৩৩ ঃ ১৯ – ৩৪ ; ১৬ । ] বলিদান করিতে লেৰীয় যাজকদের সম্পৰ্কীয় লোকের অভাব হইবে না। ১৯ পরে ফিরমিয়ের নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত ২• হইল, যথা, সদাপ্রভু কহেন, তোমরা যদি দিবস সম্বন্ধীয় আমার নিয়ম কিম্ব রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম এরূপ ভঙ্গ করিতে পার যে, যথাসময়ে দিবস কি ২১ রাত্রি না হয়, তবে আমার দাস দায়ুদের সহিত আমার যে নিয়ম আছে, তাহাও ভঙ্গ করা যাইবে, তাহার সিংহাসনে বসিতে তাহার বংশজাত লোকের অভাব হইবে , এবং আমার পরিচারক লেবীয় যাজকদের ২২ সহিত কৃত আমার নিয়মও ভঙ্গ করা হইবে। আকাশমণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না, ও সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আপন দ্বাস দায়ুদের বংশকে ও আমার গরিচারক লেবায়দিগকে বৃদ্ধ করিব। ২৩ আবার ফিরমিয়র নিকটে সদাপ্রভুর এই বাক্য ২৪ উপস্থিত হইল, এই লোকের কি বলিয়াছে, তাহ। কি তুমি টের পাও নাই ? তাহারী বলিয়াছে, সদাপ্রভু যে দুই গোষ্ঠীকে মনোনীত করিয়াছিলেন, তাহাদিগকে অগ্রাহ করিয়াছেন ; এইরূপে তাহার। আমার প্রজাবৃন্দকে তুচ্ছজান করে, তাহীদের সম্মুখে তাহার। আর ২৪ জাতি বলিয়৷ গণ্য হয় না। সদাপ্রভু এই কথা কহেন, যদি দিবস ও রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম না থাকে, যদি আমি আকাশের ও পৃথিবীর বিধি সকল নিরূপণ ২৬ না করিয়া থাকি, তাহ হইলেই আমি যাকোবের ও আপন দাস দ্বায়ুদের বংশকে অগ্রাহ করিয়া অব্রাহামের, ইসহাকের ও যাকোবের বংশের শাসনকৰ্ত্ত। করিবার জন্ত তাহার বংশ হইতে লোক গ্রহণ করিব না : সত্যই আমি তাহদের বন্দুিত্ব ফিরাইব ও তাহtদের প্রতি করুণা করিব । সিদিকিয় রাজার বিষয়ে ভাববাণী । oS বাবিল-রাজ নবুর্গদ্বনিৎসর, তাহার সমস্ত সৈন্ত ও তাহার হস্তের কর্তৃত্বাধীন ভূখণ্ডের সমস্ত রাজ্য, এবং সকল জাতি যৎকালে যিরশালেম ও তাহার সমস্ত নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল, তৎকালে ফিরমিয়ের নিকটে সদাপ্রভু হইতে এই বাক্য উপস্থিত ২ হইল, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি যাও, বিহুদী-রাজ সিদিকিয়ের সহিত আলাপ করিয় তাহকে এই কথা বল, সদাপ্রভু এই কথ। কহেন, দেখ, আমি বাবিল-রাজের হস্তে এই নগর সমৰ্পণ করিব, আর সে তাহ আগুনে পোড়াইয়। ও দিবে। তুমিও তাহার হস্ত হইতে উত্তীর্ণ হইবে না, নিশ্চয়ই ধর। পড়িবে, ও তাহার হস্তে সমৰ্পিত হইবে ; এবং তোমার চক্ষু বাবিল-রাজের চক্ষু দেখিবে, ও সে সম্মুখসম্মথি হইয়। তোমার সঙ্গে কথা কহিবে, আর ৪ তুমি বাবিলে গমন করিবে। তথাপি, হে যিহুদা-রাজ সিদিকিয়, তুমি সদাপ্রভুর বাক্য শুন ; সদাপ্ৰভু ফিরমিয় । や 8 ○ তোমার বিষয়ে এই কথা কহেন, তুমি খড়গ দ্বারা ৫ মরিবে না ; তুমি