পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ 8 : ২৬ – ৪ ৫ : ২৩ ৷ ] ২৬ ও তাঁহাদের জ্ঞান মুর্থতাস্বরূপ করেন। তিনি আপন দাসের বাক্য স্থির করেন, ও আপন দূতগণের মন্ত্রণ সিদ্ধ করেন ; তিনি যিরশালেমের বিষয়ে কহেন, তাহ বসতিবিশিষ্ট হইবে, আর যিহুদার নগর সকলের বিষয়ে কহেন, সেগুলি পুননিৰ্ম্মিত হইবে, আর আমি ২৭ দেশের উৎসন্ন স্থান সকল পুনৰ্ব্বার উঠাইব । তিনি অগাধ জলকে বলেন, শুষ্ক হও, আমি তোমার নদনদী ২৮ শুকাইয়া ফেলিব। তিনি কোরসের উদ্দেশে কহেন, আমার পালরক্ষক, সে আমার সমস্ত মনোরথ সিদ্ধ করিবে । তিনি যিরশালেমের বিষয়ে বলেন, সে পুনৰ্নিৰ্ম্মিত হইবে, এবং মন্দিরকে বলেন, তোমার ভিত্তিমূল স্থাপিত হইবে। 8°C সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তির, কোরসের, বিষয়ে এই কথা কহেন, আমি তাহীর দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তাহার সম্মুখে নানা জাতিকে পরাভব করিব, আর রাজগণের কটিবন্ধন খুলিয়া ফেলিব ; আমি তাহার অগ্রে কবাট সকল মুক্ত করিব, ২ আর পুরদ্বার সকল বদ্ধ থাকিবে না। আমি তোমার অগ্ৰে অগ্ৰে গমন করিয়া উচ্চনীচ স্থান সমান করিব, আমি পিত্তলের কৰাট ভগ্ন করিব, ও লৌহের হুড়ক। ৩ কাটিয়া ফেলিব। আর আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দিব ; যেন তুমি জানিতে পার, অামি সদাপ্রভুই তোমার নাম ধরিয়া ৪ ডাকি, আমি ইস্রায়েলের ঈশ্বর। আমার দাস যাকোবের ও আমার মনোনীত ইস্রায়েলের নিমিত্তে আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি ; তুমি তামাকে না জানিলেও তোমাকে উপাধি দিয়াfছ । ও আমিই সদাপ্রভু, আর কেহ নয় ; আমি ব্যতীত অন্ত ঈশ্বর নাই ; তুমি আমাকে ন জানিলেও আমি ৬ তোমার কটি বন্ধন করিব ; যেন সূর্য্যোদয়ের স্থানাবধি পশ্চিম দিক্ পর্য্যন্ত লোকে জানিতে পারে যে, আমি ব্যতীত অন্ত নাই ; আমিই সদাপ্রভু, আর কেহ নয়। ৭ আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের স্বষ্টিকৰ্ত্ত, অামি শান্তির রচনাকারী ও অনিষ্টের স্বষ্টিকৰ্ত্তা ; আমি সদাপ্রভু এই সকলের সাধনকৰ্ত্ত । ৮ হে আকাশমণ্ডল, উপর হইতে শিশির বর্ষণ কর, মেঘমালী ধাৰ্ম্মিকতা বর্ষণ করুক ; ভূমি বিদীর্ণ হউক, ও মেঘমালা পরিত্রাণ-ফল উৎপন্ন করুক, পৃথিবী সঙ্গে সঙ্গে ধাৰ্ম্মিকতা অঙ্কুরিত করুক - আমি সদাপ্রভু ইহার স্বষ্টিকৰ্ত্ত। ৯ ধিক্ তাহাকে, যে আপন নিৰ্ম্মাতার সহিত বিবাদ করে ; সে ত মটীর খোলীর মধ্যবৰ্ত্তী খোলা মাত্র । মৃত্তিক কি কুম্ভকারকে বলিবে, তুমি কি নিৰ্ম্মাণ করিতেছ ? তোমার রচিত বস্তু কি বলবে, “উহার ১০ হস্ত নাই’? ধিক্ তাহাকে, যে পিতাকে বলে, “তুমি কি জন্মাইতেছ? কিম্ব স্ত্রীলোককে বলে, “ তুমি কি ১১ প্রসব করিতেছ?” সদাপ্রভু, ইস্রায়েলের