৪ ৯ ; ১৯ – ৫ ০ ; ৪ । ] হইবে, কেহ সেখানে থাকিবে না, কোন মনুষ্য-সন্তান ১৯ তাহার মধ্যে প্রবাস করিবে না। দেখ, সেই ব্যক্তি সিংহের দ্যায় যদিনের শোভাস্থান হইতে উঠিয়৷ সেই চিরস্থায়ী চরণি-স্থানের বিরুদ্ধে আসিবে : বস্তুতঃ আমি চক্ষুর নিমিষে তাহাকে তথা হইতে দূর করিয়৷ দিব, এবং তাহার উপরে মনোনীত লোককে নিযুক্ত করিব । কেননা আমার তুল্য কে ? আমার সময় নিরূপণ কে করিবে ? এবং আমার সম্মুখে দাড়াইবে, ২• এমন পালক কোথায় ? অতএব সদাপ্রভুর মন্ত্রণ। শুন, যাহা তিনি ইদোমের বিরুদ্ধে করিয়াছেন , তাহার সঙ্কল্প সকল শুন, যাহ। তিনি তৈমন-নিবাসীদের বিপক্ষে করিয়াছেন। নিশ্চয়ই লোকের। তাহাদিগকে টানিয়া লইয়। যাইবে, পালের শাবকদিগকেও লইয়৷ যাইবে ; নিশ্চয়ই তিনি তাহীদের চরাণি-স্থান তাহা২১ দের সহিত উৎসন্ন করবেন । পৃথিবী তাহদের পতনের শব্দে কাপিতেছে, সুফ সাগর পর্য্যন্ত ক্ৰন্দনের ২২ রব শুনা যাইতেছে । দেখ, সে ঈগল পক্ষীর দ্যায় উঠিয়া উড়িয়! আসিবে, বক্সার বিপরীতে আপন পক্ষ বিস্তার কারবে ; আর ইদোমের বীরগণের চিত্ত সেই দিন প্রসব-বেদনাতুর স্ত্রীর চিত্তের সমান হইবে। দম্মেশকের বিষয়। হমাৎ ও অপদ লজ্জিত হইল, কারণ তাহার। অমঙ্গলের বাৰ্ত্তী শুনিল, বিগলিত হইল ; সাগরে উদ্বেগ দেখা যাইতেছে, তাহ৷ স্বস্থির ২৪ হইতে পারে না। দন্মেশক ক্ষীণবল হইয়াছে, পলায়নাথে ফিরিতেছে, ও ত্ৰাসযুক্ত হইয়াছে ; যেমন প্রসবকালে স্ত্রীলোকের, তেমন তাহার যন্ত্রণা ও ব্যথা ২৫ ধরিয়া ছ। এই প্রশংসিত নগর, আমার আনন্দজনক ২ণ্ড পুরী, কেন পরিত্যক্ত হয় নাই ? এই জন্ত সেই দিন তাহার যুবকগণ তাহার চকে পতিত, ও সমস্ত যোদ্ধ স্তব্ধ কৃত হইবে, ই ই বাহিনীগণের সদাপ্রভু বলেন । ২৭ আর আমি দম্মেশ.কর প্রাচীরে অগ্নি লাগহব, তাহা বিনহদদের অট্টালিক। সকল গ্রাস করবে। ২৩ ২৮ বাবিল-রাজ নৰূপদুরিৎসর কর্তৃক পরাহত কেদরের ও হাৎসার রাজ্যসমূহের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা উঠ, কেদরে যাও, ২৯ এবং পূৰ্ব্বদেশের লোকদের সববস্ব লুট কর। লোকে তাহীদের তাম্বু ও পশুপাল সকল লইয়। যাইবে ; তাহাদের যবনিকা, তাহদের সমস্ত পাত্র ও তাহদের উঞ্জদিগকে আপনাদের নিমিত্তে লইয়। যাইবে ; এবং উচ্চৈঃস্বরে তাহদের বিষয়ে বলবে, চারিদিকেই ভয়। ৩• সদাপ্রভু কহেন, হে হাৎসার-নিবাসিগণ, পলায়ন কর, দূরে চলিয়। যাও, গভীরে গিয়া বাস কর, কেননা বাবিল রাজ নবুখদরিৎসর তোমাদের বিরুদ্ধে মন্ত্রণ করিয়াছে, তোমাদের বিরুদ্ধে সঙ্কল্প