পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ○ ওষধি খাইবে, শিলাবৃষ্টি যাহা কিছু রাখিয়া গিয়াছে, ১৩ সকলই খাইবে । তখন মোশি মিসর দেশের উপরে আপন যষ্টি বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সমস্ত দিন ও সমস্ত রাত্রি দেশে পূৰ্ব্বীয় বায়ু বহাইলেন ; আর প্রাতঃকাল হইলে পূৰ্ব্বীয় বায়ু পঙ্গপাল উঠাইয় ১৪ আনিল। তাহাতে সমুদয় মিসর দেশের উপরে পঙ্গপাল ব্যাপ্ত হইল ; ও মিসরের সমস্ত সীমাতে পঙ্গপাল পড়িল । তাহ অত্যন্ত ভয়ানক হইল ; তদ্রুপ পঙ্গপাল পুৰ্ব্বে কখনও হয় নাই, এবং পরেও কখনও হইবে না। ১৫ তাহারা সমস্ত ভূমিতল আচ্ছন্ন করিল, তাহাতে দেশ অন্ধকার হইল, এবং ভূমির যে ওষধি ও বৃক্ষাদির যে ফল শিলাবৃষ্টি হইতে রক্ষা পাইয়াছিল, সে সমস্ত তাহারা খাইয়া ফেলিল , সমস্ত মিসর দেশে বৃক্ষ বা ক্ষেত্রের ওষধি, হরিদ্বর্ণ কিছুই রহিল না। তখন ফরেীণ সত্বর মোশি ও হারোণকে ডাকাইয়৷ কহিলেন, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে ও ১৭ তোমাদের বিরুদ্ধে পাপ করিয়াছি। বিনয় করি, কেবল এই বার আমার পাপ ক্ষমা কর, এবং আম৷ হইতে এই কালস্বরূপকে দূর করিবার জন্য তোমাদের ১৮ ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি কর। তখন তিনি ফরোণের নিকট হইতে বাহিরে গিয়া সদাপ্রভুর কাছে ১৯ বিনতি করিলেন ; আর সদাপ্রভু অতি প্রবল পশ্চিম বায়ু আনিলেন : তাহ পঙ্গপালদিগকে উঠাইয়া লইয়া সূফসাগরে তাড়াইয়। দিল, তাহাতে মিসরের ২০ সমস্ত সীমাতে একটাও পঙ্গপাল থাকিল না। কিন্তু সদাপ্রভু ফরোণের হৃদয় কঠিন করিলেন, আর তিনি ইস্রায়েল-সন্তানদিগকে ছাড়িয়া দিলেন না। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আকাশের দিকে হস্ত বিস্তার কর; তাহাতে মিসর দেশে অন্ধকার ২২ হইবে, ও সেই অন্ধকার স্পর্শনীয় হইবে। পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে তিন দিন পর্য্যন্ত ২৩ সমস্ত মিসর দেশে গাঢ় অন্ধকার হইল। তিন দিন পৰ্য্যন্ত কেহ কাহাকেও দেখিতে পাইল না, এবং কেহ আপন স্থান হইতে উঠিল না ; কিন্তু ইস্রায়েল-সন্তান সকলের নিমিত্তে তাহদের বাসস্থানে আলো ছিল । তখন ফরেীণ মোশিকে ডাকাইয়। কহিলেন, যাও, সদাপ্রভুর সেবা কর গিয়া ; কেবল তোমাদের মেষপাল ও গোপাল থাকুক ; তোমাদের শিশুগণও তোমাদের ২৫ সঙ্গে যাউক । মোশি কহিলেন, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করশার্থে আমাদের হস্তে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্তব্য । ২৬ আমাদের সহিত আমাদের পশুগণও যাইবে, একটী খুরও অবশিষ্ট থাকিবে না ; কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবাথে তাহদের মধ্য হইতে বলি লইতে হইবে, এবং কি কি দিয়া সদাপ্রভুর সেবা করিব, তাহ সে স্থানে উপস্থিত না হইলে আমরা জানিতে পারি >W。

