পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o o čo তাহারা আমার যজ্ঞবেদির উপরে উৎসৃষ্টি হইয়া গ্রাহ হইবে, আর আমি আপনার ভুষণস্বরূপ গৃহ বিভূষিত করিব। ৮ এ কাহারা উড়িয়া আসিতেছে, মেঘের স্যায়, আপন আপন খোপের দিকে কপোতের স্থায় ? ৯ সত্যই উপকূল সকল আমার অপেক্ষা করিবে, তশীশের জাহাজ সকল অগ্রগামী হইবে, দূর হইতে তোমার সন্তানদিগকে আনিবে, তাহাঁদের রৌপ্য ও স্ববর্ণের সহিত আনিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জষ্ঠ, ইস্রায়েলের পবিত্রতমের জন্ত, কেনন। তিনি তোমাকে বিভূষিত করিয়াছেন। ১০ আর বিজাতি-সন্তানের তোমার প্রাচীর গাখিবে, তাহাদের রাজগণ তোমার পরিচর্য্য করিবে: কেনন। আমি কোপভরে তোমাকে প্রহার করিয়াছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করিলাম । ১১ আর তোমার পুরদ্বার সকল সৰ্ব্বদা খোলা থাকিবে, কি দিন কি রাত্রি কখনও রুদ্ধ হইবে না : জাতিগণের ঐশ্বৰ্য্য তোমার কাছে আনা যাইবে, আর তাহদের রাজগণকেও সঙ্গে আনা যাইবে । ১২ কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে, তাহ বিনষ্ট হইবে ; ই, সেই জাতিগণ নিঃশেষে ধ্বংসিত হইবে। ১৩ লিবানেনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদার, তিধর ও তাশুর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব । ১৪ আর যাহার তোমাকে দুঃখ দিত, তাহীদের সন্তানগণ হেঁট হইয়। তোমার নিকটে আসিবে : এবং যাহার তোমাকে হেয়জান করিত, তাহার সকলে তোমার পদতলে প্ৰণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইস্রায়েলের পবিত্রতমের সিয়েন। ১৪ তুমি পরিত্যক্ত ও ঘৃণিত ছিলে, তোমার মধ্য দিয়া কেহ যাতায়াত করিত না, তৎপরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী শ্লাঘার পাত্র, বহু পুরুষপরম্পরার আনন্দের পাত্র করিব। ১৬ আর তুমি জাতিগণের দুগ্ধ পান করিবে, এবং রাজগণের স্তন চুষিবে ; আর জানিবে যে, আমি সদাপ্রভুই তোমার ত্রাণকৰ্ত্ত, তোমার মুক্তিদাতা, যাকোবের একবীর। ১৭ আমি পিত্তলের পরিবর্তে সুবর্ণ, এবং লৌহের পরিবর্তে রৌপ্য আনিব, কাষ্ঠের পরিবর্তে পিত্তল, ও প্রস্তরের পরিবর্তে লৌহ আনিব ; আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ করিব, ধাৰ্ম্মিকতাকে তোমার শাসনকৰ্ত্ত কল্পিব। যিশাইয়। [ ఆ o ; レーや > ; ? ১৮ আর শুন যাইবে না –তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা : কিন্তু তুমি আপন প্রাচীরের নাম পরিত্রাণ রাখিবে, আপন পুরদ্বারের নাম ‘প্রশংসা রাখিবে। ১৯ স্বৰ্ষ্য আর দিবসে তোমার জ্যোতিঃ হইবে না, আলোকের জন্ত চন্দ্ৰও তোমাকে জ্যোৎস্না দিবে না, কিন্তু সদাপ্রভুই তোমার চিরজ্যোতিঃ হইবেন, তোমার ঈশ্বরই তোমার ভূষণ হইবেন। ২০ তোমার স্বৰ্য্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না ; কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতিঃ হইবেন, এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে । ২১ আর তোমার প্রজার। সকলে ধাৰ্ম্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহার। আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কাৰ্য্য, যেন আমি বিভূষিত হই। ২২ যে ছোট, সে সহস্ৰ হইয় উঠিবে, যে ক্ষুদ্র, সে বলবান জাতি হইয়া উঠিবে : আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব । মুক্তিদাতার ঘোষণা ও র্তাহার প্রজাবৃন্দের সুখ । ○S -リ সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেনন নম্ৰগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষিক্ত করিয়াছেন ; তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাধিয়া দিই ; যেন বন্দি লোকদের কাছে মুক্তি, ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন ২ প্রচার করি ; যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি ; যেন ৩ সমস্ত শোকার্জকে সান্তুনা করি ; যেন সিয়োনের শোকৰ্ত্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভন্মের পরিবর্ভে শিরোভূষণ, শোকের পরিবর্তে আনন্দতৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি ; তাই তাহার ধাৰ্ম্মিকতা-বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাহার ভুষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত ৪ হইবে। তাহারী পুরাকালের ধ্বংসিত স্থান সকল নিৰ্ম্মাণ করিবে, পুৰ্ব্বকালের উৎসন্ন স্থান সকল গাথিয় তুলিবে, এবং ধ্বংসিত নগর, বহু পুরুষ পুর্বের উৎসন্ন ৫ স্থান সকল নূতন করবে। আর বিদেশিগণ দাড়াইয় তোমাদের পাল চরাইবে, বিজাতি-সন্তানের তোমাদের শস্তক্ষেত্রের কৃষক ও তোমাদের দ্রাক্ষাক্ষেত্রের পাইট৬ কারী হইবে । কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে ; তোমরা জাতিগণের ঐশ্বৰ্য্য ভোগ ৭ করিবে, ও তাহদের প্রতাপে শ্লাঘা করিবে । তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে অপমানের 606