నిd ; ) - రిని ; Rరి | ] করিতেছে ; কিন্তু এই জাতি আমার কথায় তাবধান ১৭ করে নাই। এই জন্ত সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, দেখ, আমি যিহুদার বিপরীতে ও যিরশালেম-নিবাসী সকলের বিপরীতে যে সকল অমঙ্গলের কথা বলিয়াছি, সে সমস্ত তাহদের প্রতি ঘটাইব ; কারণ আমি তাহদের কাছে কথা বলিয়াছি, কিন্তু তাহারা শুনে নাই, এবং তাহাদিগকে আহবান করিয়াছি, কিন্তু তাহার উত্তর দেয় নাই । ২৮ পরে ফিরমিয় রেখবীয় কুলকে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপনাদের পিতৃপুরুষ যিহোনাদবের আজ্ঞায় অবধান করিয়াছ, তাহীর সমস্ত তাদেশ পালন করিয়াছ, ও তাহার সমস্ত আজ্ঞানুসারে কার্য্য করিয়াছ : ১৯ এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, রেখবের পুত্ৰ যিহোনাদবের জন্ত আমার সম্মুখে দাড়াইবার লোকের অভাব কখনও হইবে না । যিহোয়াকীম রাজা ঘিরমিয়ের ভাববাণীপুস্তক পোড়াইয়া ফেলেন। যোশিয়ের পুত্ৰ যিহুদী রাজ যিহেীয়াকীসের චූම් চতুৰ্থ বৎসরে এই বাক্য সদাপ্রভু হইতে যির ময়ের ২ নিকটে উপস্থিত হইল, যথা, তুমি একখানি জড়ান পুস্তক লও, এবং তামি যে দিন তোমার কাছে কথা বলিয়ছিলাম, সেই অবধি, যোiশয়ের সময় অবধি, অদ্য পৰ্য্যন্ত ইস্রায়েলের, যিহদার ও সমস্ত জাতির বিরুদ্ধে তোমাকে যাহা যাহ। বলিয়াছি, সেই সমস্ত বাক্য ৩ উইতে লিখ। হয় ত, আমি যিহ্ৰদ। কুলের উপরে যে সকল অমঙ্গল ঘটাইবার সঙ্কল্প করিয়াছি, তাহারা সেই সমস্ত অমঙ্গলের কথা শুনিয়া প্রত্যেকে তাপন তাপন কুপথ হইতে ফিরিবে ; আর আমি তাহদের অপরাধ ও পাপ মার্জন করিব । ৪ পরে যিরমিয় নেরিয়ের পুত্র বীরককে ডাকিলেন ; এবং বারক বিরমিয়ের প্রতি কথিত সদাপ্রভুর সমস্ত বাক্য র্তাহার মুখে শুনিয়া এক জড়ান পুস্তকে লিখিএ লেন। পরে ফিরমিয় বারককে আজ্ঞা করিলেন, বলিলেন, আমি রুদ্ধ আছি, সদাপ্রভুর গৃহে যাইতে গুরি ভ না। অতএব তুমি যাও, এবং আমার মুখে শুনিয়া যাহা যাহা এই পুস্তকে লিথিয়াছ, সদাপ্রভুর সেই সকল বাক্য উপবাস-দিনে সদাপ্রভুর গৃহে লোকদের কর্ণগোচরে পাঠ কর, আর তুমি আপন আপন নগর হইতে আগত সমস্ত যিহুদার সাক্ষাতেও পাঠ করবে। ৭ হয় ত, সদাপ্রভুর সম্মুখে তাহার। বিনতি উপস্থিত করিবে, এবং প্রত্যেক জন আপন আপন কুপথ হইতে ফিরিবে, কেননা সদাপ্রভু এই জাতির বিরুদ্ধে অতি ৮ বড় ক্রোধের ও রোষের কথা বলিয়াছেন। পরে নেরিয়ের পুত্র বারাক যিরমিয় ভাববাদীর অজ্ঞানুসারে সমস্ত কাৰ্য্য করলেন, ঐ পুস্তকে লিখিত সদাপ্রভুর বাক্য সদাপ্রভুর গৃহে পাঠ করলেন। ষিরমিয় । や 8 ○ ৯ পরে যোশিয়ের পুত্ৰ যিহুদা-রাজ যিহোয়কীমের পঞ্চম বৎসরের নবম