blo o তোমার পুত্রকষ্ঠীগণকে হরণ করিবে, ও তোমার ২৬ অবশিষ্টগণ অস্ত্রিভক্ষিত হইবে । তাহার তোমাকে বিবস্ত্রা করিবে, ও তোমার চারু আভরণ সকল হরণ ২৭ করবে। এইরূপে আমি তোমার কুকৰ্ম্ম ও মিসর দেশ হইতে [কুত ] তোমার বেগুীক্রিয়া নিবৃত্ত করিব, তাহাতে তুমি উহাদের প্রতি আর দৃষ্টিপাত করিবে না, ২৮ এবং মিসরকেও আর স্মরণ করিবে না। কেননা প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তুমি যাহাদিগকে দ্বেষ করিতেছ, যাহাঁদের প্রতি তোমার প্রাণে ঘুণ। হইয়াছে, তাহীদের হস্তে আমি তোমাকে সমর্পণ ২৯ করিব । তাহার তোমার প্রতি দ্বেষ ব্যবহার করিবে, ও তোমার সমস্ত শ্রমফল হরণ করবে, এবং তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্র করিয়া পরিত্যাগ করিবে, তাহাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গত, তোমার কুকৰ্ম্ম ও ৩• তোমার বেগুক্রিয়া, অনাবৃত হইবে । তুমি জাতিগণের অনুগমনে ব্যভিচার করিয়াছ, তাঁহাদের পুত্তলিগণ দ্বারা অশুচি হুইয়াছ, এই নিমিত্ত এ সকল তোমার ৩১ প্রতি করা যাইবে। তুমি আপন ভগিনীর পথে গমন করিয়াছ, এই জন্তু আমি তাহার পানপত্র তোমার ৩২ হস্তে দিব। প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, তু ম আপন ভগিনীর পাত্রে পান করিবে, সেই পাত্র গভীর ও বৃহৎ ; তুমি পরিহাসের ও বিদ্রুপের বিষয় হইবে : ৩৩ সেই পাত্রে অনেকটা ধরে। তুমি পরিপূর্ণ হইবে মত্ততায় ও খেদে, বিস্ময়ের ও ধ্বংসের পাত্রে, তোমার ৬৪ ভগিনী শমরিয়ার পাত্রে। তুমি তাহাতে পান করিবে, গাদও গাইয়। ফেলিবে, এবং তাহার খোলা চটিবে, ও আপন স্তন বিদীর্ণ করিবে ; কেনন। আমি ইহা কহি৩e লাম, ইহ। প্ৰভু সদা ভু বলেন । অতএব প্রভু সদtপ্রভু এই কথা কহেন, তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, আমাকে পিছনে ফেলিয়াছ, তজ্জন্ত তুমি আবার আপন কুকৰ্ম্মের ও বেষ্ঠাক্রিয়ার ভার বহন কর । সদাপ্রভু আমাকে আরও কপিলেন, হে মনুষ্যসন্তান, তুমি কি অইলার ও অহলবার বিচার করিলে ? তবে তাহীদের ঘুণাই ক্রিয় সকল তাহাদিগকে জ্ঞাত ৩৭ কর । কেনন। তাহার। ব্যভিচার-কাৰ্য্য করিয়াছে, ও তাহাদের হস্তে রক্ত আছে ; তাহার তাপন পুত্ত লগণের সহিত ব্যভিচার করিয়াছে, এবং আমার জন্ত প্রস্তুত আপন সন্তানগণকে উহাদের গ্রাসার্থ { অগ্নির মধ্য ৩৮ দিয়৷] গমন করাইয়াছে । তাহার। আমার প্রতি আরও এই অপকাৰ্য্য করিয়াছে, সেই দিনে আমার ধৰ্ম্মপাম অশুচি করিয়াছে, এবং তাহার। আমার বিশ্রমদিন ৩৯ অপবিত্র করিয়াছে । কারণ যখন তাহার। আপনাদের পুত্তালগণের উদশে আপন আপন বালকগণকে হনন কল্পিত, তখন সেই দিন আমার ধৰ্ম্মধামে আসিয়া তাহ অপবিত্র করিত ; আর দেখ, আমার গৃহমধ্যে ৪• তাহার এই প্রকার করিয়ছে । আধকন্তু তোমর। দুরন্থ পুরুষাদগকে আনিবার জন্ত দূত প্রেরণ কfরস্বাছ ; দুত