পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ ১ 8 ২• ফিরিয়া যাইবে না। হে ইস্রায়েল-কুল, সত্যই যে স্ত্রী বিশ্বাসঘাতকতাপূর্বক আপন স্বামীকে ছাড়িয়া যায়, তাহার ছায় তোমরাও আমার কাছে বিশ্বাসঘাতকতা ২১ করিয়াছ, ইহ সদাপ্রভু কহেন। বৃক্ষশূন্ত গিরিমালার উপরে উচ্চরব, ইস্রায়েল-সন্তানদের রোদন ও কাকুক্তি শুনা যাইতেছে ; কারণ তাহার। কুটিলপথগামী হইয়াছে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছে। ২২ হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়। আইস, আমি তোমা দের বিপথগমন-রোগ ভাল করিব । “দেখ, আমরা তোমার কাছে আসিলাম, কেননা ২৩ তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু। সত্যই, উপপৰ্ব্বতন্থ সমস্ত, গিরিস্থ লোকারণ্য মিথ্য মাত্র, সত্যই আমাদের ২৪ ঈশ্বর সদাপ্রভুতে ইস্রায়েলের পরিত্রণি । কিন্তু বাল্যকালাবধি আমাদের পিতৃপুরুষদের শ্রম-ফল, তাহীদের মেষগবাদি পাল ও তাহদের পুত্ৰকস্তাগণ, সেই লজ্জা২৫ শদের গ্রাসে পড়িয়ছে । আইস, আমরা আপনাদের লজ্জাতে শয়ন করি, এবং আমাদের অপমান আমাদিগকে আচ্ছাদন করুক ; কারণ আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমরা ও আমাদের পিতৃপুরুষের করিয়াছি, বাল্যকাল হইতে অদ্য পৰ্য্যস্ত করিয়াছি ; আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই । ” ৪ । সুদীপ্রভু কহেন, হে ইস্রায়েল, তুমি যদি ফিরিয়া আসিতে চাহ, তবে আমারই কাছে ফিরিয়া আইস ; এবং যদি আমার দৃষ্টি হইতে তোমার ঘূণার্হ বস্তু সকল দূর কর, তবে আর বিচলিত হইবে ২ না। আর তুমি সত্যে, ছায়ে ও ধাৰ্ম্মিকতায় জীবন্ত সদাপ্রভুর দিব্য * বলিয়। শপথ করিবে, আর জাতিগণ তাহাতেই আপনাদিগকে আশীৰ্ব্বাদ করিবে, তাহারই শ্লাঘ। করিবে । ৩ কারণ সদাপ্রভু যিহুদার ও যিরূশালেমের লোকদিগকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাস কর, কণ্টকবন মধ্যে বীজ বপন করিও না । ৪ হে যিহুদার লোক, হে যিরশালেম-নিবাসিগণ, তোমর সদাপ্রভুর উদ্দেশে ছিন্ন হুক্ হও, আপন আপন হৃদয়ের ত্বক দূর করিয়া ফেল, পাছে তোমাদের ক্রিয়ার দুষ্টত প্রযুক্ত আমার ক্ৰোধ অগ্নিবৎ জ্বলিয় উঠে, এবং এমন দাহ করে যে, কেহ নিবাইতে পরিবে না । যিহুদার পাপ হেতু শাস্তি । ৫ তোমরা যিহ্ৰদ দেশে প্রচার কর, যিরশালেমে ঘোষণা কর ; বল, তোমরা দেশে তুরীধ্বনি কর, চীৎকার করিয়া বল, তোমরা একত্র হও, আইস, ৬ আমরা দৃঢ় নগর সকলে প্রবেশ করি। সিয়োনের দিকে পতাক তুল, রক্ষার্থে পলায়ন কর, বিলম্ব করিও না ; কেনন। আমি উত্তর দিক্ হইতে অমঙ্গল ও মহাধ্বংস ৭ আনিব। সিংহ আপন গহবর হইতে উঠিয়া আসিতেছে, জাতিগণের বিনাশক আসিতেছে ; সে পথে আছে, সে