পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ ; २२ - १ ; २० । ] দেখ, আমি এই জাতির সম্মুখে নানা বিঘ্ন স্থাপন করিব, আর পিতার ও পুত্রের একসঙ্গে সেই সকল বিঘ্নে উছোট খাইবে ; প্রতিবাসী ও তাহার বন্ধু বিনষ্ট হইবে। ২২ সদাপ্রভু এই কথা কহেন, দেখ, উত্তর দেশ হইতে এক জনসমাজ আসিতেছে, পৃথিবীর প্রান্ত হইতে এক ২৩ মহাজাতি উত্তেজিত হইয়া আসিতেছে । তাহারা ধনুক ও বড়শীধারী, নিষ্ঠুর ও করুণারহিত, তাহদের রব সমুদ্র-গর্জনের তুল্য, এবং তাহারা অশ্বারোহণে আসিতেছে। অয়ি সিয়োন-কন্তে, তোমারই বিপরীতে যুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেক জন যোদ্ধার দ্যায় হসজ্জিত ২৪ হইয়াছে। আমরা এই বিষয়ে জনশ্রুতি শুনিয়াছি, আমাদের হস্ত অবশ হইল ; যন্ত্রণ, প্রসবকারিণীর ২৫ ন্তায় বেদন, আমাদিগকে ধরিল । মাঠে যাইও নী, পথে গমন করিও না, কেনন। সেখানে শক্রর খড়গ, ২৬ চারিদিকেই ভয় । হে আমার জাতির কন্তে, তুমি চট পরিধান কর, ভৰ্ম্মে লুষ্ঠিত হও, একমাত্র পুত্রবিয়োগ জন্ত শোকের দ্যায় শোক কর, তীব্র বিলাপ কর : কেননা বিনাশক অকস্মাৎ আমাদের উপরে আসিবে । ২৭ অামি আপন প্রজাগণের মধ্যে তোমাকে পরীক্ষক করিয়া দুৰ্গরূপে স্থাপন করিয়াছি ; যেন তুমি তাহা২৮ দের পথ জ্ঞাত হও ও পরীক্ষা কর । তাহারা সকলে দারুণ অবাধ্য, পরীবাদ করিয়৷ বেড়ায় ; তাহার পিত্তল ২৯ ও লৌহস্বরূপ : তাহারা সকলেই ভ্রষ্টাচারী । যাতা দগ্ধ হইয়াছে, সীসা অগ্নিতে শেষ হইয়াছে ; অনর্থক তাহ। খাটী করিবার চেষ্ট হইতেছে ; কারণ দুষ্টগণকে বাহির করা যাইতেছে না। তাহাদিগকে অগ্রাহ রৌপ্য - বলা যাইবে, কারণ সদাপ্রভু তাহাদিগকে অগ্রাহ করিয়াছেন । পাপ প্রযুক্ত অনুযোগ । o ফিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি সদাপ্রভুর গৃহের দ্বারে দাড়াও, তথায় এই কথ। প্রচার কর, বল, হে যিহুদার সমস্ত লোক, সদাপ্রভুর কাছে প্ৰণিপাত করণার্থে এই সকল দ্বারে প্রবেশ করিয়া থাক ষে তোমরা, তোমরা সদা৩ প্রভুর বাক্য শুন । বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপন আপন আচার ব্যবহার শুদ্ধ কর, তাহাতে আমি তোমাদিগকে এই ৪ স্থানে বাস করাইব । তোমরা এ মিথ্যা কথায় বিশ্বাস করিও না, যথা, সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির, ও সদাপ্রভুর মন্দির এই সকল। যদি তোমরা আপন আপন আচার ব্যবহার সম্পূর্ণরূপে শুদ্ধ কর ; যদি ও বাদী প্রতিবাদীর বিচার যথার্থরূপে নিষ্পত্তি কর ; যদি বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি উপদ্রব না কর, এই স্থানে নির্দোষের রক্তপাত না কর, এবং আপনা

  • ( অর্থাৎ ) রৌপ্যের থাইদ ।

