ্বাল দিবার নিমিত্তে লিবানেনে, হেমবলির নিমিত্তে তাহার জন্তু সকলে ১৭ কুলায় না । তাহার সম্মুখে সমস্ত জাতি অবস্তুবৎ, তিনি তাহাদিগকে অসার ও শূন্ত জ্ঞান করেন। তবে তোমরা কাহীর সহিত ঈশ্বরের তুলনা দিবে ? তাহার সদৃশ বলিয়া কি প্রকার মূৰ্ত্তি উপস্থিত করিবে ? ১৯ শিল্পকর প্রতিম। ছাচে ঢালে, স্বর্ণকার তাহ স্বর্ণপত্রে মোড়ে, ও তাহার নিমিত্তে রৌপ্যের শৃঙ্খল প্রস্তুত করে। ২০ যে ব্যক্তি এই রূপ উপহার দিতে পারে না, সে দুষ্পচ্য কোন কণ্ঠ মনোনীত করে ; আপনার জন্ত এক জন বিজ্ঞ শিল্প কর খুঁজে, যেন সে এমন একটী প্রতিম। প্রস্তুত করে, যাহ। টলিবে না। তোমরা কি জ্ঞাত হও নাই ? তোমরা কি শুন নাই ? আদি অবধি কি তোমাদিগকে সংবাদ দেওয়া হয় নাই ? পৃথিবীর পত্তনাবধি ২২ তোমরা কি বুঝ নাই ? তিনিই পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট : তন্নিবাসিগণ ফড়িঙ্গস্বরূপ ; তিনি চন্দ্রতপের স্থায় আকাশমণ্ডল বিস্তার করেন, বাসতন্থর হায় তাহী টাঙ্গাইয় দেন। তিনি ভূপতিদিগকে লুপ্ত করেন, পৃথিবীর বিচারকত্তাদিগকে অসারের তুল্য ২৪ করেন । তাহার রোপিত হয় নাই, তাহার উপ্ত হয় নাই, ভূমিতে তাহদের কাও বদ্ধমূল হয় নাই, অমনি তিনি তাহদের উপরে ফুৎকার দেন, তাহারা শুকাইয়৷ যায়, ঘূর্ণবায়ু তাহাদিগকে নাড়ার স্তায় উড়াইয়ু দেয়। অতএব তোমরা কাহার সহিত আমার উপমা দিবে যে, আমি তাহার সদৃশ হইব । ইহা পবিত্রতম কহেন। ২৬ উৰ্বদিকে চক্ষু তুলিয়া দেখ, ঐ সকলের স্বষ্টি কে করি > R ○ br ース。 ミ○ ミ@

  • (ব।) আত্মীকে আদেশ করিয়াছে ?

590