G 8 প্রজাদিগকে ছাড়িয়া না দেও, তবে দেখ, আমি তোমাতে, তোমার দাসগণে, প্রজাদিগেতে ও গৃহ সকলে দংশকের বাক প্রেরণ করব ; মিশ্রীয়দের গৃহ সকল, এমন কি, তাহদের বাসভূমিও দংশকে ২২ পরিপূর্ণ হইবে। কিন্তু আমি সেই দিন আমার প্রজাদের নিবাসস্থান গোশন প্রদেশ ভিন্ন করিব : সে স্থানে দংশক হইবে না ; যেন তুমি জানিতে পার ২৩ যে, পৃথিবীর মধ্যে আমিই সদাপ্রভু। আমি আমার প্রজাদের ও তোমার প্রজাদের মধ্যে প্রভেদ করিব : ২৪ কল্য এই চিহ্ন হইবে। পরে সদাপ্রভু সেইরূপ করিলেন, ফরেণের ও তাহার দাসগণের গৃহে দংশকের বৃহৎ কাক উপস্থিত হইল ; তাহাতে সমস্ত মিসর দেশে দংশকের বাক হেতু দেশ উৎসন্ন হইল। তখন ফরেীণ মোশি ও হারোণকে ডাকাইয়৷ কহিলেন, তোমরা যাও, দেশের মধ্যে তোমাদের ২৬ ঈশ্বরের উদ্দেশে যজ্ঞ কর। মোশি কহিলেন, তাহ করা উপযুক্ত নয়, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে মিশ্রীয়দের ঘৃণাজনক বলিদান করিতে হইবে ; দেখুন, মিশ্ৰীয়দের সাক্ষাতে তাহীদের ঘুণীজনক বলিদান করিলে তাহারী কি আমাদিগকে ২৭ প্রস্তরাঘাতে বধ করিবে না ? আমরা তিন দিনের পথ প্রান্তরে গিয়া, আমাদের ঈশ্বর সদাপ্রভু যে আজ্ঞা দিবেন, তদনুসারে তাহার উদ্দেশে যজ্ঞ করিব । ২৮ ফরেীণ কহিলেন, আমি তোমাদিগকে ছাড়িয় দিতেছি, তোমরা প্রান্তরে গিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ কর ; কিন্তু বহুদূর বাইও না ; ২৯ তোমরা আমার জন্ত বিনতি কর । তখন মেশি কহিলেন, দেখুন, আমি আপনকার নিকট হইতে গিয়৷ সদাপ্রভুর কাছে বিনতি করিব, তাহাতে ফরোণের তাহার দাসগণের ও তাহার প্রজাদের নিকট হইতে কল্য দংশকের বাক সকল দূরে যাইবে ; কিন্তু সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করণাথে লোকদিগকে ছাড়িয় দিবার বিষয়ে ফরেীণ পুনৰ্ব্বার প্রবঞ্চন না করুন। ৩০ পরে মোশি ফরোণের নিকট হইতে বাহিরে গিয়৷ ৩১ সদাপ্রভুর কাছে বিনতি করিলেন। তার সদাপ্রভু মেশির বাক্যানুসারে করিলেন ; ফরেীণ, তাহার দাসগণ ও প্রজ। সকল হইতে দংশকের সমস্ত বাক দূর ৩২ করিলেন ; একটাও অবশিষ্ট রহিল না। আর এবারও ফরেীণ অপেন হৃদয় ভারী করিলেন, লোকদিগকে ছাড়িয়া দিলেন না । ミQ পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আঘাত । > ." "マ মেশিকে কহিলেন, তুমি ফরেণের নিকটে গিয় তাহকে বল, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, আমার সেবী করণীখে ২ আমার প্রজাদিগকে ছাড়য়া দেও। যদি তাহাদিগকে যাত্রীপুস্তক । ছাড়িয়া দিতে অসন্মত হও, এখনও বাধা দেও, তবে [ ৮ ; ২২ – ৯ ; ১৯ । ৩ দেখ, ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর, অশ্বদের, গর্দভদের, উzদের, গোপালের ও মেষপালের উপর সদাপ্রভুর ৪ হস্ত রহিয়াছে; ভারী