@之 ১২ হইতে ইস্রায়েল-সন্তানদিগকে ছাড়িয়া দেয়। তখন মোশি সদাপ্রভুর সাক্ষাতে কহিলেন, দেখ, ইস্রায়েলসন্তানের আমার বাক্যে মনোযোগ করিল না ; তবে ফরেীণ কি প্রকারে শুনিবেন ? আমি ত আচ্ছিন্নত্বক১৩ ওস্তু। আর সদাপ্রভু মোশির ও হারোণের সহিত আলাপ করিলেন, এবং ইস্রায়েল-সন্তানদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিবার জন্ত ইস্রায়েলসন্তানদিগের নিকটে এবং মিসর-রাজ ফরোণের নিকটে যাহা বক্তব্য, তাহাদিগকে আদেশ করিলেন । মোশির পিতৃকুল । এই সকল লোক আপন আপন পিতৃকুলের পতি। ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পলু, হিষোণ ও কম্মি ; ইহার রূবেণের গোষ্ঠী। শিমিয়োনের পুত্ৰ যিমুয়েল, যমন, ওহদ, যার্থীন, সোহর ও কনানীয় স্ত্রীর পুত্র শোল ; ইহার শিমিয়োনের গোষ্ঠী । বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহৎ ও মরারি ; লেবির বয়স এক শত সাইক্রিশ ১৭ বৎসর হইয়ছিল। আর আপন আপন গোষ্ঠী অনু১৮ সারে গের্শোনের সন্তান লিবনি ও শিমিয়ি । কহাতের সন্তান অস্ত্রম, যিমূহর, হিন্ত্রোণ ও উষীয়েল ; কহাতের ১৯ বয়স এক শত তেত্রিশ বৎসর হইয়াছিল। মরারির সন্তান মহলি ও মুশি ; ইহার বংশাবলি অনুসারে ২০ লেবির গোষ্ঠী। আর অস্ত্রম আপন পিসী যেকেবদকে বিবাহ করিলেন, আর ইনি তাহার জন্ত হারোণকে ও মোশিকে প্রসব করিলেন । অস্ত্রমের বয়স এক শত ২১ সাঁইত্রিশ বৎসর হইয়াছিল। যিমূহরের সন্তান কোরহ, ২২ নেফগ ও সিখি। আর উষীয়েলের সন্তান মশায়েল, ২৩ ইলসাফন ও সিখি। আর হারোণ অন্মীনাদবের কন্যা নহোশনের ভগিনী ইলীশেবাকে বিবাহ করিলেন, আর ইনি তাহার জন্ত নাদব, অবীহ্, ইলিয়াসর ২৪ ও ঈথামরকে প্রসব করিলেন । আর কোরহের সন্তান অসীর, ইল্কানা ও অবয়সেফ ; ইহার কোরহীয়দের ২৫ গোষ্ঠী। আর হারোণের পুত্র ইলিয়াসর পুটীয়েলের এক কস্তাকে বিবাহ করিলে তিনি তাহার জন্ত পীনহসকে প্রসব করিলেন ; ইহার লেবীয়দের গোষ্ঠী ২৬ অনুসারে তাহদের পিতৃকুলপতি ছিলেন । এই যে হারোণ ও মোশি, ইহাদিগকেই সদাপ্রভু কহিলেন, তোমরা ইস্রায়েল-সন্তানদিগকে সৈন্তশ্রেণী:ক্রমে মিসর ২৭ দেশ হইতে বাহির কর । ইহঁরাই ইস্রায়েল-সন্তানদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিবার জন্ত মিসর-রাজ ফরেীণের সহিত আলাপ করিলেন। ইহার সেই মোশি ও হারোণ । মিসরের উপর প্রথম আঘাত । ২৮ আর মিসর দেশে যে দিন সদাপ্রভু মোশির সহিত ২৯ আলাপ করেন, সেই দিন সদাপ্রভু মোশিকে বলিলেন, আমিই সদাপ্রভু, আমি তোমাকে যাহা যাহাবলি, সে S 8 y & > ● যাত্রাপুস্তক । زوال لا و ۹ - چ لا و ن] ৩• সকলই তুমি মিসর-রাজ ফরেীণকে বলিও। আর মোশি সদাপ্রভুর সাক্ষাতে বলিলেন, দেখ, আমি অচ্ছিন্নত্বক-ওষ্ঠ, ফরেীণ কি প্রকারে