ইত ৬ e ত্যাগ কর, আমরা প্রত্যেক জন আপিন আপন দেশে যাই, কেননা উহার বিচার গগনস্পশী, আকাশ পর্য্যন্ত ১• উচ্চীকৃত। সদাপ্রভু আমাদের ধাৰ্ম্মিকতা প্রকাশ করিয়াছেন ; আইস, আমরা সিয়েনে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভুর কার্য্য প্রচার করি।” তোমরা বাণে শাণ দেও, ঢাল ধর ; সদাপ্রভু মাদীয় রাজগণের মন উত্তেজিত করিয়াছেন, কেননা তাহার সঙ্কল্প বাবিলের বিপক্ষ, তাহার বিনাশার্থক ; বস্তুতঃ এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণ, তাহার মন্দির নিমিত্তক ১২ প্রতিশোধ গ্ৰহণ ৷ তোমরা বাবিলের প্রাচীরের বিরুদ্ধে পতাকা স্থাপন কর, রক্ষকগণকে সাহস দেও, প্রহরিগণকে নিযুক্ত কর, গোপন স্থানে সৈন্তা রাখ ; কেননা সদাপ্রভু বাবিল-নিবাসীদের বিষয়ে যাহা বলিয়াছেন, ১৩ তাহ সঙ্কল্প করিয়াছেন, সিদ্ধও করিয়াছেন । হে জলরাশির উপরে বাসকারিণি । ধনকোষে ঐশ্বৰ্য্যশালিনি! তোমার শেষকাল, তোমার ধনলোভের পরিমাণ ১৪ উপস্থিত। বাহিনীগণের সদাপ্রভু আপন নামে এই শপথ করিয়াছেন, সত্যই আমি তোমাকে পঙ্গপালবৎ জনগণে পরিপূর্ণ করিয়াছি, তাহারা তোমার বিরুদ্ধে সিংহনাদ ছাড়িবে। - তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন, নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন, নিজ বুদ্ধিতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন। তিনি রব ছাড়িলে তাকাশে জলরাশির শব্দ হয়, তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন ; তিনি বৃষ্টির নিমিত্তে বিদ্যুৎ গঠন করেন, তিনি আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া অনেন । প্রত্যেক মনুষ্য পশুবৎ হইয়াছে, সে জ্ঞানহীন ; প্রত্যেক স্বর্ণকার অীপন প্রতিম দ্বারা লজ্জিত হয় ; কারণ তাহার ছাচে ঢাল বস্তু মিথ্যামাত্র, তাহার মধ্যে স্বাসবায়ু নাই । সে সকল অসার, মায়ার কৰ্ম্মমাত্র : তাহদের প্রতিফল দানকালে তাহর বিনষ্ট হইবে। যিনি যাকোবের অধিকার, তিনি সেরূপ নহেন ; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী, এবং [ ইস্রায়েল / তাহার অধিকাররূপ বংশ : তাহার নাম বাহিনীগণের সদাপ্রভু ! তুমি আমার মুদগর ও যুদ্ধের অস্ত্র ; তোমা দ্বারা আমি জাতিগণকে চূর্ণ করিব ; তোমা দ্বারা রাজ্য ২১ সকল সংহার করিব ; তোম। দ্বারা অশ্ব ও তদারোহীকে চূর্ণ করিব ; তোম। দ্বারা রথ ও তদারোহীকে ২২ চূর্ণ করিব ; তোম। দ্বারা পুরুষ ও স্ত্রীকে চূর্ণ করিব ; তোম। দ্বারা বৃদ্ধ ও বালককে চুৰ্ণ করিব ; তোমা ২৩ দ্বার। যুবক ও যুবতীকে চূর্ণ করিব ; তোম। দ্বারা পালরক্ষক ও তাহার পাল চুর্ণ করিব ; তোমা দ্বারা কৃষক ও তাঁহার বলদযুগল চুর্ণ করিব ; এবং তোমা দ্বারা ২৪ দেশাধ্যক্ষ ও শাসনকর্তৃগণকে চূর্ণ করিব। আর আমি SY