পবিত্রতম ও ষিশাইয়। d = (t তাহার নিৰ্ম্মাতা, এই কথা কহেন, তোমরা আগামী ঘটনা সকলের বিষয়ে আমাকে জিজ্ঞাসা কর ; আমার সন্তানদের ও আমার হস্তকৃত কার্য্যের বিষয়ে আমাকে ১২ আদেশ দেও। আমি পৃথিবী নিৰ্ম্মাণ করিয়াছি, ও পৃথিবীর উপরে মনুধ্যের স্বষ্টি করিয়াছি ; আমি নিজ হস্তে আকাশমণ্ডল বিস্তীর্ণ করিয়াছি, এবং আকাশের ১৩ সমস্ত বাহিনীকে আজ্ঞ দিয়া আসিতেছি । আমিই উহাকে ধৰ্ম্মশীলতায় উত্তেজিত করিয়াছি, আর উহার সকল পথ সমান করিব: সেই আমার নগরট গাখিবে, এবং আমার বন্দীকৃত লোকদিগকে ছাড়িয়া দিবে, বিনামূল্যে ও বিনাপুরস্কারেই দিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সদাপ্রভু এই কথা কহেন, মিসরের উপার্জিত সম্পত্তি ও কুশের বাণিজ্যের লভ্য এবং দীর্ঘকায় সবায়ীয়গণ তোমার কাছে আসিবে, তাহার তোমারই হইবে ; তাহার তোমার পশ্চাদগামী হইবে ; শৃঙ্খলে বদ্ধ হইয়া আসিবে ; আর তোমার কাছে প্ৰণিপাত করিয়৷ এই নিবেদন করিবে, “তোমারই মধ্যে ঈশ্বর আছেন, আর কেহ নয়, আর কোন ঈশ্বর নাই।’ ১৫ হে ইস্রায়েলের ঈশ্বর, হে ত্ৰাণকৰ্ত্ত, সত্য, তুমি আত্ম১৬ গোপনকারী ঈশ্বর। তাহারা সকলে লজ্জিত ও বিষঃ হইবে, তাহার একসঙ্গে অপমানগ্রস্ত হইয়া চলিয়া ১৭ যাইবে, সেই পুত্তলি-নিৰ্ম্মাতারা । কিন্তু ইস্রায়েল সদাপ্রভু কর্তৃক অনন্তকালস্থায়ী পরিত্রাণ প্রাপ্ত হইয়াছে ; তোমরা অনন্তকালেও কখনও লজ্জিত কি বিষন্ন হইবে না । কেননা আকাশমণ্ডলের স্বষ্টিকৰ্ত্ত সদাপ্রভু, স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নিৰ্ম্মাণ করিয়াছেন, তাহ স্থাপন করিয়াছেন, ও অনর্থক স্বষ্টি না করিয়া বাসস্থানার্থে নিৰ্ম্মাণ করিয়াছেন, তিনি এই ১৯ কথা কহেন, আমিই সদাপ্রভু, তার কেহ নয়। আমি গোপনে অন্ধকারময় দেশের কোন স্থানে কথা কহি নাই ; আমি যাকোবের বংশকে এই বাক্য কহি নাই যে, “তোমরা অনর্থক আমার অন্বেষণ কর, আমি ২০ সদাপ্রভু স্থায্য বাক্য বলি, সারল্যের কথা কহি । হে জাতিগণের মধ্য হইতে উত্তীর্ণ লোক সকল, তোমরা একত্র হইয়া আইস, একসঙ্গে নিকটে আইস: তাহারা কিছুই জানে না, যাহার। আপনাদের প্রতিমার কাষ্ঠ বহিয়া বেড়ায়, যাহার এমন দেবতার কাছে প্রার্থনী ২১ করে, যে পরিত্রাণ করিতে পারে না । তোমরা সংবাদ দেও, কথা উপস্থিত কর ; হুঁ, সকলে পরস্পর মন্ত্রণা করুক। পুরু হইতে এ কথা কে জ্ঞাত করিয়াছে ? সেকাল হইতে কে সংবাদ দিয়াছে ? আমি সদাপ্রভু কি করি নাই ? আমি ব্যতীত অন্ত ঈশ্বর নাই ; আমি ধৰ্ম্মশীল ও ত্রাণকারী ঈশ্বর ; আমি বাতীত অদ্য নাই । ২২ হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রণ প্রাপ্ত হও, কেননা আমিই ঈশ্বর, আর কেহ ২৩ নয়। আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ S 8 S br 595