○ >bア সদাপ্রভুর দাসের স্থৈৰ্য্য হেতু ইস্রায়েলের মঙ্গল । 8> হে উপকুল সকল, আমার বাক্য শুন ; হে দূরস্থ জাতিগণ, কর্ণপাত কর । সদাপ্রভু গৰ্ত্তাবধি আমাকে ডাকিয়াছেন, মাতার উদর হইতে আমার নাম ২ উল্লেখ করিয়াছেন। তিনি আমার মুখ তীক্ষ খড়গস্বরূপ করিয়াছেন, আপন হস্তের ছায়াতে আমাকে লুকায়িত করিয়াছেন, এবং আমাকে শাণিত বাণস্বরূপ ৩ করিয়াছেন, আপন তুণের মধ্যে রাখিয়াছেন। আর তিনি আমাকে বলিয়াছেন, তুমি আমার দাস, তুমি ৪ ইস্রায়েল, তোমাতেই আমি মহিমান্বিত হইব। কিন্তু আমি কহিলাম, আহ । আমি পণ্ডশ্রম করিয়াছি, শূন্ততার ও অসারতার জন্য আপন শক্তি ব্যয় করিয়াছি ; নিশ্চয়ই আমার বিচার সদাপ্রভুর কাছে, ও আমার ৫ শ্রমের ফল আমার ঈশ্বরের কাছে রহিয়াছে। আর এখন সদাপ্রভু বলেন ; যিনি আমাকে গৰ্ত্তাবধি নিৰ্ম্মাণ করিয়াছেন, যেন আমি তাহার দাস হইয়া যাকোবকে তাহার কাছে পুনরানয়ন করি, যেন ইস্রায়েল তাহার কাছে সংগৃহীত হয় –বাস্তবিক, সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত, এবং আমার ঈশ্বর আমার বল ৬ হইয়াছেন — তিনি বলেন, তুমি যে যাকোবের বংশ সকলকে উঠাইবার জন্ত ও হস্রায়েলের রক্ষিত লোকদিগকে পুনৰ্ব্বার আনিবার জন্ত আমার দাস হও, ইহা লঘু বিষয় ; আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করব, যেন তুমি পৃথিবীর সীমা পৰ্য্যন্ত আমার পরিত্রাণস্বরূপ হও । ৭ যে ব্যক্তি মনুষ্যের অবজ্ঞাত, প্রজীবৃন্দের ঘূণাস্পদ ও কর্তৃত্বকারীদের দাস, তাহাকে সদাপ্রভু, ইস্রায়েলের মুক্তিদাতা ও তাহার পবিত্রতম, এই কথা কহেন, তোমাকে দেখিলে রাজার উঠিয় দাড়াইবে, অধ্যক্ষের প্ৰণিপাত করিবে ; সদাপ্রভুর নিমিত্তই করিবে, তিনি ত বিশ্বসনীয় ; ইস্রায়েলের পবিত্রতমের নিমিত্ত করিবে, তিনি ত তোমাকে মনোনীত করিয়াছেন। ৮ সদাপ্রভু এই কথা কহেন, আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনীর উত্তর দিয়াছি, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিয়াছি ; আর আমি তোমাকে রক্ষা করিব, ও প্রজবুন্দের সন্ধিরূপে নিযুক্ত করিব ; তাহাতে তুমি দেশের উন্নতি সাধন করবে, ৯ ও ধ্বংসিত অধিকার সকল অধিকারে আনিবে ; তুমি বন্দিগণকে বলিবে, বাহির হও ; যাহার। অন্ধকারে আছে, তাহাদিগকে বলিবে, প্রকাশিত হও । তাহার পথে পথে চরিবে, ও বৃক্ষশূন্ত গিরিশ্ৰেণী তাহদের ১• চরণিস্থান হইবে। তাহার ক্ষুধিত কি পিপাসিত হইবে ন। ; এবং তপ্ত বালুক কি রৌদ্র দ্বার আহত হইবে নী ; কেনন। যিনি তাহদের প্রতি দয়াকারী, তিনি তাহাদিগকে চরাইবেন, জলের উকুইয়ের নিকটে লইয়া ১১ যাইবেন। আর আমি আমার সমস্ত পৰ্ব্বত পথ যিশাইয় । [ 8 → ; > - २8 ॥ করিব, আর আমার রাজপথ সকল উচ্চাকৃত হইবে। ১২ দেখ, ইহার দূর হইতে আসিবে ; আর দেখ, উহার উত্তর ও পশ্চিম দিক্ হইতে আসিবে ; আর ঐ লোকের সীনীম দেশ হইতে আসিবে। আকাশমণ্ডল, আনন্দ-রব কর, পৃথিবি, উল্লাসিত হও : পৰ্ব্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর : কেননা সদাপ্রভু আপন প্রজাগণকে সম্বিন৷ করিয়াছেন, আর আপন দুঃখীদের প্রতি করুণা করবেন। ১৪ কিন্তু সিয়োন কহিল, সদাপ্রভু আমাকে ত্যাগ ১৫ করিয়াছেন, প্রভু আমাকে ভুলিয়া গিয়াছেন। স্ত্রীলোক কি আপন স্তন্তপায়ী শিশুকে ভুলিয়। যাইতে পারে ? আপন গৰ্ত্তজীত বালকের প্রতি কি স্নেহ করিবে না ? বরং তাহারা ভুলিয়৷ যাইতে পারে, তথাপি আমি ১৬ তোমাকে ভুলিয়। যাইব না। দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়ছি, তোমার ১৭ প্রাচীর সববদ আমার সম্মুখে আছে। তোমার পুত্রের ত্বর করিতেছে, তোমার উৎপাটনকারীর ও উৎসন্ন১৮ কারীর তোমার মধ্য হইতে নির্গত হইবে । তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখ, এই সকলে একত্র হইয়। তোমার কাছে আদিতেছে। সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি ভুষণের দ্যায় এই সকলকে পরিধান করিবে, কন্যার মেখলার স্থায় এই সকলকে ১৯ ধারণ করিবে। কারণ তোমার উৎসন্ন ও ধ্বংসিত স্থান সকলের এবং তোমার নষ্ট দেশের বিষয় বলতেছি] : এক্ষণে তুমি নিবাসীদের পক্ষে সঙ্কীর্ণ হইবে, এবং যাহার তোমাকে গ্রাস করিয়াছিল, তাহার দূরে ২• থাকিবে । তোমার বিরহের সন্তানগণ ইহার পরে তোমার কর্ণগোচরে বলিবে, আমার পক্ষে এই স্থান সঙ্কীর্ণ ; সরিয়া যাও, আমাকে বাস করিতে দেও । ২১ তখন তুমি মনে মনে বলিবে, আমার এই সকলকে কে জন্ম দিয়াছে ? আমি ত সন্তান-বিরহিত ও বন্ধ্য, নির্বাসিত ও পরিভ্রান্ত ছিলাম ; ইহাদিগকে কে প্রতিপালন করিয়াছে ? দেথ, আমি একাকিনী অবশিষ্ট ছিলাম, ইহার কোথায় ছিল ? ২২ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি জাতিগণের প্রতি আমার হস্ত তুলিব, লোকবৃন্দের প্রতি আমার পতাকা উঠাইব,তাহাতে তাহারা তোমার পুত্রগণকে কোলে করিয়া, ও তোমার কন্যাদিগকে কাধে ২৩ করিয়া আনিয়া দিবে। আর রাজগণ তোমার রক্ষণাবেক্ষণকারী পালক ও তাহীদের রাণীরা তোমার ধাত্রী হইবে ; তাহারা ভূমিতে মুখ দিয়া তোমার কাছে প্ৰণিপাত করিবে, ও তোমার চরণের ধুলি চাটিবে : আর তুমি জানিতে পারিবে, আমিই সদাপ্রভু ; যাহার আমার অপেক্ষ করে, তাহার লজ্জিত হইবে না। ২৪ বীর হইতে কি যুদ্ধে ধৃত প্রাণী হরণ করা যায় ? কিম্ব স্যায়বানের বন্দিগণকে কি মুক্ত করা যায় ? రి 598
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।