পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ●デ ৯ ক্ষুধাতে নিহত লোক অপেক্ষ বরং খড়ো নিহত লোক ধষ্ঠ, কেননা ইহার ক্ষেত্রের শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হইয়। ক্ষয় পাইতেছে । ১• স্নেহবতী স্ত্রীগণের হস্ত আপন আপন শিশু রন্ধন করিয়াছে : আমার জাতিরূপ কষ্ঠীর ভঙ্গ প্রযুক্ত ইহার তাহ খাদ্য দ্রব্য হইয়াছে । ১১ সদাপ্রভু আপন ক্ৰোধ সম্পন্ন করিয়াছেন, আপন প্রচণ্ড কোপ ঢালিয়া দিয়াছেন : তিনি সিয়োনে অগ্নি জ্বালাইয়াছেন, তাহ তাহার ভিত্তিমূল গ্রাস করিয়াছে। ১২ পৃথিবীর রাজগণ, জগন্নিবাসী সমস্ত লোক, বিশ্বাস কারত ন৷ যে, যিরশালেমের দ্বারে কোন বিপক্ষ কি শক্র প্রবেশ করিতে পরিবে । ১৩ ইহার কারণ তাহার ভাববাদিগণের পাপ ও তাহার যাজকগণের অপরাধ ; - কেননা তাহার। তাহার মধ্যে ধাৰ্ম্মিকগণের রক্তপাত করিত। ১৪ তাহার অন্ধগণের ছায় পথে পথে ঘূরিয়া বেড়াইয়াছে, রক্তে কলুষিত হইয়াছে, লোকেরা তাহদের বস্ত্র স্পশ করিতে পারে না। ১৫ লোকে তাহাদিগকে চেচাইয়া বলিয়ছে, তোমরা পথ ছাড ; অশুচি, পথ ছাড়, পথ ছাড়, স্পর্শ করিও না ; তাহারা পলায়ন করিয়াছে ঘূরিয়া বেড়াইয়াছে ; জাতিগণের মধ্যে লোকে বলিয়াছে, উহার এই স্থানে আর প্রবাস করিতে পাইবে না। ১৬ সদাপ্রভুর মুখ তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছে, তিনি তাহাদিগকে আর দেখিতে পারেন না ; লোকে যাজকগণের মুখাপেক্ষ করে নাই, প্রাচীন গণের প্রতি কৃপা করে নাই । ১৭ এখনও আমাদের চক্ষু ক্ষীণ হইয় পড়িতেছে, মিথ্য সাহায্যের প্রত্যাশায় ; আমরা অপেক্ষা করিতে করিতে এমন জাতির অপে ক্ষায় রহিয়াছি, যে রক্ষা করিতে পারেন। ১৮ শক্রগণ] আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে, আমরা স্ব স্ব পথে বেড়াইতে পারি না : আমাদের শেষকাল নিকটবৰ্ত্তাঁ, আমাদের আয়ু সম্পূর্ণ হইল, ই, আমাদের শেষকাল উপস্থিত । ১৯ আমাদের তাড়নাকারিগণ আকাশের ঈগল পক্ষী অপেক্ষ। বেগগামী ছিল ; তাহার। পৰ্ব্বতের উপরে আমাদের পশ্চাৎ পশ্চাৎ দেীড়িত, প্রান্তরে আমাদের জন্ত ঘাটি বসাইত। খ• যিনি আমাদের নাসিকার বায়ুস্বরূপ, সদাপ্রভুর অভি ষিক্ত, তিনি তাহদের গৰ্ত্তে ধৃত হইলেন, বিলাপ । [ 8 ; s—G. : So I যাহার বিষয়ে বলিয়াছিলাম, আমরা তাহার ছায়ায় জাতিগণের মধ্যে জীবন যাপন করিব । ২১ হে উষদেশ-নিবাসিনি ইদোম-কন্তে, তুমি আনন্দ কর ও পুলকিত হও । তোমার নিকটেও সেই পানপত্র আসিবে, তুমি মত্তা হইবে, উলঙ্গিনী হইবে। ২২ সিয়োন-কন্তে, তোমার অপরাধ * শেষ হইল , তিনি তোমাকে আর বন্দিত্বে লইয়। যাইবেন না : হে ইদেম-কন্তে, তিনি তোমার অপরাধের প্রতিফল দিবেন, তোমার পাপ অনাবৃত করিবেন। পাপহেতু শাস্তি ও ক্ষমাজন্ত প্রার্থনা । & হে সদাপ্রভু, আমাদের প্রতি যাহা ঘটিয়াছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ। ২ আমাদের অধিকার বিদেশীদের হস্তে, আমাদের বাটী সকল বিজাতীয়দের হস্তে গিয়াছে। ৩ আমরা অনাথ ও পিতৃহীন, আমাদের মা তারা বিধবাদের দ্যায় হইয়াছেন। ৪ আমাদের জল আমরা রৌপ্য দিয়া পান করিয়াছি, আমাদের কাঠ মূল্য দিয়া কিনিতে হয়। ৫ লোকে ঘাড় ধরিয়। আমাদিগকে তাড়ন করে, আমরা পরিশ্রান্ত, কিছুই বিশ্রাম পাই না। ৬ আমরা মিশ্রীয়দের কাছে করযোড় করিয়াছি, অশূরীয়দের কাছেও করিয়ছি, খাদ্যে তৃপ্ত হইবার 丐羽1 ৭ আমাদের পিতৃপুরুষের পাপ করিয়াছেন, এখন তাহার। নাই, আমরাই তাহদের অপরাধ বহন করিয়াছি। ৮ আমাদের উপরে দাসের কর্তৃত্ব করে, তাহদের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করে, এমন কেহ নাই । ৯ প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, প্রান্তরে স্থিত খড়গ প্রযুক্ত। ১০ আমাদের চৰ্ম্ম তুন্দুরের স্তায় জ্বলে, দুর্ভিক্ষের জ্বলন্ত তাপ প্রযুক্ত । ১১ সিয়োনে রমণীগণ ভ্ৰষ্ট হইল, যিহদার নগর-সমূহে কম৷রীর ভ্ৰষ্ট হইল। ১২ ত ধ্যক্ষগণের হাত বাধিয়া ফাসি দেওয়া গেল, প্রাচীন লোকদের মুখ সমাদৃত হইল না। ১৩ যুবকগণকে যাত বহিতে হইল, শিশুর কান্তভারে ডছোট খাইল । ১৪ প্রাচীনের পুরদ্বারে উপবেশনে নিবৃত্ত, যুবকগণ বাদ্য বাদনে নিবৃত্ত হইয়ছে ; ১৫ আমাদের চিত্তের আনন্দ লুপ্ত হইয়াছে,

  • ( বা ) অপরাধের দণ্ড ।

668