8 ; ২৪ – ৫ ; ২১ । ] তাহা ঘোর ও শূন্ত ছিল ; আমি আকাশমণ্ডলে (দৃষ্টি২৪ পাত করিলাম], তাহার দীপ্তি ছিল না। আমি পৰ্ব্বতগণের উপরে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সে সকল কঁাপিতেছে, ও উপপৰ্ব্বত সকল টলটলায়মান হই২৫ তেছে। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মনুষ্যমাত্র নাই, এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে । ২৬ আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর সম্মুখে ও তাহার জলন্ত ক্রোধের সম্মুখে উদ্যান মরুভূমি হইয়। পড়িয়াছে, ও তাহার সমস্ত নগর ভগ্ন হইয়াছে।’ ২৭ কারণ সদাপ্রভু এই কথা কহেন, সমস্ত দেশ ধ্বংসের স্থান হইবে, তথাপি আমি নিঃশেষে সংহার কfরব ২৮ না। এই জন্ত পৃথিবী শোক করিবে,উপরিস্থ আকাশমণ্ডল কৃষ্ণবর্ণ হইবে ; কারণ আমি ইহা বলিয়tiছ, ইহা মনে স্থির করিয়াছি, এ বিষয়ে অনুশোচনা করি ২৯ নাই, ইহা হইতে ফিরিব না। অশ্বারোহীদের ও ধনুৰ্দ্ধরগণের রবে সমস্ত নগর পলায়ন করে, তাহারা নিবিড় বনে প্রবেশ করে ও শৈলে উঠে ; সকল নগর পারত্যক্ত, তাহীদের মধ্যে বাসকারী মনুষ্যমাত্র নাই । ৩• [হে পুরি, ] তুমি উচ্ছিন্ন হইলে কি করিবে ? যদ্যপি লোহিতবর্ণ বস্ত্র পরিধান কর, যদ্যপি সুবর্ণের অলঙ্কারে আপনাকে ভূষিত কর, যদ্যপি অঞ্জন দ্বারা চক্ষু চির, তথাপি সোন্দর্য্যের চেষ্টা অলীক হইবে ; জারের তোমাকে অগ্রাহ করে, তোমার প্রাণনাশেরই চেষ্টা ৩১ করে। বস্তুতঃ স্ত্রীর প্রসবকালের রবের দ্যায়, প্রথম প্রসবকালের আর্তনীদের দ্যায় আমি সিয়োন-কন্ত্যার রব শুনিয়াছি ; সে দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া অঞ্জলি বিস্তার করিয়া কহিতেছে, হায় হায়, হত্যাকারীদের সম্মুখে আমার প্রাণ অবসন্ন হইল । (, ...” fযরশালেমের সড়কে সড়কে দৌড়াদৌড়ি কর, দেখ, জ্ঞাত হও, এবং তথাকার সকল চকে অন্বেষণ কর ; যদি এমন এক জনকেও পাইতে পার, যে স্থায়ীচরণ করে, সত্যের অনুশীলন করে, ২ তবে অামি নগরকে ক্ষমা করিব । তাহার যদ্যপি বলে, জীবন্ত সদাপ্রভুর দিব্য, তথাপি তাহার মিথ্য ৩ শপথ করে। হে সদাপ্রভু, তোমার দৃষ্টি কি সত্যের প্রতি নয় ? তুমি তাহাদিগকে প্রহার করিলেও তাহারা দুঃখীৰ্ত্ত হইল না ; তাহাদিগকে জীর্ণ করিলেও তাহার শাসন গ্রহণ করিতে অস্বীকার করিল ; তাহার। আপন আপন মুখ পাষাণ হইতেও কঠিন করিল ; তাহার। ফিরিয়া আসিতে অস্বীকার করিল। ৪ তখন আমি কহিলাম, ইহারা ত দরিদ্র, ইহার অজ্ঞান, কারণ সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের ও বিচার জানে না ; আমি একবার মহৎ লোকদের নিকটে গিয় তাহদের কাছে কথা কহিব, কেনন। তাহার। সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে। কিন্তু উহার একযোগে যোয়ালি ভগ্ন কার৬ য়াছে, বন্ধন ছেদন করিয়াছে। এই নিমিত্ত বন হইতে সিংহ আসিয় তাহাদিগকে বধ করিবে, জঙ্গলের ফিরমিয় । や > @。 