স্থির করিয়াছে । ৩১ তোমরা উঠ, সেই শান্তিযুক্ত জাতির বিরুদ্ধে যাত্রা কর, যে নিৰ্ভয়ে বাস করে, যাহার কবাট নাই, হুড়ক নাই, о. т. 42 ] ফিরমিয় । Ꮼ © Ꮔ ৩২ যে একাকী থাকে, ইহ সদাপ্রভু বলেন। তাহদের উষ্ট্রগণ লুটবস্তু হইবে, তাহীদের বিপুল পশুধন লুঠিত দ্রব্য হইবে, এবং যে লোকেরা আপনাদের কেশকোণ মুণ্ডন করিয়াছে, তাহাদিগকে আমি সকল বায়ুর দিকে উড়াইয়া দিব, এবং চারিদিক্ হইতে তাহাদের বিপদ ১৩ আনিব, ইহ সদাপ্রভু কহেন। আর হাৎসোর শৃগালদের বসক্তি ও চিরস্থায়ী ধ্বংসস্থান হইবে ; সেখানে কেহ থাকিবে না, কোন মনুষ্য-সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না। ৩৪ যিহুদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরস্তকালে এলমের বিষয়ে সদাপ্রভুর এই বাক্য ফিরমিয় ভাববাদীর ৩৫ নিকটে উপস্থিত হইল -বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এলমের ধনু, তাহদের বলের ৩৬ অগ্রিমাংশ, ভাঙ্গিয় ফেলব। আর আকাশের চারিদিক হইতে চারি বায়ু এলমের উপরে বহাইব, এবং ঐ সকল বায়ুর দিকে তাহাদিগকে উড়াইয়া দিব ; দূরীকৃত এলমীয়গণ যাহার কাছে না যাইবে, এমন জাতি ৩৭ থাকিবে না। আর আমি এলমীয়দিগকে তাহীদের শক্ৰগণের সম্মুখে, ও যাহারা তাহীদের প্রাণনাশে সচেষ্ট, তাহীদের সম্মুখে, উদ্বিগ্ন করব ; আমি তাছাদের উপরে অমঙ্গল অর্থাৎ আমার প্রচণ্ড ক্রোধ উপস্থিত করিব, ইহ সদা প্ৰভু কহেন ; এবং যাবৎ তাহদিগকে সংহার না করি, তাবৎ তাহীদের পশ্চাৎ পশ্চাৎ ৩৮ খড়গ পঠাইব ; আর আমি নিজ সিংহাসন এলমে স্থাপন করিব, এবং সে স্থান হইতে রাজাকে ও অধ্যক্ষগণকে উচ্ছিন্ন করিব, ইহ সদাপ্রভু কহেন। ৩৯ কিন্তু শেষকালে আমি এলমের বন্দিত্ব ফিরাইব, ইহ সদাপ্রভু কহেন। বাবিলের বিনাশ ও ইস্রায়েলের উদ্ধার। সদাপ্রভু যিরমিয় ভাববাদী দ্বারা বাবিলের (? বিষয়ে, কলীয়দের দেশের বিষয়ে, যে কথা বলিয়ছিলেন, তাহা এই । ২ তোমর। জাতিগণের মধ্যে জ্ঞাত কর, প্রচার কর, ধ্বজ। তুলিয়া ধর ; প্রচার কর, গুপ্ত রাiখও না : বল, ‘বাবিল পরহস্তগত হইল, বেল লজ্জিত হইল, মরোদক উদ্বিগ্ন হইল : তাহার প্রতিম। সকল লজ্জিত হইল, পুত্তলি সকল शूद्व श्झेळ ।।' ৩ কেননা উত্তরদিক হইতে এক জাতি তাহার বিরুদ্ধে উঠিয়া আসিল ; সে তাহার দেশ ধ্বংস করবে, তাহার মধ্যে কেহ বাস করিবে না ; মনুষ্য ও পশু পলায়ন করিল, চলিয়া গেল। ৪ সদাপ্রভু কহেন, সেই সময়ে ও সেই কালে ইস্রায়েল 657
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।