মাসে যিরশালেমস্থ সমস্ত লোক, এবং যিহূদার নগরসমূহ হইতে যিরশালেমে ত্যাগত সমস্ত লোক, সদাপ্রভূর সাক্ষাতে উপবাস ঘোষণা ১• করিল। তখন বারূক সদাপ্রভুর গৃহে, উপরিস্থ প্রাঙ্গণে, সদাপ্রভুর গৃহের নূতন দ্বারের প্রবেশ-স্থানে, শাফনের পুত্ৰ গমরিয় লেখকের কুঠরীতে ঐ পুস্তক লইয়া সমস্ত লোকের কর্ণগোচরে ফিরমিয়ের কথা ১১ সকল পাঠ করিলেন। যখন শাফনের পৌত্ৰ গমরিয়ের পুত্র মাখায় সেই পুস্তকে লিখিত সদাপ্রভূর সমস্ত বাক্য ১২ শুনিলেন, তখন তিনি রাজবাটীতে নামিয়া লেখকের কুঠরীতে গেলেন ; আর দেখ, সেই স্থানে অধ্যক্ষগণ সকলে, অর্থাৎ ইলশাম লেখক, শমরিয়ের পুত্র দলার, অক্বোরের পুত্র ইলনাথন, শাফনের পুত্ৰ গমরিয় ও হননিয়ের পুত্র সিদিকিয় প্রভৃতি সমস্ত অধ্যক্ষ উপবিষ্ট ১৩ ছিলেন। লোকদের কর্ণগোচরে যখন বারক ঐ পুস্তক পাঠ করিয়tiছলেন, তখন মীথীয় যে সকল কথা শুনিয়াছিলেন, তাহ। তাহাদিগকে জ্ঞাত করিলেন। ১৪ তাহাতে অধ্যক্ষগণ সকলে কুশির প্রপৌত্র শেলি ময়ের পৌত্র নথনিয়ের পুত্ৰ যিহুদী দ্বার বারূককে এই কথ। বলিয়া পঠাইলেন, তুমি লোকদের কর্ণগোচরে যে পুস্তক পাঠ করিয়াছ, তাহ হস্তে করিয়া আইস : অতএব নেরিয়ের পুত্র বারক পুস্তকখানি হস্তে লইয়। ১৫ তাহদের নিকটে আসিলেন। তাহার কহিলেন, বিনয় করি, তুমি বসিয়া আমাদের কর্ণগোচরে উহ। পাঠ কর : তাহাতে বারক তাহীদের কর্ণ-গাচরে পাঠ ১৬ করিলেন। তখন ঐ সকল কথা শুনিয় তাহার। সকলে ভয় প্রযুক্ত পরস্পর তাকাতাকি করিলেন, এবং বারককে কহিলেন, আমরা এই সকল কথার বিষয় ১৭ অবশু রাজাকে জানাইব । পরে তাহীর বারাককে জিজ্ঞাসিলেন, বল দেখি, তুমি কেমন করিয়া তাহার ১৮ মুখে শুনিয়। এই সকল কথা লিখিয়াছিলে ? বরূক উত্তর করিলেন, তিনি মুখে আমার নিকটে এই সকল কথ। উচ্চারণ করিতেছিলেন, এবং আম কালী দিয়৷ ১৯ এই পুস্তকে সে সমস্ত লিখিতেছিলাম। তখন অধ্যক্ষগণ বারূককে কহিলেন, তুমি ও ফিরমিয় যাইয়৷ লুকাইয়। থাক ; কেই যেন তোমাদের সন্ধান না পায়। পরে তাহারী হল৷শাম লেখকের কুঠরীতে পুস্তকখানি রাখিয়া প্রাঙ্গণে রাজার নিকটে গিয়া তাহার ২১ কর্ণগোচরে ঐ সকল কথা কহিলেন । তাঁহাতে রাজা পুস্তকখানি আনিবার জন্ত যিহুদীকে পাঠাইলেন, তার যিহুদী ইলাশমি। লেখকের কুঠরী হইতে তাহ তালিয়। রাজার কর্ণগোচরে ও তাহার সাক্ষাতে দণ্ডায়মান অধ্যক্ষগণের কর্ণগোচরে তাহ পাঠ করিতে ২২ লাগিলেন । ঐ সময়ে নবম মাসে রাজী শীতকাল যাপনের গৃহে বসিয়াছিলেন, এবং তাহার সম্মুখে জ্বলন্ত ২৩ আগুনের অঙ্গটা ছিল । আর যিছুদী তিন চারি পাতা পাঠ করিলে পর [রাজ1} লেখকের ছুরিক। Re 645
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।