পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R ; లిరి – లి ; : ఎ | ] কি আপন মেখলা ভুলিয়া যাইতে পারে । কিন্তু আমার লোক অসংখ্য দিন আমাকে ভুলিয়া রহিও৩ য়াছে। তুমি প্রেমের অনুসন্ধান করিতে আপন পথ কেমন প্রস্তুত করিয়াছ ! এই কারণ তুমি দুষ্টাদিগকেও ওs তোমার পথ শিখাইয়াছ । আর তোমার বস্ত্রের অঞ্চলে নির্দোষ দীনহীন প্রাণীদের রক্ত পাওয়া যাইতেছে ; তুমি তাহাদিগকে সিধ কাটিবার সময়ে ধর নাই, কিন্তু ঐ সকলের উপরে | এই দুস্কিয়াও করিয়াছ ]; ৩e তথাপি বলিয়াছ, আমি নির্দোষ, অবশ্ব তাহার ক্রোধ আম৷ হইতে ফিরিয়াছে । দেখ, আমি তোমার বিচার করিব, কারণ তুমি বলিতেছ, “ আমি পাপ করি ৩৬ নাই । তুমি আপন পথ পরিবর্তন করিতে কেন এত ঘূরিয়া বেড়াও ? অশূরের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিলে, মিসরের বিষয়েও তদ্রুপ লজ্জিত হইবে। ৩৭ তাহার নিকট হইতেও মাথায় হাত দিয়া প্রস্থান কারবে, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসপাত্রদিগকে অগ্রাহ করিয়াছেন, তাহদের সাহায্যে তুমি কৃতকাৰ্য্য হইবে না। Wo) লোকে বলে, কেহ আপন স্ত্রীকে ত্যাগ করিলে পর ঐ স্ত্রী তাহার সঙ্গ ছাড়িয় যদি অন্ত পুরুষের হয়, তবে তাহার স্বামী কি পুনৰ্ব্বার তাহার কাছে গমন করিবে ? করিলে কি সেই দেশ নিতান্ত অশুচি হইবে না ? কিন্তু তুমি অনেক কান্তের সহিত ব্যভিচার করিয়াছ, তবু আমার কাছে ফিরিয়া আইস , ২ ইহ সদাপ্রভু কহেন। চক্ষু তুলিয়া বৃক্ষশূন্ত গিরি সকল দেখ, কোন স্থানে তোমার সতীত্বলজান না হইয়াছে ? তুমি উহাদের জন্য প্রান্তরস্থ আরবীয়ের স্থায় রাজপথে বসিয়াছ, তুমি আপন ব্যভিচার ও দুষ্ট ৩ ক্রিয় দ্বারা দেশ অশুচি করিয়াছ। এই নিমিত্ত বৃষ্টিধারা নিবারিত হইয়াছে, এবং শেষ বর্ষাও হয় নাই ; তথাপি তুমি বেষ্ঠার ললাট ধারণ করিয়াছ, লজ্জিত। ৪ হইতে অসম্মত হইয়াছ। তুমি এখন অবধি কি আমাকে ডাকিয় বলিবে । মা ? “ হে আমার পিতঃ, এ তুমিই আমার বাল্যকালের মিত্র। তিনি কি চিরকাল ক্রোধ রাখিবেন, শেষ পর্য্যন্ত তাহী রক্ষা করিবেন ?’ দেখ, তুমি মন্দ কথা বলিয়াছ, ও মন্দ কাৰ্য্য করিয়াছ, ও তাহ সিদ্ধ করিয়াছ । ইস্রায়েল ও যিহুদার দোষ ও ভাবী পরামনন । ৬ যোশিয় রাজার সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন,বিপথগামিনী ইস্রায়েল যাহা করিয়াছে, তাহ কি তুমি দেখিয়াছ ? সে প্রত্যেক উচ্চ পৰ্ব্বতের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে গিয়া সেই সকল ৭ স্থানে ব্যভিচার করিয়াছে। সে এই সকল কৰ্ম্ম করিলে

  • (বা ) তবু কি আমার কাছে ফিরিয়া আসিবে ? + ( ৰ1) বলিতেছ।