ফিরমিয় । স্বস্থান হইতে বাহির হইয়াছে, তোমার দেশ ধ্বংসস্থান করণার্থে আসিতেছে ; তোমার নগর সকল উচ্ছিন্ন ও ৮ নিবtiসবিহীন হইবে । এই জন্ত তোমরা চট পরিধান কর, বিলাপ ও হাহাকার কর, কেননা সদাপ্রভুর ৯ জ্বলন্ত ক্ৰোধ আমাদের হইতে ফিরে নাই। সদাপ্ৰভু কহেন, সেই দিন রাজার হৃদয় ও অধ্যক্ষগণের হৃদয় ক্ষয় পাইবে,যাজকগণ চমকিয় উঠিবে, ও ভাববাদিগণ স্তম্ভিত হইবে। ১• তখন আমি কহিলাম, হায় হায়! হে প্ৰভু সদাপ্রভু, তুমি এই লোকদিগকে ও ফিরশালেমকে নিতান্ত ভ্রান্ত করিয়tছ, কথিত হইয়াছে, তোমাদের শান্তি হইবে, কিন্তু তাহদের প্রাণ পৰ্য্যন্ত খড়গ প্রবেশ করিতেছে। ১১ তৎকালে এই লোকদিগকে ও যিরশালেমকে এই কথা বলা যাইবে, প্রান্তরস্থ বৃক্ষশূন্ত গিরিমালা হইতে উষ্ণ বায়ু আমার জাতির কস্তার দিকে আসিতেছে, তাহী শস্ত ঝাড়বার কি পরিষ্কার করিবার নিমিত্তে ১২ নয়। তদপেক্ষ অধিক প্রচণ্ড বায়ু আমার আজ্ঞাতে আসিতেছে, এখন আমিও লোকদের বিরুদ্ধে বিচারদও ১৩ প্রচার করিব। দেখ, সে মেঘমালার দ্যায় অসিতেছে, তাহার রথ সকল ঘূর্ণবায়ুস্বরূপ, তাহার অশ্বগণ ঈগল পক্ষী হইতেও দ্রুতগামী । হায় হয়, আমরা নষ্ট হুই১৪ লাম। হে যিরশালেম, হৃদয় ধুইয়। তোমার দুষ্টত। যুচাও, যেন পরিত্রাণ পাইতে পার ; কত দিন তোমার ১৫ অন্তরে দুশ্চিন্তা বাস করিবে ? ফলতঃ দান নগর হইতে কোন প্রচারকের রব আসিতেছে, ইক্রয়িমের পর্বতমালা হইতে কেহ দুর্ঘটনার কথা ঘোষণা করিতেছে । ১৬ তোমরা জাতিগণের কাছে উল্লেখ কর ; দেখ, ঘিরাশালেমের বিরুদ্ধে ঘোষণা কর ; দূর দেশ হইতে অবরোধকারিগণ আসিতেছে, তাহার। যিহদার নগর ১৭ সকলের বিরুদ্ধে হুঙ্কার করিতেছে। তাহার ক্ষেত্ররক্ষকদের দ্যায় যিরশালেমের চারিদিকে থাকিবে, কেনন। সে আমার প্রতিকুলাচারিণী হইয়াছে, ইহ ১৮ সদাপ্রভু কহেন। তোমার পথ ও তোমার ক্রিয় সকল তোমার বিরুদ্ধে ইহা ঘটাইয়াছে ; এ তোমার দুষ্টতার ফল, ই, ইহা তিক্ত, হী, ইহা তোমার মৰ্ম্মভেদী । ১৯ “ হায় আমার অন্ত্র । হায় আমার অন্ত ! আমি হৃদয়ে ব্যথিত ; আমার হৃদয় ধুক ধুক্‌ করিতেছে ; আমি নীরব থাকিতে পারি না ; কেননা, হে আমার প্রাণ, তুমি তুরীর রব ও যুদ্ধের সিংহনাদ শুনিয়াছ । ২০ ধ্বংসের উপরে ধ্বংস প্রচারিত হইতেছে, ফলে সমুদয় দেশ উচ্ছিন্ন হইতেছে ; হঠাৎ আমার তাম্বু সকল, নিমেষ কাল মধ্যে আমার যবনিকা সকল উচ্ছিন্ন ২১ হইল। আমি কত দিন পতাকা দেখিব ও তুরীর রব ২২ শুনিব ?” বস্তুতঃ আমার প্রজার অজ্ঞান, তাহারা আমাকে জানে না ; তাহারা নিৰ্কেবাধ বালক, তাহীদের বিবেচনা নাই ; তাহারা কদাচারে পটু, কিন্তু সদাচার করিতে জানে না । ২৩ ‘আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম, আর দেখ 614 { ৩ ; ২৩ – ৪ ; ২৩ ৷ ”