ফিরমিয়। や > " দের অমঙ্গলের নিমিত্তে অন্ত দেবগণের পশ্চাদগামী না ৭ হও, তবে আমি এই স্থানে,তোমাদের পিতৃপুরুষদিগকে এই ষে দেশ দিয়াছি, এখানে তোমাদিগকে যুগে যুগে চিরকাল বাস করিতে দিব । ৮ দেখ, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করিতেছ, তাহ ৯ উপকার করিতে পারে না। তোমরা কি চুরি, নরহত্য, ব্যভিচার, মিথ্যাশপথ এবং বালের উদ্দেশে ধূপদাহ করিবে, এবং যাহাদিগকে জান নাই, এমন অন্ত ১০ দেবগণের পশ্চাদগমন করিবে, আর এখানে আসিয়া, এই যে গৃহের উপরে আমার নাম কীৰ্ত্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাড়াইবে, আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন ঐ সমস্ত ঘৃণাৰ্ছ কাৰ্য্য ১১ করিতে পার ? এই ষে গৃহের উপরে আমার নাম কীৰ্ত্তিত হইয়াছে, এই গৃহ কি তোমাদের দৃষ্টিতে দম্যগণের গহবর হইয়াছে ? দেখ, আমি, আমিই উহা দেখিয়াছি, ইহ সদাপ্রভু কহেন। ১২ কিন্তু শীলোতে আমার যে স্থান ছিল, যেখানে আমি প্রথমে আপন নাম বাস করাইয়াছিলাম, তোমরা একবার তথায় গমন কর, এবং আমার প্রজ ইস্ত্ৰীয়েলের দুষ্টত প্রযুক্ত আমি সেই স্থানের প্রতি যাহা করি১৩ য়াছি, তাহ দেখ। আর এখন তোমরা এই সকল ক্রিয়া করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন, এবং আমি প্রত্যুষে উঠিয়া তোমাদিগকে কথা কহিলেও তোমরা শুন নাই, আমি তোমাদিগকে ডাকিলেও তোমরা ১৪ উত্তর দেও নাই; সেই জন্ত এই যে গৃহের উপরে আমার নাম কীৰ্ত্তিত হইয়াছে, যাহাতে তোমরা বিশ্বাস করিতেছ, এবং এই যে স্থান আমি তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, ইহার প্রতিও আমি এখন সেইরূপ করিব, যেরূপ শীলোর প্রতি করিয়া১৫ ছিলাম। আর তোমাদের ভ্রাতৃসমূহকে, ইক্রয়িমের সমস্ত বংশকে, যেমন বাহির করিয়া দিয়াছি, তেমনি তোমাদিগকেও আমার দৃষ্টিপথ হইতে বাহির করিয়া দিব । ১৬ অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না, তাহীদের জন্ত আমার কাছে কাতরোক্তি ও প্রার্থনা উৎসর্গ করিও না, অনুরোধও করিও না ; কেননা ১৭ আমি তোমার কথা শুনিব না। তাহারী যিহুদার নগরে নগরে ও যিরশালেমের সড়কে সড়কে যাহা ১৮ করিতেছে, তাহ কি তুমি দেখিতেছ না ? বালকের কাঠ কুড়ায়, পিতার অগ্নি জ্বালায়, স্ত্রীলোকের ময়দ ছানে, আকাশ-রাণীর উদেশে পিষ্টক পাক ও অন্ত দেবতাদের উদেশে পেয় নৈবেদ্য উৎসর্গ করিবার জন্ত ইহ করে, যেন এইরূপে তাহার। আমার অসন্তোষ ১৯ জন্মায়। তাহারী কি আমারই অসন্তোধ জন্মায় ? ইহা সদাপ্রভু কহেন ; তাহার। কি আপনাদেরই অসন্তোষ ২• জন্মাইয় আপনাদের মুখের বিবর্ণত ঘটায় না ? এই জন্ত প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, এই স্থানের উপরে, মনুষ্য, পশু এবং ক্ষেত্রের বৃক্ষ ও ভূমির ফল, 617