ষিরমিয় । S SD পর আমি কহিলাম, সে আমার কাছে ফিরিয়া আসিবে, কিন্তু সে ফিরিয়া আসিল না ; এবং তাহার ৮ বিশ্বাসঘাতিনী ভগিনী যিহুদা তাহ দেখিল । আর আমি দেখিলাম, বিপথগামিনী ইস্রায়েল ব্যভিচার করিয়াছিল, এই কারণ প্রযুক্তই যদ্যপি তামি তাহাকে ত্যাগপত্র দিয়া ত্যাগ করিয়াছিলাম, তথাপি তাহার ভগিনী বিশ্বাসঘাতিনী যিহুদা ভয় করিল না, কিন্তু ৯ তাপনিও গিয়া ব্যভিচার করিল । তাহার ব্যভিচারের নির্লজ্জতায় দেশ অশুচি হইয়াছিল ; সে প্রস্তর ও ১• কাঠের সহিত ব্যভিচার করিত। এমন হইলেও তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী যিহুদী সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরি১১ রাছে, ইহ সদাপ্রভু কহেন। আর সদাপ্রভু আমাকে কহিলেন, বিশ্বাসঘাতিনী যিহুদী অপেক্ষ বিপথগামিনী ১২ ইস্রায়েল আপনাকে ধাৰ্ম্মিক দেখাইয়াছে। তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার কর, বল, সদাপ্ৰভু কহেন, হে বিপথগামিনি ইস্রায়েল, ফিরিয়া আইস : আমি তোমাদের প্রতি ক্ৰোধদৃষ্টি করিব না ; যেহেতুক আমি দয়াবাৰু, ইহ সদাপ্রভু কহেন, আমি চিরকাল ১৩ ক্রোধ রাখিব না । কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার কর যে, তুমি তাপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধৰ্ম্মাচরণ করিয়াছ, ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বিদেশীদের সহিত আপন আচার ভ্রষ্ট করিয়াছ, আর তোমরা আমার রবে অবধান কর নাই, ইহ সদাপ্রভু ১৪ কহেন। হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়া আইস,ইহা সদাপ্রভু কহেন,কেননা আমি তোমাদের স্বামী ; আমি নগর হইতে এক জন ও গোষ্ঠী হইতে দুই জন করিয়া ১৫ তোমাদিগকে গ্ৰহণ করিব, ও সিয়োনে আনিব ; আর তোমাদিগকে আপন মনের মত পালকগণ দিব,তাহার ১৬ জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদিগকে চরাইবে। সদাপ্ৰভু কহেন, সেই সময়ে যখন তোমরা দেশে বৰ্দ্ধিত ও বহুপ্রজ হইবে, তখন সদাপ্রভুর নিয়ম-সিন্দুক, এ কথা লোকে আর বলিবে না, তাই মনে আসিবে না,তাহার। তাহা স্মরণে আনিবে না, তাহার বিরহে দুঃখিত হইবে ১৭ না, এবং তাহা তার নির্মাণ করা যাইবে না। সেই সময়ে যিরশালেম সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হুইবে, এবং সমস্ত জাতি তাহার নিকটে, সদাপ্রভুর নামের কাছে, যিরূশালেমে, একত্রীকৃত হইবে ; তাহার। আর আপন আপন দুষ্ট হৃদয়ের কাঠিন্ত অনুসারে ১৮ চলিবে না। তৎকালে যিহুদা-কুল ইস্রায়েল-কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহার একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্ত তেজিাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে। আর আমিই বলিয়াছিলাম, আমি সন্তানগণের মধ্যে তোমাকে কেমন স্থান দিব ! মনোরম্য এক দেশ, জাতিগণের পরমরত্নস্বরূপ অধিকার তোমাকে দান করিব । আমি বলিয়াছিলাম, তোমর। আমাকে পিত। বলিয়৷ ডাকিবে, এবং আমার পশ্চাদগমন হইতে సి 613