  • >

之8 যাত্রাপুস্তক । ২৭ না। কিন্তু সদাপ্রভু ফরোণের হৃদয় কঠিন করিলেন, [ > o 3 >○ー > a 5 ○ l ২৮ না। তখন ফরেীণ তাহাকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও ; সাবধান, আমার মুখ আর কখনও দেখিও না ; কেননা যে দিন আমার মুখ দেখিবে, সেই ২৯ দিন মরিবে । মোশি কহিলেন, ভালই বলিয়াছেন, আমি আপনার মুখ আর কখনও দেখিব না। SS আর সদাপ্রভু মোশিকে বলিলেন, আমি ফরেীণের ও মিসরের উপরে আর এক উৎপাত আনিব, তৎপরে সে তোমাদিগকে এ স্থান হইতে ছাড়িয়া দিবে, এবং ছাড়িয়া দিবার সময়ে তোমাদিগকে নিশ্চয়ই এখান হইতে একেবারে তাড়াইয়া দিবে। ২ তুমি লোকদের কর্ণগোচরে বল, আর প্রত্যেক পুরুষ আপন আপন প্রতিবাসী হইতে, ও প্রত্যেক স্ত্রী অপেন আপন প্রতিবাসিনী হইতে রৌপ্যালঙ্কার ও স্বর্ণালঙ্কার ৩ চাহিয়া লউক । আর সদাপ্রভু মিশ্ৰীয়দের দৃষ্টিতে লোকদিগকে অনুগ্রহের পাত্র করিলেন । আবার মিসর দেশে মোশি ফরোণের দাসদের ও প্রজাদের দৃষ্টিতে অতি মহান ব্যক্তি হইয়া উঠিলেন । ৪ মোশি আরও কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি অৰ্দ্ধরাত্রে মিসরের মধ্য দিয়া গমন করিব । ৫ তাহাতে সিংহাসনে উপবিষ্ট ফরেীণের প্রথমজাত অবধি র্যাত পেষণকারিণী দাসীর প্রথমজাত পৰ্য্যন্ত মিসর দেশস্থিত সকল প্রথমজাত মরিবে, এবং পশু৬ দেরও সকল প্রথমজাত মরিবে। আর যাদৃশ কখনও হয় নাই ও হইবে না, সমস্ত মিসর দেশে এমন মহা৭ ক্ৰন্দন হইবে । কিন্তু সমস্ত হস্রায়েল-সন্তানের মধ্যে মনুষ্যের কি পশুর বিরুদ্ধে একটা কুকুরও জিহব৷ দোলাইবে না, যেন আপনার জানিতে পারেন যে, সদাপ্রভু মিশ্ৰীয়দিগেতে ও ইস্রায়েলে প্রভেদ করেন। ৮ আর আপনার এই দাসের সকলে আমার নিকটে নামিয়া আসিবে, ও প্ৰণিপাত করিয়া আমাকে বলিবে, তুমি ও তোমার অনুগামী সকল প্রজা বাহির হও ; তাহার পর আমি বাহির হইব। তখন তিনি মহা ক্রোধভরে ফরোণের নিকট হইতে বাহিরে গেলেন । ৯ আর সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন, ফরেীণ তোমাদের কথায় মনোযোগ করিবে না, যেন মিসর ১০ দেশে আমার অদ্ভুত লক্ষণ বহুসংখ্যক হয়। ফলে মোশি ও হারেীণ ফরেণের সাক্ষাতে এই সকল অদ্ভুত কৰ্ম্ম করিয়াছিলেন ; আর সদাপ্রভু ফরোণের হৃদয় কঠিন করিলেন, আর তিনি আপন দেশ হইতে ইস্রায়েল-সন্তানদিগকে ছাড়িয়া দিলেন না। নিস্তারপৰ্ব্ব স্থাপন। ঈশ্বরীয় দশম আঘাত । আর মিসর দেশে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, এই মাস তোমাদের আদি মাস হইবে : ১২ আর তিনি তাহাদিগকে ছাড়িয়া দিতে সম্মত হইলেন । ৩ বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে । সমস্ত 56