পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や や 8 ১১ তাহার সমস্ত প্রজা দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে, তাহারা অন্নের চেষ্টা করিতেছে, প্রাণ ফিরাইয়া আনিবার জন্ত খাদ্যের পরিবর্তে আপন আপন মনোহর দ্রব্য সকল দিয়াছে । দেখ, হে সদাপ্রভু, অবধান কর, কেননা আমি তুচ্ছাম্পদ হইয়াছি। ১২ হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না ? অবধান করিয়া দেখ, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে, তাহার তুল্য ব্যথ। আর কোথাও কি আছে ? তদ্বার সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করিয়াছেন । ১৩ তিনি উর্দ্ধলোক হইতে আমার অস্থিচয়ের মধ্যে অগ্নি পাঠাইয়াছেন, তাহ। সে সকল পরাভব করিতেছে ; তিনি আমার চরণের নিমিত্ত জলি পাতিয়াছেন, আমার মুখ পিছনে ফিরাইয়াছেন, আমাকে অনাথ ও সমস্ত দিন মূৰ্চ পিন্ন করিয়াছেন। ১৪ আমার অধৰ্ম্মের ফোয়ালি তাহার হস্ত দ্বারা বদ্ধ হইয়াছে ; তাহা জড়ান হইল, আমার ঘাড়ে উঠিল ; তিনি আমার বল থৰ্ব্ব করিয়াছেন ; যাহাঁদের বিরুদ্ধে আমি উঠতে পারি না, তাহদেরই হস্তে প্রভু আমাকে সমর্পণ করিয়াছেন। ১৫ প্রভু আমার মধ্যস্থিত আমার সমস্ত বীরকে নগণ্য করিয়াছেন, তিনি আমার যুবকগণকে ভগ্ন করিবার জন্ত আমার বিপরীতে সভা আহবান করিয়াছেন, প্রভু যিহুদী-কুমারীকে দ্রাক্ষাকুণ্ডে মৰ্দ্দন করিয়াছেন। ১৬ এই কারণ আমি ক্ৰন্দন করিতেছি ; আমার চক্ষু, আমার চক্ষু জলের নিবার হইয়াছে : কেননী সাস্তুনাকারী, যিনি আমার প্রাণ ফিরাইয়। আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন ; তামীর বালকের অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে । ১৭ সিয়োন অঞ্জলি প্রসারণ করিতেছে ; তাহার সাত্বনা কারী কেহ নাই ; সদাপ্রভু যাকোবের সম্বন্ধে আজ্ঞা দিয়াছেন যে, তাহার চারিদিকের লোক তাহার বিপক্ষ হউক : যিরশালেম তাহাদের মধ্যে ঘূণাস্পদ । ১৮ সদাপ্রভুই ধৰ্ম্মময়, ফলে আমি তাহার আজ্ঞার প্রতি কুলাচরণ করিয়াছি ; হে জাতি সকল, বিনয় করি, শুন, আমার ব্যথা দেখ ; আমার কুমারীগণ ও যুবকগণ বন্দি হইয়া গিয়াছে। ১৯ আমি আপন প্রেমিকদিগকে ডাকিলাম, তাহার আমাকে বঞ্চনা করিল : আমার যাজকগণ ও আমার প্রাচীনবর্গ নগরের মধ্যে প্রাণত্যাগ করিল, বিলাপ । [ ; эъ — 3 , а 1 বাস্তবিক তাহারা আপন আপন প্রাণ ফিরাইয়া আনি বার জন্য অন্নের অম্বেষণ করিতেছিল। ২• দৃষ্টিপাত কর, হে সদাপ্রভু, কেনন। আমি সঙ্কটাপন্ন ; আমার অন্ত্র দগ্ধ হইতেছে ; আমার অন্তরে হৃদয় বিকারপ্রাপ্ত হইতেছে, কারণ আমি অতিশয় প্রতিকূলাচরণ করিয়াছি ; বাহিরে খড়গ নিঃসন্তান করিতেছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত । ২১ লোকে আমার দীর্ঘনিশ্বাস শুনিতে পাইয়াছে ; আমার সান্তনাকারী কেহ নাই ; আমার শক্রর সকলে আমার অমঙ্গলের কথা শুনিয়াছে ; তাহার। আমোদ করিতেছে, কেননা তুমিই ইহা করিয়াছ ; - তুমি নিজ প্রচারিত দিন উপস্থিত করিবে, তখন তাহার। আমার সমান হইবে। ২২ তাহদের সমস্ত দুষ্টত। তোমার দৃষ্টিগোচর হউক ; তুমি আমার সমস্ত অধৰ্ম্মের জন্ত আমার প্রতি যেরূপ করিয়াছ, তাহদের প্রতিও সেইরূপ কর, কেননা আমার দীর্ঘনিশ্বাস অধিক ও আমার হৃদয় মূচ্ছিত । যিরশালেমের অবরোধ, ক্লেশ ও বিনাশ । & প্রভু আপন ক্রোধে সিয়েন-কম্ভাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছেন । তিনি ইস্রায়েলের শোভ। স্বৰ্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন ; তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করেন নাই । ২ প্রভু যাকেীবের সমস্ত বাসস্থান গ্রাস করিয়াছেন, দয়। করেন নাহ ; তিনি ক্রোধে যিহূদা-কস্তার দৃঢ় দুর্গ সকল উৎপাটন করিয়াছেন, তিনি সে সমস্ত ভূমিসাৎ করিয়াছেন ; রাজ্য ও তাহার অধ্যক্ষগণকে অশুচি করিয়াছেন। ৩ তিনি প্রচণ্ড ক্রোধে ইস্রায়েলের সমস্ত শৃঙ্গ উচ্ছেদ করিয়াছেন, তিনি শক্রর সম্মুখ হইতে আপন দক্ষিণ হস্ত সঙ্কুচিত করিয়াছেন, চতুৰ্দ্দিকৃ দগ্ধকারী অগ্নিশিখার দ্যায় তিনি যাকোবকে প্রজ্বলিত করিয়াছেন। ৪ তিনি শক্রবৎ আপন ধনুকে চাড়া দিয়াছেন, বিপক্ষ বৎ দক্ষিণ হস্ত তুলিয়া দাড়াইয়াছেন, আর নয়নরঞ্জন সকলকে বধ করিয়াছেন : তিনি দিয়েন-কষ্ঠার তাম্বুমধ্যে আপন ক্রোধানল ঢালিয়৷ দিয়াছেন । ও প্রভু শক্রবৎ হইয়াছেন, ইস্রায়েলকে গ্রাস করিয়াছেন, 664