९० ; & -- ९ ४ ; ० ० । ] তাহারা শক্রদের খড়গধীরে পতিত হইবে, ও তুমি স্বচক্ষে তাহ দেখিবে, এবং আমি সমস্ত যিছুদাকে বাবিল-রাজের হস্তে সমর্পণ করিব ; তlহাতে সে তাহাদিগকে বন্দি করিয়! বাবিলে লইয়। যাইবে, ও ৫ খড়গঘিাতে বধ কfরবে। আর আমি এই নগরের সমস্ত সম্পত্তি, শ্রমোপাজ্জিত অর্থ, বহুমূল্য বস্তু ও যিহুদার রাজগণের ধনকোষ সকল শক্রগণের হস্তে প্রদান করিব ; আর তাহারা সে সমস্ত লুটপাট করিয়া বাবিলে লইয়৷ ও যাইবে। আর হে পশৃঙুর, তুমি ও তোমার গৃহনিবাসিগণ সকলে বন্দিত্ব-স্থানে যাইবে, তুমি বাবিলে উপস্থিত হইবে, সেই স্থানে মরিবে, ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইবে ; তোমার এবং যাহাঁদের কাছে তুমি মিখা ভাববাণী বলিয়াছ, তোমার সেই সমস্ত বন্ধুরও [সেই গতি হইবে ] । ৭ হে সদাপ্রভু, তুমি আমাকে প্ররোচনা করিলে আমি প্ররোচিত হইলাম ; তুমি আম হইতে বলবান, তুমি প্রবল হইয়াছ । আমি সমস্ত দিন উপহাসের পাত্র হই৮ য়ছি, সকলেই আমাকে ঠাট্টা করে। যত বীর আমি কথা কহি, তত বার চেচাহয়৷ উঠি ; দৌরাত্ম্য ও লুটপাট বলিয়া চেচাই ; সদাপ্রভুর বাক্য প্রযুক্ত সমস্ত দিন ৯ আমাকে টিটুকারি দেওয়া ও বিদ্রুপ করা হয়। যদি বলি, তাহার বিষয় আর উল্লেখ করিব না, তাহার নামে আর কিছু কহিব না, তবে আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থমধ্যে রুদ্ধ হয় ; তাহ সহ করিতে করিতে • আমি ক্লান্ত হইয় পড়ি, আর তিম্ভিতে পারি না। কারণ আমি অনেকের পরীবাদ শুনিতেছি, চারিদিকে ভয় রহিয়াছে। “তোমরা অভিযোগ কর, এবং আমরাও উহার নামে অভিযোগ করিব, তামার সমস্ত মিত্র আমার স্থলনের অপেক্ষা করিয়৷ এই কথা বলে, “কি জানি, সে প্ররোচিত হইবে, আর আমরা প্রবল হইয়া ১১ তাহাকে পরাভব করিয়া প্রতিরোধ দিব ।” কিন্তু সদাপ্রভু ভীমবিক্রান্ত বীরের দ্যায় আমার সঙ্গে থাকেন, এই জন্ত আমার তাড়নকারিগণ উছোট খাইবে, প্রবল হইবে না, বুদ্ধিপূর্বক না চলাতে তাহার। মহালজ্জিত হইবে ; সেই অপমান নিত্য থাকিবে, তাহ কেহ ১২ ভুলিয়। যাইবে না। কিন্তু, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ত ধাৰ্ম্মিকের পরীক্ষক, মৰ্ম্মের ও হৃদয়ের পরিদর্শক, তুমি তাহাদিগকে প্রতিশোধ দেও, আমি দেখি, কেনন। আমি আপন বিবাদের বিষয় তোমারই কাছে ১৩ প্রকাশ করিলাম। তোমরা সদাপ্রভুর উদেশে গান কর, সদাপ্রভুর প্রশংসা কর, কারণ তিনি দুরাচীরদের হস্ত হইতে দরিদ্র লোকের প্রাণ উদ্ধার করিয়াছেন । আমি ষে দিন জন্মিয়ছিলাম, সেই দিন শাপগ্ৰস্ত হউক ; আমার মাত ষে দিন আমাকে প্রসব করিয়া১e ছিলেন, সেই দিন আশীৰ্ব্বাদ-বিহীন হউক । তোমার পুত্রসন্তান হইল”, এই সংবাদ দিয়া যে ব্যক্তি আমার পিতাকে পরমানন্দিত করিয়াছিল, সে শাপগ্ৰস্তু ১৬ হউক। সদাপ্রভু ক্ষম না করিয়া যে সকল