প্রেরিত হইলে, দেখ, তাহার। আসিল ; "రిఫ్రో ধিছিক্ষেল । [*○s ૨છ– 8 ; છ ! তুমি তাহীদের নিমিত্তে স্নান করিলে, চক্ষুতে অঞ্জন দিলে, ও অলঙ্কারে আপনাকে বিভু ষত করিলে ; ৪১ পরে রাজকীয় শয্যায় বসিয়৷ তৎসম্মুখে মেজ সাজাইয়। তাহার উপরে আমার ধুপ ও আমার তৈল রাখিলে। ৪২ আর তাহার সহিত নিশ্চিন্তু লোকারণ্যের কলরৰ হইল, এবং সাধারণ লোকদের সহিত প্রান্তর হইতে মদ্যপায়ীরা আনীত হইল, তাহার। ঐ দুই রমণীর ৪৩ হস্তে কঙ্কণ ও মস্তকে চারু মুকুট দিল । তখন ব্যভিচার-ক্রিয়াতে যে জীর্ণ, সেই স্ত্রীর বিষয়ে আমি কহিলাম, এথন তাহার। ইহার সহিত, এবং এ তাহা৪৪ দের সহিত, ব্যভিচার-কাৰ্য্য করিবে। আর পুরুষের যেমন বেষ্ঠার কাছে গমন করে, তেমনি তাহার। উহার কাছে গমন করিত ; এইরূপে তাহারা অহলার ও অহলবার, সেই দুই কুকৰ্ম্মকারিণী রমণীর কাছে গমন ৪৫ করিত। আর ধাৰ্ম্মিক ব্যক্তিরাই ব্যভিচারিণী ও রক্তপাতকারিণীদের বিচারানুসারে তাঙ্গাদের বিচার করিবে ; কেননা তাহার ব্যভিচারিণী, ও তাঁহাদের ৪৬ হস্তে রক্ত আছে । বস্তুতঃ প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমি তাহদের বিরুদ্ধে জনসমাজ আনিব, এবং তাহাদিগকে ভাসিয়৷ বেড়াইতে ও লুটদ্রব্য হইতে ৪৭ দিব। সেই সমাজ তাহাদিগকে প্রস্তরাঘাত করিবে, ও আপনাদের খড়েগ খণ্ড খণ্ড করিবে ; তাহার। তাহদের পুত্রকন্যাদিগকে বধ করিবে, এবং তাহদের গৃহ ৪৮ আগুনে পোড়াইয় দিবে। এই প্রকারে আমি দেশ হইতে কুকৰ্ম্ম নিবৃত্ত করিব, তাহাত সমুদয় স্ত্রীলোক শিক্ষ। পাইবে, তোমাদের কুকৰ্ম্মের ছায় আচরণ করবে ৪৯ না । আর লোকের তোমাদের কুকৰ্ম্মর বোঝা তোমাদের উপরে রাগিবে, এবং তোমরা তাপনাদের পুত্তলিগণ-সম্বন্ধীয় পাপ সকল বহন করিবে: তাহাতে তোমরা জানিবে যে, আমিই প্ৰভু সদাপ্রভু। যিরশালেমের আসন্ন পতন । ૨8 আর নবম বৎসরের দশম মাসে, মাসের দশম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার নিকট উপ২ স্থিত হইল, হে মনুষ্য-সন্তান, তুমি এই দিনের, আদ্যকার এই দিনের নাম লিখিয়। রাগ, আদ্যকার এই ৩ দিনে বাবিল-রাজ যিরশালেমের কাছে আদিল । তুমি সেই বিদ্রোহী কুলের উদশে এক দৃষ্টান্ত কথা বল, তাহাদিগকে বল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি ৪ চড়াও, হাড়ী চড়াও, তাহার মধ্যে জলও দে ও । তাহার মাংসখণ্ড সকল, প্রত্যেক উত্তম গণ্ড, উরু ও স্কন্ধ তাহার মধ্যে একত্র কর ; উৎকৃষ্ট অস্থিসমূহে তাই পূর্ণ কর। ৫ পালের মধ্যে যে মেষ উৎকৃষ্ট তাই। গ্রহণ কর, এবং হাড়ীর নীচে অস্থি সাজাও, তাহ৷ স্বসিদ্ধ কর, এবং তাহার মধ্যে অস্থি সকলও পাক ইউক । ৬ অতএব প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্ সেই রক্তপূর্ণ পুরকে, সেই হাড়ীকে, বাহার মধ্যে ৰূলঙ্ক 690
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।