পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●シ● অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েল-কুলের সহিত আলাপ করিয়া তাহাদিগকে বল, প্ৰভু সদাপ্রতু এই কথা ৰঙ্গহন, তোমাদের পিতৃপুরুষের আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছে, ইহাতেই আমার নিন্দ৷ ২৮ করিয়াছে । কারণ আমি তাহাদিগকে যে দেশ দিব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, যখন সেই দেশে আনিলাম, তখন তাহার যে কোন স্থানে কোন উচ্চ পৰ্ব্বত কিস্ব। কোন ঝোপাল বৃক্ষ দেখিতে পাইত, সেই স্থানে বলিদান করিত, সেই স্থানে [ আমার] অসন্তোষজনক নৈবেদ্য উৎসর্গ করিত, সেই স্থানে আপনাদের সৌরভাথক দ্রব্যও রাখিত, এবং সেই স্থানে আপনাদের ২৯ পেয় নৈবেদ্য ঢালিত । তাহাতে আমি তাহাদিগকে কহিলাম, তোমরা যে উচ্চস্থলীতে উঠিয়া যাও, উহ! কি ? এইরূপে অদ্য পৰ্য্যন্ত তাহার নাম বাম। [উচ্চস্থলী] ৩০ হই য় রহিয়াছে। অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা কি আপন আপন পিতৃপুরুষদের রীতিতে আপনাদিগকে অশুচি করিতেছ ? তাহাঁদের ঘৃণাৰ্হ বস্তু সকলের অনুগমনে ৩১ ব্যভিচার করিতেছ ? তোমরা যখন আপনাদের উপহার দেও, যখন আপন আপন সন্তানদিগকে অগ্নির মধ্য দিয়া গমন করাও, তখন অদ্য পর্য্যন্ত আপনাদের সমস্ত পুত্তলির দ্বারা কি আপনাদিগকে অশুচি করিতেছ ? তবে, হে ইস্রায়েল-কুল,আমি কি তোমাদিগকে আমার কাছে অন্বেষণ করিতে দিব ? প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমি তোমাদিগকে ৩২ আমার কাছে অন্বেষণ করিতে দিব না। আর তোমর যাহ। মনে করিয়া থাক, তাহ কোন ক্রমে হইবে না ; তোমরা ত বলিতেছ, আমরা জাতিদের তুল্য হইব, ভিন্ন ভিন্ন দেশের গোষ্ঠীদের তুল্য হইব, কাষ্ঠ ও ৩৩ প্রস্তরের পরিচর্য্য করিব । প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, আমি বলবান হন্ত, বিস্তারিত বাহু ও কোপের বর্ষণ দ্বারা তোমাদের ৩৪ উপরে রাজত্ব করিব। আমি বলবান হস্ত, বিস্তারিত বাহু ও কোপের বর্ষণ দ্বারা জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে বাহির করিব, এবং যে সকল দেশে তোমর। ছিন্নভিন্ন হইয়া রহিয়াছ, সেই সকল দেশ ৩৫ হইতে তোমাদিগকে একত্র করিব। আমি জাতিসমূহের প্রান্তরে আনিয়া সম্মুখাসম্মুখি হইয়৷ সেই ৩৬ স্থানে তোমাদের সহিত বিচার করিব। আমি মিসর দেশের প্রান্তরে যেমন তোমাদের পিতৃপুরুষদের সহিত বিচার করিয়াছিলাম, তোমাদের সহিত তেমনি বিচার ৩৭ করিব, ইহা প্ৰভু সদাপ্রভু কহেন। আর আমি তোমাদিগকে পাচনীর নীচে দিয়া গমন করাইব, ও নিয়ম৩৮ রূপ বন্ধনে আবদ্ধ করিব। পরে বিদ্রোহী ও আমার বিরুদ্ধে অধৰ্ম্মাচারী সকলকে ঝাড়িয়া তোমাদের মধ্য হইতে দূর করিব ; তাহার যে দেশে প্রবাস করে, তথা হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিব বটে, কিন্তু তাহার। ইস্রায়েল-দেশে প্রবেশ করিবে না ; 형 যিহিস্কেল । [ ९० ; २१ - 8* * তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। পরস্তু, হে ইস্রায়েল-কুল, প্ৰভু সদাপ্রভু তোমাদের বিষয়ে এই কথা বলেন, তোমরা যাও, প্রত্যেকে আপন আপন পুত্তলিগণের সেবী কর; কিন্তু উত্তরকালে তোমর জামার কথায় অবধান করিবেই করিবে ; তখন আপন আপন উপহার ও পুত্তলিগণ দ্বার। আমার পবিত্র নাম আর অপবিত্র করিবে না । ৪• কারণ, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমার পবিত্র পৰ্ব্বতে, ইস্রায়েলের উচ্চতার পর্বতে,ইম্রায়েলের সমস্ত কুল, তাহারা সকলেই, দেশমধ্যে আমার সেবা করিবে: সেই স্থানে আমি তাহাদিগকে গ্রাহ করিব, সেই স্থানে তোমাদের সমস্ত পবিত্র বস্তুসহ তোমাদের উপহার ৪১ ও তোমাদের নৈবেদ্যের অগ্রিমাংশ চাহিব । যখন জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে আনিব, এবং যে সকল দেশে তোমরা ছিন্নভিন্ন হইয়৷ রহিয়াছ, সেই সকল দেশ হইতে তোমাদিগকে একত্র করিব, তখন আমি সৌরভার্থক দ্রব্যের স্তায় তোমাদিগকে গ্ৰাহ করিব ; আর তোমাদের দ্বারা জাতিগণের সাক্ষাতে ৪২ পবিত্র বলিয়৷ মান্ত হইব। আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই ইস্রায়েল-দেশে যখন তোমাদিগকে আনিব, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। আর সেখানে তোমরা সেই আচার ব্যবহার ও সমস্ত ক্রিয়াকাণ্ড স্মরণ করিবে, যদ্বারা আপনাদিগকে অশুচি করিয়াছ ; আর তোমাদের কুত সমস্ত কুক্রিয় প্রযুক্ত তোমরা আপনাদের দৃষ্টিতে আপনাদিগকে ঘৃণা ৪৪ করিবে। হে ইস্রায়েল-কুল, প্ৰভু সদাপ্রভু বলেন, আমি যখন তোমাদের মন্দ আচার ব্যবহার অনুসারে নয় ও তোমাদের দুষ্ট ক্রিয়াকাণ্ড অনুসারে নয়, কিন্তু আপন নামের অনুরোধে তোমাদের সহিত ব্যবহার করিব, তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু। যিরশালেমের আসন্ন বিনাশ । ৪e আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত ৪৬ হইল, হে মনুষ্য-সন্তান, তুমি দক্ষিণদিকে আপন মুখ রাখ, দক্ষিণ দেশের দিকে বাক্য বর্ষণ কর, ও দক্ষিণ প্রান্তরস্থ অরণ্যের বিপরীতে ভাববাণী বল । ৪৭ আর দক্ষিণের অরণ্যকে বল, তুমি সদাপ্রভুর বাক্য শুন : প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার মধ্যে অগ্নি জ্বালাইব, তাহ তোমার মধ্যে সমস্ত সতেজ বৃক্ষ ও সমস্ত শুষ্ক ব্ৰক্ষ গ্রাস করিবে: সেই জ্বলন্ত অগ্নি নির্ববাণ হইবে না ; দক্ষিণ অবধি ৪৮ উত্তর পর্য্যন্ত সমুদর মুথ তদ্বারা দগ্ধ হইবে। তাঁহাতে সমস্ত প্রাণী দেখিবে যে, আমি সদাপ্রভু তাহ প্রজ্বলিত ৪৯ করিয়াছি ; তাহ নিৰ্ব্বাণ হইবে না। তখন আমি কহিলাম, ই প্ৰভু সদাপ্রভু, তাহার। আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমাবাদী নয় ? "రిసి 8○ 686