So 3t > * 23 く● যিরমিয় । [ ৫ ১ - ১০ – ৩৭ ৷ বাবিলকে ও কলদীয় দেশনিবাসী সকলকে তাহীদের সেই সমস্ত দুষ্কন্মের প্রতিফল দিব, যাহা তাহার। সিয়োনে তোমাদের দৃষ্টিগোচরে করিয়াছে, ইহ সদাপ্রভু কহেন। হে বিনাশক পৰ্ব্বত,তুমি সমস্ত পৃথিবীর বিনাশক । সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে হস্ত বিস্তার করিব, শৈল হইতে তোমাকে গড়াইয়া ফেলিয়া দিব, ও তোমাকে জ্বলন্ত ২৬ পৰ্ববত করিব । লোকে তোমা হইতে কোণের জন্ত প্রস্তর কিম্বা ভিত্তিমূলের জন্য প্রস্তর লইবে না, কিন্তু তুমি চিরকাল ধ্বংসস্থান থাকিবে ইহ সদাপ্রভু কহেন। তোমরা দেশে ধ্বজ তুল, জাতিগণের মধ্যে তুরী বাজাও, তাহার বিপক্ষে নানা জাতিকে প্রস্তুত কর, আরীরট, মিল্লি ও অস্কিনস রাজ্যকে তাহার বিপক্ষে অtহবান কর, তাহার বিপক্ষে এক জন সেনাপতিকে নিযুক্ত কর, পঙ্গপালের ছায় অশ্বগণকে পাঠাও। ২৮ তাহার বিপক্ষে জাতিগণকে, মাদীয়দের রাজগণকে, তাহাদের দেশাধ্যক্ষগণকে, শাসনকর্তৃগণকে ও তাহার কর্তৃত্বাধীন সমস্ত দেশের লোককে প্রস্তুত কর । দেশ কম্পিত ও ব্যথিত হইতেছে ; কেননা বাবিল দেশকে ধ্বংসিত ও নিবদিশূন্ত করণার্থে বাবিলের বিপক্ষে সদাপ্রভূর সঙ্কল্প সফল হইতেছে । বাবিলের বীরগণ যুদ্ধে বিরত হইয়াছে, তাহার। আপনাদের গড়ের মধ্যে রহিয়াছে ; তাহীদের তেজ শুকাইয়৷ গিয়াছে ; তাহার অবলাদিগের সমান হইয়াছে : তাহার আবাস সকল দগ্ধ, তাহার হুড়ক সকল ভগ্ন হইয়াছে। ধাবক ধাবকের কাছে ধাবিত হইতেছে, বাৰ্ত্তাবহ বাৰ্ত্তালহের কাছে যাইতেছে, যেন বাবিলরাজকে এই বাৰ্ত্তা দেওয়া হয় যে, তাহীর নগর চারি৩২ দিকে পরহস্তগত হইল ; এবং পারঘাট সকল পরহস্তগত হইয়াছে, তাহার। নলবন আগুনে পোড়াইয়াছে ও ৩৩ যোদ্ধ। সকল বিহবল হইয়াছে । কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহুেন, বাবিলকম্ভ শস্তমদন-কালীন খামারস্বরূপ স্বল্পকাল মধ্যে তাহার জন্ত ফসল কাটিবার সময় উপস্থিত হইবে । বাবিল-রাজ নবুখদরৎসর আমাকে গ্রাস করিয়াছেন, আমাকে চূর্ণ করিয়াছেন, আমাকে শুষ্ঠপত্রস্বরূপ করিয়াছেন, আমাকে নাগবৎ গ্রাস করিয়াছেন, আমার উপাদেয় ভক্ষ্য দ্বারা আপন উদর পূর্ণ করিয়াছেন, ৩e আমাকে দূর করিয়াছেন। আমার প্রতি ও আমার মাংসের প্রতি কৃত দৌরাত্মোর ফল বাবিলের উপরে বর্ভূক, ইহা দিয়োন-নিবাসিনী কহিতেছে ; এবং *আমার রক্ত কল্দায় দেশনিবাসীদের উপরে বর্তৃক, ইহ৷ যিরশালেম বলিতেছে। এই জন্ত সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিবাদ নিম্পন্ন করিব ; তোমার জন্ত প্রতিশোধ লইব, এবং তাহার সমুদ্রকে জলশূন্ত ও তাহাৰ ৩৭ উনুইকে শুষ্ক করিব। আর বাবিল ঢিবিময়, শৃগাল ネ@ 를 인 マふ 36 לס\ \ථ8 Vు 660
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।