c & ; రి) - ) ; ) e | ] ফিরমিয়—বিলাপ । や や ○ HH BBB BBB BBBBB BBB BBBB BBS BB BBB BBB BB BBB BBBB BB BB ত্রিংশ বৎসরে, দ্বাদশ মাসে, মাসের পঞ্চবিংশ দিবসে, বাবিল-রাজ ইবিল-মরোদক আপন রাজত্বের প্রথম বৎসরে যিহুদা-রাজ যিহোয়ার্থীনের মস্তক উঠাইলেন, ৩২ ও তাহাকে কারাগার হইতে মুক্ত করিলেন। আর তিনি উtহাকে প্রীতিবাক্য কহিয়, তাহার সহিত যে সকল রাজ বাবিলে ছিলেন, তাহদের আসন হইতে কারাবাসের বস্ত্র পরিবর্তন করিলেন ; এবং যাবজ্জীবন প্রতিনিয়ত রাজার সম্মুখে ভোজন পান করিতে লাগি ৩৪ লেন। আর তাহার মরণদিন পর্য্যন্ত বাবিল-রাজের আজ্ঞাতে উহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত, তাহার সমস্ত জীবন ব্যাপিয় তাহাকে দিনের উপযুক্ত খাদ্য ভ্ৰব্য প্রতিদিন দেওয়া হইত। ফিরমিয়ের বিলাপ | ধিক্কশালেমের অপমান । যিহুদীদের পাপ ও শাস্তি । Ş হায়, সেই নগরী কেমন একাকিনী বসিয়া আছে, ষে লোকে পরিপূর্ণ ছিল । সে বিধবার স্থায় হইয়াছে, যে জাতিগণের মধ্যে প্রধান ছিল । প্রদেশ-সমূহের মধ্যে যে রাজ্ঞী ছিল, সে কৰ্ম্মাধীন দাসী হইয়াছে ! ২ সে রাত্রে অতিশয় রোদন করে : তাহার গণ্ডে অশ্রু পড়িতেছে 5 তাহার সমস্ত প্রেমিকের মধ্যে এমন এক জনও নাই যে, তাহাকে সাম্বন করিবে ; তাহার বন্ধুরা সকলে তাহাকে প্রবঞ্চনা করিয়াছে, তাহার। তাহার শক্র হইয়া উঠিয়াছে । ৩ যিহুদী দুঃখে ও মহাদাসত্বে নির্ববাসিত হইয়াছে : সে জাতিগণের মধ্যে বাস করিতেছে, বিশ্রাম পায় না ; তাহার তাড়নাকারিগণ সকলে সঙ্কীর্ণ পথে তাহাকে ধরিয়াছিল। ৪ সিয়োনের পথ সকল শোক করিতেছে, কারণ কেহ পর্কেব আইসে না ; তাহার সমস্ত দ্বার শূন্ত ; তাহার যাজকগণ দীর্ঘনিশ্বাস ত্যাগ করে : তাহার কুমারীগণ ক্লিষ্ট, সে আপনি মনঃপীড়া পাইতেছে। ৫ তাহার বিপক্ষগণ মস্তকস্বরূপ হইয়াছে, তাহার শক্রবর্গ ভাগ্যবানু হইয়াছে ; কেননা তাহার অধৰ্ম্মের বাহুল্য প্রযুক্ত সদাপ্রভু তাহাকে ক্লিষ্ট করিয়াছেন ; তাহার শিশু বালকের বিপক্ষের অগ্রে অগ্ৰে বন্দি হইয়। গিয়াছে । ৬ আর সিয়োন-কস্তার সমস্ত শোভা তাহাকে ছাড়িয়া গিয়াছে : তাহার অধ্যক্ষগণ এমন হরিণদিগের স্থায় হইয়াছে, যাহারা চরাfণ-স্থান পায় না ; তাহার শক্তিহীন হইয়৷ পশ্চাদ্ধাবকের অগ্ৰে অগ্ৰে গমন করিয়াছে । ৭ যিরশালেম নিজ দুঃখের ও দুর্গতির সময়ে, আপনার পূৰ্ব্বকালগত মনোহর সামগ্ৰী সকল স্মরণ করিতেছে : তাহার লোকেরা যখন বিপক্ষের হস্তগত হইয়াছিল, তাহার সাহায্যকারী কেহ ছিল না, তখন বিপক্ষগণ তাহাকে দেখিল, তাহার উৎসন্নতার উপহাস করিল। ৮ যিরশালেম অতিশয় পাপ করিয়াছে, এই জন্ত ঘূণাস্পদ হইল : যাহারা তাহাকে সম্মান করিত, তাহার। তাহাকে তুচ্ছ করিতেছে, কারণ তাহার উলঙ্গত। দেখিতে পাইয়াছে : সে আপনিও দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে, মুখ পিছনে ফিরাইতেছে। ৯ তাহার অশৌচ বস্ত্রের অঞ্চলে ছিল, সে আপনার শেষফল মনে করিত না, এই জন্ত আশ্চৰ্য্যরূপে অধঃপতিত হইল ; তাহীকে সাস্তুন করিবার কেহ নাই ; আমার দুঃখ দেখ, হে সদাপ্রভু, কারণ শক্র দপ করিয়াছে ; ১০ বিপক্ষ তাহার সমস্ত মনোহর দ্রব্যে হস্তাপণ করিয়াছে ; ফলে সে দেখিয়াছে, জাতিগণ তাহার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে, যাহাঁদের বিষয়ে তুমি আদেশ করিয়াছিলে যে, তাহার তোমার সমাজে প্রবেশ করিবে না। 663
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।