পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ © ९ ৪ ভয় করিও না, কেননা তুমি লজ্জা পাইবে না ; বিষঃ হইও না, কেননা তুমি অপ্রতিভ হইবে না ; কারণ তুমি আপন যৌবনের অপমান ভুলিয়৷ যাইবে, আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকিবে না। e কেননা তোমার নিৰ্ম্মত তোমার পতি, তাহার নাম বাহিনীগণের সদাপ্রভু ; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা, তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলিয়া আখ্যাত হইবেন। ও কারণ সদাপ্ৰভু তোমাকে পরিত্যক্ত ও আত্মায় দুঃখিত স্ত্রীর স্থায়, কিম্বা দূরীকৃত যৌবনকালীয় ভাযার দ্যায় ডাকিয়াছেন ; ইহা তোমার ঈশ্বর কহেন। ৭ আমি ক্ষুদ্র নিমেষ কালের জষ্ঠ তোমাকে ত্যাগ করিয়াছি, কিন্তু মহাকরুণায় তোমাকে সংগ্ৰহ করিব। ৮ আমি কোপাবেশে এক নিমেষমাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকালস্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব, ইহ। তোমার ৯ মুক্তিদাতা সদাপ্রভু কহেন। বস্তুতঃ আমার নিকটে ইহ। নোহের জলসমূহের সদৃশ ; কারণ আমি যেমন শপথ করিয়াছি যে, নোহের জলসমূহ আর ভূতল আপ্লাবন করিবে না, তেমনি এই শপথ করলাম যে, তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ১• ভৎসনাও করিব না। বস্তুতঃ পৰ্ববতগণ সরিয়া যাইবে, উপপৰ্ব্বতগণ টলিবে ; কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি-নিয়ম টলিবে নী ; যিনি তোমার প্রতি অনুকম্প করেন, সেই সদাপ্রভু ইহ কহেন। অয়ি দুঃখিনি, অয়ি ঝটিক-দুলিতে ও সান্তনবিহীনে, দেখ, আমি রসাঞ্জন দিয়া তোমার প্রস্তর বসাইব, নীলমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন ১২ করিব ; আর পদ্মরাগমণি দ্বারা তোমার আলিশা, ও সুধাকান্তমণি দ্বার তোমার পুরদ্বার সকল, ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীম। নিৰ্ম্মাণ ১৩ করিব। আর তোমার সন্তানের সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম ১৪ শান্তি হইবে। তুমি ধাৰ্ম্মিকতায় স্থিরীকৃত হইবে ; তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে, বস্তুতঃ তুমি ভীত হইবে না ; এবং ত্রাস হইতে দূরে থাকিবে, বাস্তবিক ১৫ তাহ তোমার নিকটে আসিবে না। দেখ, লোকে যদি দল বাধে, তাহ আম৷ হইতে হয় না ; যে কেহ তোমার বিপক্ষে দল বাধে, সে তোমা হেতু পতিত ১৬ হইবে । দেখ, যে কৰ্ম্মকার জলদঙ্গারে বাতাস দেয়, আর আপন কার্য্যের জষ্ঠ অস্ত্র গঠন করে, আমিই তাহার স্বষ্টি করিয়াছি, এবং বিনাশ করণার্থে নাশকের ১৭ সৃষ্টিও আমিই করিয়াছি। যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহ সার্থক হইবে না ; যে কোন জিহব। বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের S X যিশাইয়। [ Ф 8 ; 8 — Ф & ; > > এই অধিকার, এবং আমি হইতে তাহদের এই ধাৰ্ম্মিকতা লাভ হয়, ইহ সদাপ্রভু কহেন। পরিত্রাণ গ্রহণার্থে নিমন্ত্রণ । (ζ0ζ অহে, তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইস : যাহার রৌপ্য নাই, আইকুক ; তোমরা আইস, খাদ্য ক্রয় কর, ভোজন কর : ই, আইস, বিনারোপ্যে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় কর । ২ কেন অখাদ্যের নিমিত্তে রৌপ্য তৌল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্ত স্ব স্ব শ্রমফল দিতেছ? শুন, আমার কথা শুন, উত্তম ভক্ষ্য ভোজন কর, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হউক। ৩ কর্ণপাত কর, আমার নিকটে আইস ; শ্রবণ কর, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে : আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দায়ুদের (প্রতি কৃত] অটল দয়া স্থির করিব। ৪ দেখ, আমি তাহাকে জাতিগণের সাক্ষীরূপে, জাতি৫ গণের নায়ক ও আদেষ্টারূপে নিযুক্ত করিলাম। দেখ, তুমি যে জাতিকে জান না, তাহাকে আহবান করিবে: যে জাতি তোমাকে জানিত না, সে তোমার কাছে দৌড়িয়া আসিবে ; ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্তে, ইস্রায়েলের পবিত্রতমের হেতু ঘটবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন। ৬ সদাপ্রভুর অন্বেষণ কর, যাবৎ তাহাকে পাওয়া যায়, র্তাহাকে ডাক, যাবৎ তিনি নিকটে থাকেন : ৭ দুষ্ট অপেন পথ, অধাৰ্ম্মিক আপন সঙ্কল্প ত্যাগ করুক ; এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইমুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন : আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়৷ আইমুক, কেনন। তিনি প্রচুররূপে ক্ষমা করিবেন। . ৮ কারণ সদাপ্রভু কহেন, আমার সঙ্কল্প সকল ও তোমাদের সঙ্কল্প সকল এক নয়, এবং তোমাদের পথ ৯ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভুতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ, ও তোমাদের সঙ্কল্প হইতে আমার সঙ্কল্প ১০ তত উচ্চ । বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, ১১ আমার মুখনিৰ্গত বাক্য তেমনি হইবে ; তাহ নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহ সম্পন্ন করিবে, এবং ধে জন্ত তাই প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। 602