মহামারী হইবে। কিন্তু সদাপ্রভু ইত্ৰীয়েলের পশুতে ও মিসরের পশুতে প্রভেদ করিবেন : তাহাতে ইস্রায়েল-সন্তানদের কোন পশু মরিবে ৫ ন । আর সদাপ্রভু সময় নিরূপণ করিয়া কহিলেন, ৬ কল্য সদাপ্রভু দেশে এই কৰ্ম্ম করিবেন। পরদিন সদাপ্রভু তাহাই করিলেন, তাহাতে মিসরের সকল পশু মরিল, কিন্তু ইস্রায়েল-সন্তানদের পশুদের মধ্যে ৭ একটাও মরিল না। তখন ফরেীণ লোক পাঠাইলেন, তার দেখ, ইস্রায়েলের একটী পশুও মরে নাই : তথাপি ফরেীণের হৃদয় ভারী হইল, এবং তিনি লোকদিগকে ছাড়িয়া দিলেন না । পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয় ভাটীর ভষ্ম লও, পরে মোশি ফরেীণের সাক্ষাতে তাহ আকাশের দিকে ছড়াইয়৷ ৯ দিউক । তাহ সমস্ত মিসর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হইয়৷ মিসর দেশের সবত্র মনুষ্য ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত ১০ স্ফোটক জন্মাহবে । তখন তাহারা ভাটীর ভস্ম লইয়। ফরেীণের সম্মুখে দাড়াইলেন, এবং মোশি আকাশের দিকে তাহ ছড়াইয়া দিলেন, তাহাতে মনুষ্যদের ও ১১ পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক হইল । সেই স্ফোটক প্রযুক্ত মন্ত্রবেত্তারা মোশির সম্মুখে দাড়াইতে পারিল ন, কারণ মন্ত্রবেত্তাদের ও সমস্ত মিশ্ৰীয়ের গাত্রে ১২ স্ফোটক জন্মিল। আর সদাপ্রভু ফরেীণের হৃদয় কঠিন করিলেন ; তিনি তাহদের কথায় মনোযোগ করিলেন ন, যেমন সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন। পরে সদা ভু মোশিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া ফরেণের সম্মুখে দাড়াইয়া তাহাকে এই কথা বলিও, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া ১৪ দেও ; নতুবা এই বার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসগণের ও প্রজাদের মধ্যে আমার সর্বপ্রকার আঘাত প্রেরণ করিব ; যেন তুমি জানিতে পার, সমস্ত পৃথিবীতে আমার তুল্য কেহই নাই । ১৫ কেননা এত দিন আমি আপন হস্ত বিস্তার করিয়া মহামারী দ্বারা তোমাকে ও তোমার প্রজাদিগকে আঘাত করিতে পারিতাম : তাহা করিলে তুমি পৃথিবী হইতে ১৬ উচ্ছিন্ন হইতে । কিন্তু বাস্তবিক আমি এই জন্তই তোমাকে স্থাপন করিয়াছি, যেন আমার প্রভাব তোমাকে দেখাই ও সমস্ত পৃথিবীতে আমার নাম ১৭ কীৰ্ত্তিত হয়। এখনও তুমি আমার প্রজাগণের উপর দৰ্প করিয়া তাহাদিগকে ছাড়িয়া দিতে চাহিতেছ না। ১৮ দেখ, মিসরের পত্তনাবধি অদ্য পৰ্য্যন্ত যাদৃশ কখন হয় নাই, এমন অতিশয় ভারী শিলাবৃষ্টি আমি কল্য এই ১৯ সময়ে বর্ষাইব । অতএব তুমি এখন লোক পাঠাইয়া ক্ষেত্রে তোমার পশু ও আর যাহ। কিছু আছে, সে সকল ত্বরায় আনাও ; যে মনুষ্য ও পশু গৃহমধ্যে bo yo 54
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।