পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*さ ; >ーミ8 1} বাবিলস্থ যিহুদীদের কাছে লিখিত পত্র । २*७ যিকনিয় রাজা, মাতারাণী ও নপুংসক সকল এবং বিছুদার ও যিরশালেমের অধ্যক্ষগণ, শিল্পকরের ও কৰ্ম্ম কারের বিরূশালেম হইতে ও স্থান ২ করিলে পর, ফিরমিয় ভাববাদী নির্ববাসি হু লোকদের অবশিষ্ট প্রাচীনবগের নিকটে,এবং নবুখদ্বনিৎসর কর্তৃক ধিক্কশালেম হইতে বন্দিরূপে বাবিলে নীত যাজকগণের, ভাববাদিগণের ও সমস্ত লোকের নিকটে শাফনের পুত্র ইলিয়াস ও হিঙ্কিয়ের পুত্ৰ গমরিয়ের হাতে ষিরশালেম হইতে একখানি পত্র পাঠাইয়া দেন। ও যিহুদা-রাজ সিদিকিয় বাবিলে, বাবিল-রাজ নবুখদনিৎসরের নিকটে, ইহঁাদিগকে পাঠ।ইয়াছিলেন। সেই পত্রে এই কথা ছিল । ও বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, সমস্ত নিৰ্ব্বাসিত লোকের প্রতি—আমি যে সকল লোককে যিব্ধশালেম হইতে বাবিলে বন্দি করিয়া ও আনিয়াছি, তাহদের প্রতি – আদেশ এই –তোমরা গৃহ নিৰ্ম্মাণ করিয়া বাস কর, উপবন রোপণ করিয়া ও ফল ভোগ কর : বিবাহ করিয়া পুত্ৰকস্তার জন্ম দেও, এবং আপন আপন পুত্রদিগের বিবাহ দেও, ও আপন আপন কস্তাদিগের বিবাহ দেও, তাহার সন্তান সন্ততি উৎপন্ন করুক ; এই প্রকারে তোমরা হ্রাস ন পাইয়া ৭ সেখানে বৰ্দ্ধিত হও । আর আমি তোমাদিগকে বে নগরে বন্দি করিয়া আনিয়াছি, তথাকার শান্তি চেষ্টা কর, ও সেখানকার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রাথনা কর ; কেনন। সেখানকার শান্তিতে তোমাদের শান্তি ৮ হইবে। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাববাদিগণ ও মন্ত্রজ্ঞ লোকের তোমাদিগকে ন৷ ভুলাউক ; এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাক, ৯ সেই স্বপ্ন সকলে মনোযোগ করিও না । কেননা তাহার তোমাদের কাছে মিথ্যা করির আমার নামে ভাববাণী বলে ; আনি তাহাদিগকে প্রেরণ করে নাই, ইহ সদাপ্রভু কহেন। বস্তুতঃ সদা প্ৰভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে সত্তর বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব, এবং তোমাদের পক্ষে আমার মঙ্গলবাক্য সিদ্ধ করিব, তোমাদিগকে পুনৰ্ব্বার এই স্থানে ফিরাভয় ১১ আনিব। কেননা, সদাপ্রভু বলেন, আমি তোমাদের গক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহ। আমিই জানি ; সে সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে ১২ শেষ ফল ও অtশাসিদ্ধি দিবার সঙ্কল্প । আর তোমর আমাকে আহবান করিবে, এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত ১৩ করিব। আর তোমর। আমার অন্বেষণ করিয়৷ আমাকে গাইবে ; কারণ তোমরা সর্ববান্তঃকরণে আমার আম্বেধণ } • ফিরমিয়। ෆට් H. ১৪ করিবে ; আর আমি তোমাদিগকে তামার উদেশ গাইতে দিব, ইহ সদাপ্রভু বলেন ; এবং আমি তোমাদের বঙ্গিত্ব ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্ৰহ করিব, ইহ। সদা প্ৰভু বলেন ; এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনৰ্ব্বার লইয়া যাইব । ১৫ তোমরা ত বলিয়াছ, সদাপ্রভু বাবিলে আমাদের ১৬ নিমিত্তে ভাববাদিগণকে উৎপন্ন করিয়াছেন। দ্বায়ুদের সিংহাসনে উপবিষ্ট রাজার বিষয়ে ও এই নগরবাসী সমস্ত লোকের বিষয়ে,তোমাদের যে ভ্রাতৃগণ তোমাদের সহিত বন্দিত্বের স্থানে প্রস্থান করে নাই, সেই সকলের ১৭ বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহীদের উপরে খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব ; এবং ঘূণাজনক যে ডুমুরফল এমন মসী যে খাওয়া যায় না, ১৮ তাহার দ্যায় তাহাদিগকে করিব । ই, আমি খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী লইয়। তাহীদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইব, এবং পৃথিবীর সমস্ত রাজ্যে তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার জন্ত সমর্পণ করিব ; এবং ষে সকল জাতির মধ্যে তাহাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সমস্ত জাতির নিকটে তাহাদিগকে অভিশাপের, বিস্ম১৯ য়ের, শীস শব্দের ও টিটকারির পাত্র করিব । কারণ, সদাপ্রভু কহেন, আমি প্রত্যুষে উঠিয় তাহীদের নিকটে আপন দাস ভাববাদিগণকে পাঠাইলেও তাহার। আমার বাক্যে কর্ণপাত করে নাই ; তোমরা শুনিতে চাও ২• নাই, ইহ সদাপ্রভু বলেন। অতএব তোমরা যত নিববাসিত লোক আম দ্বারা যিরশালেম হইতে বাবিলে প্রেরিত হইয়াছ, তোমরা সকলে সদাপ্রভুর বাক্য শ্রবণ কর । কোলায়ের পুত্র অtহাব ও মাসেয়ের পুত্র সিদিকিয়, যাহার। মিথ্যা করিয়া আমার নামে তোমাদের কাছে ভাববাণী বলে, তাহদের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, তামি তাহদিগকে বাfবল-রাজ নবুখদরিৎসরের হস্তে সমর্পণ করিব ; সে তোমাদের দৃষ্টিগোচরে তাহাদিগকে বধ ২২ করবে। আর বাবিলে যিহুদার যত নিৰ্ব্বসিত লোক তাছে, তাহদের মধ্যে ঐ দুই ব্যক্তির উপলক্ষে এই অভিশাপের কথা প্রচলিত হইবে, ‘ বাবিল-রাজ যে সিদিকিয়কে ও আহবকে অগ্নিতে ভজিয়াছিলেন, ২৩ তাহদের স্থায় সদাপ্রভু তোমাকে করুন। " কেননা তাহার। ইস্রায়েলের মধ্যে মূঢ়তার কায্য করিয়াছে, আপন আপন প্রতিবাসীর স্ত্রীর সহিত ব্যভিচার করিয়াছে, এবং মিথ্যা করিয়া আমার নামে, আমি যাহ আজ্ঞা করি নাই, এমন কথা বলিয়াছে ; আমিই জানি, আমিই সাক্ষী, ইহ সদাপ্রভু কহেন। ミ> 있8 37 আর তুমি নিছিলামীয় শমায়য়ের বিষয়ে এই কথা