৬ ৭ e ২২ আর সেই প্রাণীর মস্তকের উপরে এক বিতানের আকুতি ছিল, তাহ। ভয়ঙ্কর স্ফটিকের আভার স্থায় ২৩ তাহাদের মস্তকের উপরে বিস্তারিত ছিল। সেই বিতানের নীচে তাহীদের পক্ষ সকল পরস্পরের দিকে ঋজুভাবে প্রসারিত ছিল, প্রত্যেক প্রাণীর এ দিকে দুই, ও দিকে দুই পক্ষ ছিল, সেগুলি তাহাদের গাত্র ২৪ আচ্ছাদন করিয়াছিল। আর তাহদের গমন কালে আমি তাহদের পক্ষ সকলের ধ্বনিও শুনিলাম, তাহা মহাজলরাশির কল্লোলের হ্যায়, সৰ্ব্বশক্তিমানের রবের স্থায়, সৈন্তসামন্তের ধ্বনির স্তায় তুমুল ধ্বনি। দণ্ডীয়মান হইবার সময় তাহার। আপন আপন পক্ষ শিথিল ২৫ করিত। তাহীদের মস্তকের উপরিস্থ বিতানের উদ্ধে এক রব হইতেছিল ; দণ্ডায়মান হইবার সময়ে তাহার আপন আপন পক্ষ শিথিল করিত । ২৬ আর তাহীদের মস্তকের উপরিস্থ বিতানের উদ্ধে এক সিংহাসনের, নীলকান্তমণিবৎ অভাবিশিষ্ট এক সিংহাসনের মূৰ্ত্তি ছিল ; সেই সিংহাসন-মুৰ্ত্তির উপরে মনুষ্যের আকৃতিবৎ এক মূৰ্ত্তি ছিল, তাহ তাহার উদ্ধে ২৭ ছিল । তাহার কটির আকৃতি অবধি উপরের দিকে আমি প্রতপ্ত ধাতুর ন্তায় আভা দেখিলাম ; অগ্নির আভা যেন তাহার মধ্যে চারিদিকে ছিল ; এবং তাহার কটির আকৃতি অবধি নীচের দিকে অগ্নিবৎ অtভা দেখিলাম, এবং তাহার চারিদিকে তেজ ছিল । ২৮ বৃষ্টির দিনে মেঘে উৎপন্ন ধনুকের যেমন আভা, তাহার চারিদিকের তেজের আভ৷ সেইরূপ ছিল । ইহ সদাপ্রভুর প্রতাপের মূৰ্ত্তির আভা । আমি তাহ। দেখিবামাত্র উবুড় হইয়া পড়িলাম, এবং বাক্যবাদী এক ব্যক্তির রব শুনিতে পাইলাম । ૨ তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি পায়ে ভর দিয়া দাড়াও ; আমি তোমার ২ সহিত আলাপ করিব । যে সময়ে তিনি আমার সহিত কথা কহিলেন, তখন আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইয়া দাড় করিলেন : তাহাতে যিনি আমার সহিত কথা কহিলেন, তাহার ৩ বাক্য আমি শুনিলাম । তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান, আমি ইস্রায়েল-সন্তানদের কাছে, বিদ্রোহী জাতিগণের কাছে তোমাকে প্রেরণ কfরতেছি ; তাহার। আমার বিদ্রোহী হইয়াছে, তাহার। ৪ তাহীদের পিতৃপুরুষেরা আমার বিরুদ্ধে অধৰ্ম্মাচরণ করিয়া আসিতেছে, অদ্যকার দিন পর্য্যন্তও করি৪ তেছে। সেই সন্তানগণ দৃঢ়মুখ ও কঠিনচিত্ত, আমি তাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি ; তুমি তাহাদিগকে বলিও, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন। e আর তাহার। শুনুক বা না শুনুক – তাহার' ত বিদ্রোহী কুল— তথাপি জানিতে পাইবে, তাহীদের ৬ মধ্যে এক জন ভাববাদী উপস্থিত হইল। হে মনুষ্যসন্তান, তুমি তাহদের হইতে ভীত হইও না, তাহীদের বাক্য হইতেও ভীত হইও না ; শুকুল ও কণ্টক যিহিস্কেল । [ * 5 २२ - ७ ; >> ॥ তোমার নিকটে আছে বটে, এবং তুমি বৃশ্চিকের মধ্যে বাস করিতেছ, তথাপি তাহীদের বাক্যে ভয় করিও না, ও তাহদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হইও ৭ না, তাহারা ত বিদ্রোহী কুল । তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও, তাহারা শুনুক বা ন৷ শুনুক ; তাহারা ত অতান্ত বিদ্রোহী । ৮ হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহা বলি, তুমি শুন ; তুমি সেই বিদ্রোহী কুলের স্থায় বিদ্রোহী হইও না ; তোমার মুখ খুল, আমি তোমাকে যাহা দিই, ৯ তাহা ভোজন কর। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, একখানি হস্ত আমার প্রতি প্রসারিত হইল, আর দেখ, তাহার মধ্যে একখানি জড়ান পুস্তক ছিল । ১• তিনি আমার সম্মুখে তাহ বিস্তার করিলেন, সেই পুস্তকখানির ভিতরে বাহিরে লেখা, আর বিলাপ, খেদোক্তি ও সন্তাপের কথ। তাহীতে লেখা ছিল। S) পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তোমার কাছে যাহ উপস্থিত, তাহ ভোজন কর, এই পুস্তকখানি ভোজন কর, এবং ইস্রায়েল-কুলের ২ নিকটে গিয় তাহদের সহিত কথা বল। তখন আমি মুখ খুলিলাম, আর তিনি আমাকে সেই পুস্তক ভোজন ৩ করাইলেন ; আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যসন্তান, আমি তোমাকে যে পুস্তক দিলাম, উহা জঠরে গ্রহণ করিয়৷ উদর পরিপূর্ণ কর। তখন আমি তাহ ভোজন করিলাম ; আর তাহ আমার মুখে মধুর স্থায় মিষ্ট লাগিল । ৪ পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি যাও, ইস্রায়েল-কুলের নিকটে যাইয় তাহাদিগকে ৫ আমার বাক্য সকল বল। কারণ তুমি গভীর-বাক্ ও কঠিন ভাষাবাদী কোন জাতির কাছে প্রেরিত নও, কিন্তু ইস্রায়েল-কুলের নিকটে প্রেরিত হইতেছ। ৬ যাহীদের কথা তোমার বোধের অগম্য, এমন গভীরবাক্ ও কঠিন ভাষাবাদী অনেক জাতির কাছে তুমি প্রেরিত নও ; আমি তাহদের নিকটে তোমাকে ৭ পাঠাইলে তাহার তোমার কথা অবস্ত শুনিত । কিন্তু ইস্রায়েল-কুল তোমার কথা শুনিতে সম্মত হইবে না, যেহেতুক তাহারা আমার কথা শুনিতে সম্মত নয় ; কারণ ইস্রায়েল-কুল সকলেই দৃঢ়-কপাল ও কঠিন৮ চিত্ত। দেখ, আমি তাহীদের মুথের প্রতিকূলে তোমার মুখ, এবং তাহদের কপালের প্রতিকুলে তোমার কপাল ৯ দৃঢ় করিলাম। যে হীরক চকুমকি পাথর হইতেও দৃঢ়, তাহার স্থায় আমি তোমার কপাল দৃঢ় করিলাম ; যদ্যপি তাহার বিদ্রোহী কুল, তথাপি তাহাদিগকে ভয় করিও না, ও তাহদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হইও ১০ না। আরও তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যসন্তান, আমি তোমাকে যাহা যাহা বলি, সেই সমস্ত বাক্য তুমি অন্তঃকরণে গ্রহণ কর, কর্ণ দিয়া শুন । ১১ আর যাও, ঐ নিৰ্ব্বাসিত লোকদের, তোমার স্বজাতিসন্তানদের কাছে গিয় তাহাদিগকে বল তাহার। 670
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।