শান্তিতে মরিবে, এবং তোমার পিতৃলোকদের জন্ত, তোমার পুৰ্ব্বগত রাজাদের জন্ত, যেমন দাহ হইয়াছিল, তেমনি লোকে তোমার জন্তও দাহ করিবে, এবং ‘হায় প্রভু বলিয়া তোমার জন্ত বিলাপ করিবে ; কেননা সদাপ্রভু কহেন, আমি এই ৬ কথা কহিলাম। পরে ফিরমিয় ভাববাদী যিরশালেমে যিহুদী-রাজ সিদিকিয়কে ঐ সকল কথা কহিলেন : ৭ তৎকালে বাবিল-রাজের সৈন্ত যিরশালেমের বিৰুদ্ধে, ও যিহদার অবশিষ্ট সমস্ত নগরের বিরুদ্ধে, লাখীশের বিরুদ্ধে ও অসেকার বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল : বাস্তবিক যিহ্রদ। দেশস্থ নগরের মধ্যে প্রাচীর-বেষ্টিত সেই দুইটমাত্র নগর অবশিষ্ট ছিল । দাসদের প্রতি অন্যায়ের জন্ত অনুযোগ । ৮ সিদিকিয় রাজা ফিরূশালেমস্থ সমস্ত লোকের সহিত তাহদের কাছে মুক্তি ঘোষণার জন্ত নিয়ম স্থির করিলে পর সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের ৯ নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত । [ স্থির হইয়াছিল যে, প্রত্যেক জন আপন আপন ইব্রীয় দাসকে কি ইব্রীয় দাসীকে মুক্ত করিয়া বিদায় করবে, কেহ তাহাদিগকে অর্থাৎ আপনার যিহুদী ভ্রাতাকে ১০ দাসত্ব করাইবে না। আর, সমস্ত অধ্যক্ষ ও সমস্ত লোক সন্মত হইয়াছিল ; তাহার। এই নিয়মে বদ্ধ হইয়াছিল যে, প্রত্যেক জন আপন আপন দাস দাসীকে মুক্ত করিয়া বিদায় কfরবে, আর দাসত্ব করাইবে না ; তাহারা সম্মত হইয়া তাহা দগকে মুক্ত ১১ করিয়া বিদায় করিয়াছিল। কিন্তু তৎপরে তাহার। ফিরিয়া বসিল, যাহাদিগকে মুক্ত করিয়া বিদায় করিয়াছিল, সেই দাস দাসীদিগকে আবার আনাইয়৷ আপনাদের দাস দাসী করিবার জন্ত বশীভূত করিল। ১২ এই জন্ত সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের নিকটে ১৩ উপস্থিত হইল, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কছেন, মিসর দেশ হইতে, দাসগৃহ হইতে, তোমাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার দিনে আমিই তাহদের সহিত এই নিয়ম করিয়াছিলাম, ১৪ “তোমার কোন ইব্রীয় ভ্রাত। যদি তোমার কাছে বিক্রীত হয়, তবে সপ্ত বৎসরের শেষে তুমি তাহাকে মুক্ত করিবে ; সে ছয় বৎসর তোমার দাসত্ব করিলে পর তুমি তাহাকে মুক্ত করিয়া আপনার নিকট হইতে যাইতে দিবে। কিন্তু তোমাদের পিতৃপুরুষেরা আমার বাক্যে অবধান করিল না, এবং কর্ণপাত করিল না। ১৫ সম্প্রতি তোমরা ফিরিয়াছিলে, আমার দৃষ্টিতে যাহা ছায্য, তাহাই করিয়ছিলে, অর্থাৎ প্রত্যেক জন অপেন আপন প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিয়াছিলে, এবং যে গৃহের উপরে আমার নাম কীৰ্ত্তিত হইয়াছে, তাহার ১৬ মধ্যে আমার সম্মুখে নিয়ম স্থির করিয়াছিলে। কিন্তু এক্ষণে তোমরা ফিরিয়া বসিয়াছ, আমার নাম অপবিত্র し43
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।