R 8 ; " — R & ; २७ l] উৎপাটন করিব না ; রোগণ করিব, উন্মলন করিব ৭ না। আর আমিই যে সদাপ্রভু, তাহ জানিবার মন তাহাদিগকে দিব ; তার তাহার। আমার প্রজা হইবে ও তামি তাহদের ঈশ্বর হইব ; কেনন। তাহার ৮ সৰ্ব্বান্তঃকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে। আর যে মনা ফল এমন মন যে তাহ৷ খাওয়া যায় না, তাহা যেমন, সত্যই সদাপ্রভু এই কথা বলেন, সেইরূপ আমি ষিহ্লদার রাজ। সিদিকিয়কে, তাহার অধ্যক্ষগণকে ও ষিরশালেমের অবশিষ্ট লোকদিগকে — যাহার এই দেশে রহিয়াছে, তাহাদিগকে, এবং যাহারা মিসর দেশে ৯ বাস করিতেছে, তাহাদিগকে –সমর্পণ করিব ; আমি অমঙ্গলার্থে তাহাদিগকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়৷ বেড়াইবার জন্য সমর্পণ করিব ; এবং যে সকল স্থানে তাড়ন করিব, সেই সকল স্থানে তাহাদিগকে টিটুকারি, প্রবাদ, বিদ্রুপ ও অভিশাপের পাত্র করিব। ১• আর আমি তাহাদিগকে ও তাহদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তথা হইতে তাহার। যে পয্যন্ত নিঃশেষে উচ্ছেন্ন না হয়, সে পৰ্য্যন্ত তাহদের মধ্যে খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব। যিহুদীদের ও অন্ত জাতিগণের দণ্ড । २Q যোশিয়ের পুত্র ङ्कि-बीश्च शिंश्रृङ्गैप्यत्र চতুর্থ বৎসরে, অর্থাৎ বাবিল-রাজ নবুখদরৎসরের প্রথম বৎসরে, যিহুদার সমস্ত লোকের বিষয়ে এই ২ বাক্য ফিরমিয়ের নিকটে উপস্থিত হইল : যিরমিয় ভাববাদী যিছুদার সমস্ত লোকের ও ফিক্কশালেমনিবাসী সকলের নিকটে তাহ প্রচার করিয়া কহিলেন, ৩ অমোনের পুত্ৰ যিহুদা-রাজ যোশিয়ের ত্রয়োদশ বৎসর অবধি অদ্য পয্যন্ত, অর্থাৎ এই তেইশ বৎসর কাল সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইয়াছে, এবং আমি তোমাদিগকে তাহ বলিয়াছি, প্রত্যুষে -৪ উঠিয়া বলিয়াছ, কিন্তু তোমরা শুন নাই। আর সদাপ্রভু আপনার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের নিকটে পাঠাইয়াছেন, প্রত্যুষে উঠিয়া পাঠাইয়াছেন, কিন্তু তোমরা শুন নাই, শুনিবার জন্ত কর্ণপাতও কর * নাই। তাহার বলিয়াছেন, তোমরা প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ও আপন আপন আচরণের দুষ্টত। হইতে ফির, তাহাতে সদাপ্ৰভু তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদেগকে যে দেশ দিয়াছেন, তোমরা প্ত তথায় যুগে যুগে চিরকাল বাস করিতে পাইবে। আর অন্ত দেবগণের সেবা ও তাহদের কাছে প্ৰণিপাত করিবার জন্ত তাহদের পশ্চাদগামী হইও না. আপনাদের হস্তকুত বস্তু দ্বার। আমাকে তাসন্তুষ্ট করিও না ; ৭ তাহাতে আমি তোমাদের অমঙ্গল কারব না। কিন্তু, সদাপ্রভু কহেন, তোমরা আমার কথা শুন নাই, এইরূপে আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে ৮ অসন্তুষ্ট কfরয় আপনাদের অমঙ্গল ঘটাইতেছ। অত৯ এব বাহিনীগণের সদ(প্ৰভু এই কথা কহেন, তোমরা ষিরমিয় । ○○○ আমার বাক্য শুন নাই, এই জন্য দেখ, তামি আদেশ পাঠাইয়া উত্তরদিকস্থ সমস্ত গোষ্ঠীকে লইয়া তালিব, সদাপ্রভু কহেন, আমি আমার দাস বাবিল-রাজ নবুখদুরিৎসরকে আনিব, ও তাহাদিগকে এই দেশের বিরুদ্ধে, এতান্নবাসীদিগের বিরুদ্ধে ও চতুৰ্দ্দিকৃস্থিত এই সমস্ত জাতির বিরুদ্ধে আনিব , এবং ইহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিব, এবং বিস্ময়ের ও শীস শব্দের বিষয় ও ১• চিরস্থায়ী উৎসন্ন স্থান করিব। আর ইহাদের মধ্য হইতে আমোদের রব ও আনন্দের রব, বরের রব, কস্তার রব, র্যাতার শব্দ ও প্রদীপের আলো সংহার ১১ করিব । তাহতে এই সমগ্র দেশ উৎসন্ন স্থান ও বিস্ময়ের বিষয় হইবে ; এবং এই জাতিগণ সত্তর বৎসর বাবিল-রাজের দাসত্ব করিবে। ১২ সদাপ্রভু আরও কহেন, সত্তর বৎসর সম্পূর্ণ হইলে আমি বাবিল-রাজকে ও সেই জাতিকে তাহদের অপরাধের সমুচিত প্রতিফল দিব, কলুদীয়দের দেশকে [দিব ], এবং তাহ চিরস্থায়ী ধ্বংসস্থান করিব। ১৩ আর সেই দেশের বিরুদ্ধে আমি যাহা যাহা বলিয়াছি, এই পুস্তকে যাহা যাহা লিখিত আছে, যিরমিয় সমস্ত জাতির বিরুদ্ধে যে ভাববাণী বলিয়াছে, আমার সেই সমস্ত বাক্য আমি ঐ দেশের প্রতি সফল করিব । ১৪ বস্তুতঃ অনেক জাতি ও মহান রাজীরা তাহাদিগকে দাসত্ব করাইবে, এবং আমি তাহাদের ক্রিয়ানুরূপ ও হস্তের কার্য্যানুরূপ প্রতিফল তাহাদিগকে দিব । বাস্তবিক সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আমাকে এই কথা কহিলেন, তুমি আমার হস্ত হইতে এই ক্রোধরাপ দ্রাক্ষারসের পানপত্র গ্রহণ কর, এবং ষে সমস্ত জাতির নিকটে আমি তোমাকে পাঠাই, তাহাদিগকে তাহা ১৬ পান করাও । তাহারা পান করিবে, টলটলায়মান হইবে, এবং তাঁহাদের মধ্যে যে খড়গ আমি পাঠা১৭ ইব, তৎপ্রযুক্ত উন্মত্ত হইবে। তখন আমি সদাপ্রভুর হস্ত হইতে সেই পানপত্র গ্রহণ করিলাম, এবং সদাপ্রভু যে সমস্ত জাতির কাছে আমাকে পাঠাইলেন, ১৮ তাহাদিগকে পান করাইলাম। তাহার। এই এই। বিরূশালেম ও যিছুদার নগর সকল এবং তাহার রাজগণ ও অধ্যক্ষগণ –যেন তাহারা উৎসন্ন স্থান এবং বিস্ময়ের, শীস শব্দের ও অভিশাপের বিষয় হয় ; যেমন অদ্য ১৯ হইতেছে — মিসর-রাজ ফরেীণ, তাহার দাসগণ, তাহার ২০ অধ্যক্ষগণ ও তাহার সমস্ত প্রজা ; এবং সমস্ত মিশ্রিত জাতি, উষ দেশের সমস্ত রাজা, ও পলেষ্টীয়দের দেশের ২১ সমস্ত রাজা, অস্কলোন, ঘসা, ইক্রোণ ও অস্দোদের ২২ অবশিষ্টাংশ : ইদোম, মোয়াব ও অন্মোন সন্তানগণ : এবং সোরের সমস্ত রাজা, সীদোনের সমস্ত রাজা, ও ২৩ সমুদ্রপারস্থ উপকূলের রাজগণ, দদান, টেমা, বৃষ, ও ২৪ ছিন্নগুম্ফ সমস্ত লোক, এবং আরবের সমস্ত রাজা, ও ২৫ প্রান্তরবাসী মিশ্রিত জাতিগণের সমস্ত রাজা ; এবং সিস্ত্রীর সমস্ত রাজা, এলমের সমস্ত রাজা, ও মাদীয়দের ২৬ সমস্ত রাজা ; এবং উত্তরদিকের নিকটস্থ ও দূরস্থ সমস্ত S 6 633
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।