পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& & о আইম্বক : জ্ঞানবতীদের কাছে লোক পাঠাও, তাহার ১৮ আইচুক । তাহারা ত্বরায় আসিয়া আমাদের নিমিত্তে হাহাকার করুক ; যেন আমাদের চক্ষু অশ্রুতে ভাসিয়৷ যায়, আমাদের চক্ষুর পাতা দিয়৷ জলধার নির্গত হয়। ১৯ কারণ সিয়োন হইতে এই হাহাকার শব্দ শুন৷ যাইতেছে, আমরা কেমন হৃতসৰ্ব্বস্ব হইলাম । আমরা অতিশয় লজ্জিত হইলাম : কারণ আমরা দেশত্যাগী হইয়াছি, শিক্রর] আমাদের আবাস সকল ভুমিসাৎ করিল। ২• আহা ! হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শুন, তাহার মুখের বাক্য কর্ণে গ্রহণ কর, এবং আপন আপন কন্ত্যাদিগকে হাহাকার করিতে শিক্ষা দেও, প্রত্যেকে আপন আপন প্রতিবাসিনীকে বিলাপ করিতে শিক্ষা দেও ! ২১ কেননা মৃত্যু আমাদের বাতায়নে উঠিল, তাহা আমাদের অট্টালিকায় প্রবেশ করিল : যেন বাহির হইতে বালকের উচ্ছিন্ন হয়, চক হইতে যুবকগণ উচ্ছিন্ন হয় । ২২ তুমি বল, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্যগণের শব সারের হ্যায় ক্ষেত্রে পতিত থাকিবে, ছেদকের পশ্চাৎ যে শস্ত্যগুচ্ছ পড়িয়া থাকে, তাহার তুল্য হইবে, কেহ তাহাদিগকে সংগ্ৰহ করিবে না । ২৩ সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘ ন করুক, বিক্ৰমী আপন বিক্রমের শ্লাঘ ন৷ ২৪ করুক, ধনবান আপন ধনের শ্লাঘ না করুক। কিন্তু ষে ব্যক্তি শ্লাঘ। করে, সে এই বিষয়ের শ্লাঘা করুক যে, সে বুঝতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে, আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধাৰ্ম্মিকতার অনুষ্ঠান করি, কারণ ঐ সকলে আমি প্রীত, ২৫ ইহ সদাপ্রভু কহেন। সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ছিন্নত্বকদিগকে ২৬ অচ্ছিন্নত্বক বলিয়। প্রতিফল দিব ; আমি মিসরকে, যিহদাকে, ইদোমকে, অন্মোন-সন্তানগণকে, মোয়াবকে এবং প্রান্তরবাসী যাহার। আপনাদের কেশকোণ মুণ্ডন করিয়াছে, তাহদের সকলকে [প্রতিফল দিব ]; কেননা সমস্ত জাতি আচ্ছিন্নত্বক, আর ইস্রায়েলের সমস্ত কুল হৃদয়ে অচ্ছিন্নত্বক। প্রতিমাপূজার অলীকতা । రి _ ইস্রায়েল-কুল, সদাপ্ৰভু তোমাদের বিষয়ে যে কথা কহেন, তাহ শুন । সদাপ্রভু এই কথা কহেন, তোমরা জাতিগণের ব্যবহার শিখিও না, আকাশের নানা চিহ্ন হইতে ভীত হইও না ; বাস্তবিক ৩ জাতিগণই তাহ হইতে ভীত হয়। কেননা জাতিগণের বিধি সকল অসার ; লোকে বনে যে কাঠ ছেদন করে, তাহাই বাটালি সহকারে কারুকরের হস্তকৃত ৪ কৰ্ম্ম হইয় উঠে। লোকে তাহ রৌপ্য ও স্ববর্ণে অল ফিরমিয় । [ ৯ ; ১৮ – ১০ : ১৮ । স্কৃত করে ; এবং যেন ন নড়ে, তজ্জন্ত হাতুড়ি দিয়া ও প্রেক মারিয়া তাহা দৃঢ় করে। সে সকল কোদী স্তন্তস্বরূপ : কথা কহিতে পারে না ; তাহাদিগকে বহন করিতে হয়, কারণ তাহারা চলিতে পারে না । তোমরা তাহীদের হইতে ভীত হইও না ; কারণ তাহারা অহিত করিতে পারে না, হিত করিতেও তাহদের সাধ্য নাই । ৬ হে সদাপ্রভু, তোমার তুল্য কেহই নাই ; তুমি মহান, ৭ তোমার নামও পরাক্রমে মহৎ । হে জাতিগণের রাজন, তোমাকে কে না ভয় করিবে? তাহ তোমারই পাওনা, কেননা জাতিগণের সমস্ত জ্ঞানী লোকের মধ্যে, তাহাদের সমুদয় রাজ্যের মধ্যে, তোমার তুল্য কেহ নাই । ৮ কিন্তু তাহার নির্বিশেষে পশুবৎ ও স্থূলবুদ্ধি ; অসার৯ গণের শিক্ষ। উহা কাঠমাত্র। তশীশ হইতে রৌপ্যের পাত ও উফস হইতে স্বর্ণ আনীত হয় ; পুত্তলিগণ ] কারুকরের কৃত ও স্বর্ণকারের হস্তনিৰ্ম্মিত : তাঁহাদের পরিচ্ছদ নীল ও বেগুনে, সে সকলই শিল্পনিপুণ লোক১০ দের কৃত কৰ্ম্ম। কিন্তু সদাপ্রভু সত্য ঈশ্বর ; তিনিই জীবন্ত ঈশ্বর ও অনন্তকালস্থায়ী রাজ ; তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয়, এবং তাহার কোপ জাতিগণ সহিতে পারে না । ১১ তোমরা উহাদিগকে এই কথা বল, “যে দেবগণ আকাশমণ্ডল ও ভূমণ্ডল গঠন করে নাই, তাহার ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ হইতে উচ্ছিন্ন ইহবে * । ১২ তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন, নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন, নিজ বুদ্ধতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন। ১৩ তিনি রব ছাড়িলে আকাশে জলরাশির শব্দ হয়, তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উথাপন করেন ; তিনি বৃষ্টির নিমিত্তে বিদ্যুৎ গঠন করেন, তিনি আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন । ১৪ প্রত্যেক মনুষ্য পশুবৎ হইয়াছে, সে জ্ঞানহীন : প্রত্যেক স্বর্ণকার আপন প্রতিম দ্বারা লজ্জত হয় ; কারণ তাহার ছাচে ঢাল বস্তু মিথ্যামাত্র, তাহার মধ্যে স্বাসবায়ু নাই। ১৫ সে সকল অসার, মায়ার কৰ্ম্মমাত্র : তাহাদের প্রতিফল দানকালে তাহার বিনষ্ট হইবে। ১৬ যিনি যাকেীবের অধিকার, তিনি সেরূপ নহেন : কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী, এবং হস্রায়েল তাহার অধিকাররূপ বংশ : তাহার নাম বাহিনীগণের সদাপ্রভু। ইস্রায়েলের দুরবস্থা । ১৭ হে অবরুদ্ধস্থান-নিবাসিনি। তুমি ভুমি হইতে ১৮ অপেন সামগ্ৰী কুড়াইয়। লও। কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই সময়ে দেশীয় লোক 620