পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や や* রূপ ডুবিয়া যাইবে, আর কখনও উঠবে না; এবং তাহারা ক্লাস্ত হইবে* । এই পৰ্য্যন্ত ফিরমিয়ের বাক্য। যিরশালেমের পতন ও বিনাশ । (ζ& সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, আর তিনি এগার বৎসর কাল ধিক্কশালেমে রাজত্ব করেন; তাহার মাতার নাম হমুটল, ২ তিনি লিবন-নিবাসী যিরমিয়ের কম্ভ। যিহোয়কীমের সকল ক্রিয়ানুসারে সিদিকিয়ও সদাপ্রভুর দৃষ্টিতে ও যাহা মন্দ তাহাই করিতেন। কারণ যিরশালেমে ও যিহুদায় সদাপ্রভুর ক্রোধজনিত ঘটনা হইল, যে পৰ্য্যন্ত তিনি আপনার সম্মুখ হইতে তাহাদিগকে দূরে ফেলিয়৷ ন দিলেন ; আর সিদিকিয় বাবিল-রাজের বিদ্রোহী হইলেন । ৪ পরে তাহার রাজত্বের নবম বৎসরের দশম মাসে, মাসের দশম দিনে বাবিল-রাজ নবুখদরিৎসর ও তাহার সমস্ত সৈন্ত যিরশালেমের বিরুদ্ধে অtসিয়া শিবির স্থাপন করিলেন, ও তাহার বিরুদ্ধে চারিদিকে গড় ৫ গাfখলেন ; আর সিদিকিয়ের একাদশ বৎসর পর্য্যন্ত ৬ নগর অবরুদ্ধ থাকিল। চতুর্থ মাসে, মাসের নবম দিনে, নগরে মহ। দুর্ভিক্ষ হইয়াছিল, দেশের লোকদের ৭ জষ্ঠ খাদ্য দ্রব্য কিছুই রহিল না। পরে নগরের এক স্থান ভগ্ন হইল, ও সমস্ত যোদ্ধ। রাত্রিতে নগর হইতে বাহিরে গিয়া রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের দ্বারের পথ দিয়া পলায়ন করিল—তখন কল্‌দায়ের নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল— আর উহারা আরাব। ৮ তলভূমির পথে গেল। কিন্তু কল্দীয়দের সৈন্ত রাজার পশ্চাৎ দৌড়িয়া গিয়া ফিরহের তলভূমিতে সিদিকিয়কে ধরিল, তাহাতে তাহার সকল সৈন্ত তাহার ৯ নিকট হইতে ছিন্নভিন্ন হইল। তখন তাহার রাজাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিরাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল, পরে তিনি তাহীর দণ্ডবিধান করিলেন । ১• আর বাবিল-রাজ সিদিকিয়ের সাক্ষাতেই তাহার পুত্রগণকে হনন করিলেন ; এবং যিহদার সমস্ত অধ্যক্ষকেও রিব্রাতে হনন করিলেন ; আর সিদিকিয়ের চক্ষু ১১ উৎপাটন করিলেন ; পরে বাবিল-রাজ তাহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেলেন, এবং তাহার মৃত্যু পৰ্য্যন্ত তাহাকে কারাগারে বদ্ধ রাগিলেন। ১২ পরে পঞ্চম মাসে, মাসের দশম দিনে, বাবিল-রাজ নবুর্থদ্বরিৎসরের উনবিংশ বৎসরে, রক্ষক-সেনাপতি নবুঘরদন—যিনি বাবিল-রাজের সম্মুখে দাড়াইতেন— ১৩ fযরশালেমে প্রবেশ করিলেন ; তিনি সদাপ্রভুর গৃহ ও রাজবাটী পোড়াইয়া দিলেন, এবং যিরূশালেমের সকল গৃহ ও বৃহৎ বৃহৎ সকল অট্টালিক আগুনে ১৪ পোড়াচয় দিলেন। আর রক্ষক-সেনাপতির অনুগামী সমস্ত কলদীয় সৈন্ত যিরূশালেমের চারিদিকের সমস্ত যিরমিয় । ( d & ; ) - రిe 1 ১৫ প্রাচীর ভগ্ন করিল। আর রক্ষক-সেনাপতি নবুযরদন কতকগুলি দীনদরিদ্র লোককে, নগরে পরিভাক্ত অবশিষ্ট লোকদিগকে, ও যাহার পক্ষান্তরে গিয়াছিল, বাfবল-রাজের সপক্ষ হইয়াছিল, তাহাদিগকে, এবং অবশিষ্ট সাধারণ লোকদিগকে বন্দি করিয়া লইয়। ১৬ গেলেন। কেবল দ্রাক্ষাক্ষেত্র পালন ও ভুমিকৰ্ষণার্থে রক্ষক-সেনাপতি নবৃষরদন কতকগুলি দীনদরিদ্র লোককে দেশে রাখিলেন । - আর সদাপ্রভুর গৃহের পিত্তলময় দুই স্তম্ভ, ও সদাপ্রভুর গৃহের পীঠ সকল ও পিত্তলময় সমুদ্রপাত্র কল্দীয়েরা খণ্ড খণ্ড করিয়া সেই সকল পিত্তল বাবিলে ১৮ লইয়া গেল। আর স্থালী, হাতা, কৰ্ত্তরী, বাটি ও চমস, এবং সমস্ত পরিচর্য্যাথক পিত্তলময় পাত্র, লইয়া গেল। ১৯ আর ডাবর, অঙ্গারধানী, বাটি, স্থালী, দীপবৃক্ষ, চমস ও সেকপাত্র প্রভূতি—স্বৰ্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় ২• পাত্রের রৌপ্য—রক্ষক-সেনাপতি লইয়া গেলেন। যে দুই স্তস্ত, এক সমুদ্রপাত্র ও পীঠ সকলের নীচে দ্বাদশ পিত্তলময় বৃষ শলোমন রাজা সদাপ্রভুর গৃহের জন্য নিৰ্ম্মাণ করিয়াছিলেন, সেই সকল পাত্রের পিত্তল ২১ অপরিমিত ছিল । ফলতঃ ঐ দুই স্তস্তের প্রত্যেকের উচ্চতা আঠার হস্ত ও পরিধি বার হস্ত ছিল, এবং তাহ ২২ চারি অঙ্গুলি পুরু ছিল ; তাহ ফঁপি ছিল। আর তাহার উপরে পচে হস্ত পরিমাণ উচ্চ পিত্তলময় এক মাথল ছিল, মথিলার উপরে চারিদিকে জলকার্য্য ও দাড়িম্বাকুতি ছিল ; সে সকলও পিত্তলময় ; এবং তাহার দ্বিতীয় স্তম্ভেরও ঐ মত আকার ও দাড়িম্ব ২৩ ছিল। পাশ্বে ছিয়ানব্বই দাড়িম্ব ছিল, চারিদিকের জালকার্য্যের উপরে শ্রেণীবদ্ধ এক শত দাড়িম্ব ছিল। পরে রক্ষক-সেনাপতি মহাযাজক সরায়কে, দ্বিতীয় যাজক সফনিয়কে ও তিন জন দ্বারপালকে ধরিলেন । ২৫ আর তিনি নগর হইতে যোদ্ধাদের উপরে নিযুক্ত এক জন কৰ্ম্মচারীকে এবং র্যাহার রাজার মুখ দর্শন করিতেন, তাহদের মধ্যে নগরে প্রাপ্ত সাত জন লোককে, দেশের লোক-সংগ্ৰহকারী সৈন্তাধ্যক্ষের লেখককে ও নগর মধ্যে প্রাপ্ত দেশের লোকদের মধ্যে ষাইট জনকে ২৬ ধরিলেন । রক্ষক-সেনাপতি নবৃষরদন তাহাদিগকে ধfরয়। রিরাতে বাবিল-রাজের কাছে লইয়া গেলেন। ২৭ আর বাবিল-রাজ হমাৎ দেশস্থ রিরাতে তাহাদিগকে আঘাত করিয়া বধ করিলেন । এইরূপে যিহ্ৰদ। আপন দেশ হইতে বন্দ হইয়া নীত হইল । নবুখদরৎসর কর্তৃক এই সকল লোক বন্দিরূপে নীত হইল : সপ্তম বৎসরে তিন সহস্ৰ তেইশ জন ২৯ যিহুদী ; নবুখদরৎসরের অষ্টাদশ বৎসরে তিনি যিরূশালেম হইতে আট শত বত্ৰিশ জনকে বনি করিয়া ৩• লইয়া যান। নবৃথদরিৎসরের ত্রয়োবিংশ বৎসরে রক্ষক-সেনাপতি নবৃষরদন সাত শত পয়তাল্লিশ জন যিহুদীকে বন্দি করিয়া লইয়া যান। ইহার সর্ববণ্ডদ্ধ চারি সহস্র ছয় শত প্রাণী । » ፃ ૨.8 さbo 662