নগর 38 ফিরমিয় । や *、> উৎসন্ন করিয়াছিলেন, ঐ ব্যক্তি সেই সকল নগরের দ্যায় হউক ; সে প্রাতঃকালে ক্ৰন্দন ও মধ্যহিকালে ১৭ চীৎকার শুনুক । তিনি কেন আমাকে গৰ্ত্তের মধ্যে মারিয়া ফেলিলেন না ? তাহ হইলে আমার জননী আমার কবর হইতেন, তাহার গৰ্ত্ত নিত্য গুরু থাকিত। ১৮ লজ্জায় জীবন কীট হবার জন্ত আমি কষ্ট ও খেদ দেখিতে কেন গৰ্ত্ত হইতে নির্গত হইলাম ? সিদিকিয় রাজার প্রতি যিরমিয়ের কথা । ミS সিদিকিয় রাজা মস্কিয়ের সন্তান পশহরকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে ফিরমিয়ের নিকটে এই কথা বলিবার জন্ত প্রেরণ করিয়ছিলেন, ২ যথা, “ তুমি আমাদের জন্ত সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা কর, কেননা বাবিল-রাজ নবুখদরিৎসর আমাদের সহিত যুদ্ধ করিতেছেন ; হয় ত সদাপ্রভু আপনার সমস্ত আশ্চৰ্য্য ক্রিয়ানুসারে আমাদের প্রতি ব্যবহার করিবেন, তাহ হইলে ঐ রাজা আমাদের নিকট হইতে উঠিয়া যাইবেন । তৎকালে ফিরমিয়র নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। ৩ বিরমিয় তাহাদিগকে কহিলেন, তোমরা সিদি৪ কিয়কে এই কথা বল, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর,এই কথা কহেন, দেখ, তোমরা আপন তাপন হস্তস্থিত যে সকল যুদ্ধাস্ত্র দ্বারা বাবিল-রাজের সহিত ও তোমাদের অবরোধকারী কল্দীয়দের সহিত প্রাচীরের বাহিরে যুদ্ধ করিতেছ, আমি সেই সকলের মুখ ফিরাইয়া দিব, ৫ এবং এই নগরের মধ্যে সে সকল সংগ্ৰহ করিব। আর আমি আপনি বিস্তারিত হস্ত ও বলবান বাহু দ্বার ক্ৰোধে, রোষে ও মহাকোপে তোমাদের সহিত যুদ্ধ ৬ করিব। আমি এই নগরবাসী মনুষ্য ও পশু সকলকে সংহার করিব ; তাহার। মহামারীতে মারা পড়িবে। ৭ আর, সদাপ্রভু কহেন, তৎপরে আমি যিহুদা-রাজ সিদিকিয়কে, তাহার দাসগণকে ও প্রজাদিগকে, এমন কি, এই নগরের যে সকল লোক মারী, খড়গ ও দুর্ভিক্ষ হইতে অবশিষ্ট থাকিবে, তাহাদিগকে বাবিল-রাজ নবুখদরিৎসরের হস্তে, তাহীদের শক্রগণের হস্তে ও তাহাদের প্রাণনাশাগী লোকদের হস্তে সমর্পণ করিব : সেই রাজ খড়গধারে তাহাদিগকে আঘাত করিবে, তাহীদের প্রতি মমতা করিবে না, ক্ষম। কি করুণ। ৮ করিবে না। আর তুমি এই লোকদিগকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তোমাদের সম্মুখে আমি জীবনের ৯ পথ ও মৃত্যুর পথ রাখিতেছি। যে ব্যক্তি এই নগরে থাকিবে, সে খড়েগ, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়িবে ; কিন্তু যে ব্যক্তি বাহিরে গিয়া তোমাদের অবরোধকারী কল্দীয়দের পক্ষে দাড়াইবে, সে বাচিবে, এবং তাহার প্রাণ তাহার পক্ষে লুটত্রব্যের স্থায় হইবে। ১০ কেননা, সদাপ্রভু কহেন, আমি অমঙ্গলের নিমিত্ত এই নগরের বিপরীতে আপন মুখ রাখিয়াছি, মঙ্গলের 629
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।