আমার কথা শুনিবেন ? তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, আমি ফরেীণের কাছে তোমাকে ঈশ্বরস্বরূপ করিয়৷ নিযুক্ত করিলাম, আর তোমার ভ্রাত হারেীণ তোমার ২ ভাববাদী হুইবে । আমি তোমাকে যাহা যাহা আদেশ করি, সে সকলই তুমি বলিবে ; এবং তোমার ভ্রাত হারেীণ ফরেীণকে তাহ বলিবে, যেন সে ইস্রায়েলসন্তানদিগকে আপন দেশ হইতে ছাড়িয়া দেয়। ৩ কিন্তু আমি ফরেীণের হৃদয় কঠিন করিব, এবং মিসর দেশে আমি বহুসংখ্যক চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইব । ৪ তথাপি ফরেীণ তোমাদের কথায় মনোযোগ করিবে না ; আর আমি মিসরে হস্তপণ করিয়া মহাশাসন দ্বারা মিসর দেশ হইতে আপন সৈন্তসামন্তকে, আপন ৪ প্রজ ইস্রায়েল-সন্তানগণকে, বাহির করিব। আমি মিসরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিত্রীয়দের মধ্য হইতে ইস্রায়েল-সন্তানগণকে বাহির করিয়া ৬ আনিলে, উহারা জানিবে, আমিই সদাপ্রভু। পরে মোশি ও হারোণ সেইরূপ করিলেন ; সদাপ্রভুর ৭ আজ্ঞানুসারে কৰ্ম্ম করিলেন। ফরেীণের সহিত আলাপ করিবার সময়ে মোশির আশী ও হারোণের তিরাশী বৎসর বয়স হইয়াছিল । o ৮ পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, ৯ ফরেীণ যখন তোমাদিগকে বলে, তোমরা আপনাদের পক্ষে কোন অদ্ভুত লক্ষণ দেখাও,তখন তুমি হারোণকে বলিও, তোমার যষ্টি লইয়। ফরেণের সম্মুখে নিক্ষেপ ১• কর ; তাহাতে তাহা সৰ্প হইবে। তখন মোশি ও হারেীণ ফরেণের নিকটে গিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে কৰ্ম্ম করিলেন : হারেীণ ফরেীণের ও তাহার দাসগণের সম্মুখে আপন যষ্টি নিক্ষেপ করিলেন, ১১ তাহাতে তাহ সৰ্প হইল। তখন ফরেীণও বিদ্বানদিগকে ও গুণিগণকে ডাকিলেন : তাহাতে তাহার অর্থাৎ মিশ্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে ১২ সেইরূপ করিল। ফলতঃ তাহারা প্রত্যেকে আপন আপন যষ্টি নিক্ষেপ করিলে সে সকল সৰ্প হইল, কিন্তু হারোণের যষ্টি তাহীদের সকল যষ্টিকে গ্রাস ১৩ করিল। আর ফরেীণের হৃদয় কঠিন হইল, তিনি তাহীদের কথায় মনোযোগ করিলেন না ; যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। ১৪ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, ফরেণের হৃদয় ভারী হইয়াছে ; সে লোকদিগকে ছাড়িয়া দিতে ১৫ অস্বীকার করে। তুমি প্রাতঃকালে ফরেণের নিকটে যাও ; দেখ, সে জলের দিকে যাইবে ; তুমি তাহার সঙ্গে দেখা করিতে নদীতীরে দাড়াইও ; এবং যে যষ্টি ১৬ সৰ্প হইয়া গিয়াছিল, তাহাও হস্তে গ্রহণ করিও । আর তাহাকে বলিও, সদাপ্রভু, ইত্ৰীয়দের ঈশ্বর আমাকে দিয়া, আপনাকে বলিয়া পাঠাইয়াছেন, তুমি আমার 52
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।