কেন্দুয় তাহাদিগকে বিনষ্ট করিবে, চিতা ব্যাঘ্র তাহtদের নগরের নিকটে প্রহরী হইবে ; যে কেহ নগর হইতে বাহির হইবে, সে বিদীর্ণ হইবে ; কারণ তাহাদের অধৰ্ম্ম অধিক, তাহাদের বিপথগমন গুরুতর। ৭ আমি কিরূপে তোমাকে ক্ষমা করিব ? তোমার সন্তানগণ আমাকে ত্যাগ করিয়াছে ; অনীশ্বরদের নাম লইয়। শপথ করিয়াছে ; আমি তাহাদিগকে পরিতৃপ্ত করিলে তাহার ব্যভিচার করিল, ও দলে দলে বেঙ্গার ৮ বাটীতে গিয়া একত্র হইল। তাহার খাদ্যপুষ্ট অশ্বের স্থায় ঘূরিয়৷ বেড়াইল, প্রত্যেক জন পরস্ত্রীর প্রতি ৯ হুেব করিল। আমি কি এই সকলের প্রতিফল দিব ন, ইহ সদাপ্রভু কহেন, আমার প্রাণ কি এই প্রকার জাতির প্রতিশোধ দিবে না ? ১• তোমরা যিরশালেমের প্রাচীরে উঠিয় নষ্ট কর, কিন্তু নিঃশেষে সংহার করিও না : তাহার পল্লব সকল ১১ দূর কর, কারণ সে সকল সদাপ্রভুর নয়। কেননা ইস্রায়েল-কুল ও যিহুদ-কুল আমার বিপরীতে অত্যন্ত বিশ্বাসঘাতকতা করিয়াছে, ইহ সদাপ্রভু কহেন। ১২ তাহার। সদাপ্রভুকে অস্বীকার করিয়৷ বলিয়ছে, উনি তিনি নন ; আর আমাদের প্রতি অমঙ্গল ঘটিবে না, ১৩ আমরা খড়গ কি দুর্ভিক্ষ দর্শন করিব না, আর ভাববাদিগণ বায়ুবৎ হইবে, তাহদের মধ্যে বাক্য নাই, ১৪ তাহীদেরই প্রতি এইরূপ করা যাইবে।” এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এজন্ত দেখ, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কণ্ঠস্বরূপ ১৫ করিব, উহ। ইহাদিগকে গ্রাস করিবে। সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে দূর হইতে এক জাতিকে আনিব ; সে বলবান জাতি, সে প্রাচীন জাতি ; তুমি সেই জাতির ভাষা জান না, ১৬ তাহারী কি বলে, তাই বুঝিতে পার না । তাহদের ৷ তুণ খোলী কবরের স্থায়, তাহার। সকলে বীর পুরুষ । ১৭ তাহার তোমার পক্ক শস্ত ও তোমার অন্ন, তোমার পুত্ৰকস্তাগণের খাদ্য গ্রাস করিবে ; তাহার তোমার মেষপাল ও গোপাল গ্রাস করিবে ; তোমার দ্র।ক্ষালত। ও ডুমুরবৃক্ষ গ্রাস করিবে ; তুমি যে সকল প্রাচীরবেষ্টিত নগরে বিশ্বাস করিতেছ, সে সকল তাহারা খড়গ ১৮ দ্বার চুরমার করিবে। কিন্তু সদাপ্রভু কহেন, সেই সময়েও আমি নিঃশেষে তোমাদের সংহার করিব ল । ১৯ আর যখন তাহার বলিবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রতি এ সকল কেন করিলেন ? তখন তুমি তাহাদিগকে বলিবে, তোমরা যেমন আমাকে ত্যাগ করিয়াছ ও আপনাদের দেশে বিজাতীয় দেবতাদের দাসত্ব করিয়াছ, তেমনি বিদেশে বিদেশীদের দাসত্ব করিবে । ২• তোমরা যাকোব-কুলকে এ কথা জানাও, যিহুদার ২১ মধ্যে ইহা প্রচার কর, বল, হে অজ্ঞান নিবোধ জাতি, চক্ষু থাকিতে অন্ধ, কর্ণ থাকিতে বধির যে তোমরা, 615
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।