পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS S ৩ কারণ সেই দিন নিকটবৰ্ত্তী, ই, সদাপ্রভুর দিন, সেই মেঘাড়ম্বরের দিন নিকটবৰ্ত্তী ; তাহ জাতিগণের কাল ৪ হইবে । মিসরে খড়গ প্র:বশ করিবে, ও কুশে যাতন৷ হইবে ; কেনন। তখন মিসরে নিহতগণ পতিত হইবে, তাহার লোকারণ নীত হইবে, ও তাহার ভিত্তিমূল এ সকল উৎপাটিত হইবে । কুশ, পূট ও লুদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কুব ও মিত্রদেশীয় লোকের তাহাদের সহিত খড়েণ পতিত হইবে । ৬ সদা প্ৰভু এই কথা কহেন, যাহারা মিসরের স্তস্তস্বরূপ, তাহারাও পতিত হইবে, এবং তাহার পর ক্রমের গৰ্ব্ব থৰ্ব্ব হইবে ; তথায় মিগদোল অবধি সি বনী পর্যন্ত লোকেরা খড়েগ পতিত হইবে, ৭ ইহা প্ৰভু সদাপ্রভু বলেন। তাহার ধ্বংসিত দেশসমূহের মধ্যে ধ্ব সিত হইবে, এবং দেশের নগর সকল উচ্ছিন্ন নগরসমূহের মধ্যে থাকিবে । ৮ তখন তাহার। জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন তামি মিসরে অগ্নি লাগাই, এবং তাহার সহ৯ কারীরা সকলে ভগ্ন হয়। সেই দিন নিশ্চিন্ত কুশকে উদ্বিগ্ন করণার্থে দূতগণ নৌকাযোগে আমার নিকট হইতে নিৰ্গত হইবে, তাহীতে মিসরের দিনে যেমন হইয়াছিল, তেমনি তাহীদের মধ্যে যাতন হইবে ; বস্তুতঃ দেখ, তাই আসিতেছে । প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বাবিল-রাজ নবুখদ সংসরের হস্ত দ্বারা মিসরের লোকরণ্য শেষ ১১ করিব । সে এবং তাহার প্রজার, জাতিগণের মধ্যে সেই ভীমবিক্রান্ত লোকের দেশের বিনাশাখে আনীত হইবে, এবং মিসরের বিরুদ্ধে আপন আপন খড়গ নিষ্কোষ করবে, ও নিহতগণে দেশ পূর্ণ করিবে । ১২ আর আমি স্রোতঃসমূহকে শুষ্ক স্থান করিব, দেশকে দুৰ্বত্ত লোকদের হস্তে বিক্রয় করিব, ও বিদেশীদের হস্ত দ্বার। দেশ ও তথাকার সকলই ধ্বংস করিব : আমি সদাপ্রভু ইহা কহিলাম । প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি পুত্তলি সকলও বিনষ্ট করিব, নোফ হইতে অবস্তু প্রতিম। সকল শেষ করিব, মিসর দেশ হইতে কোন তাধ্যক্ষ অীর উৎপন্ন হইবে না, এবং আমি মিসর দেশে ভয় ১৪ জন্ম হব। আর আমি পথেষকে ধ্বংস করিব, সোয়নে অtগুন লাগাইব, ও নে-নগরে বিচারসিদ্ধ দণ্ড দিব। ১৫ তার মিসরের বলস্বরূপ সীনের উপরে আমার ক্রোধ ঢালিব, ও নে নগরের লোকীরণ্য উচ্ছিন্ন করিব । ১৬ আমি মিসরে আগুন লাগাইব ; যাতনাতে সীন ছটফট করিবে. নে নগর ভগ্ন হইবে, এবং নোফে বিপক্ষের। ১৭ দিনমানে অtiসবে । আবেন ও পী বেশতের যুবকগণ খড়েগ পতিত হইবে, এবং সেই সকল পুরী বন্দিত্ব১৮ স্থানে গমন কfরবে। আর তফনহেষে দিবস অন্ধকার হইয়। যাহবে, কেনন। তখন সেই স্থানে আমি মিসরের যোয়ালি সকল ভাঙ্গি য়। ফেলিব ; তlহাতে তাহার মধ্যে তাহার পরাক্রমের ছটা শেষ হইবে ; সে আপনি > o రి ষিহিস্কেল । [○e; ●ー○○ ; マt মেঘাচ্ছন্ন হুইবে, ও তাঙ্গার কস্তাগণ বন্দিত্বস্থানে ১৯ যাইবে । এইরূপে আমি মিসরকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু। একাদশ বৎসরের প্রথম মাসে, মাসের সপ্তম দিনে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, ২১ হে মনুষ্য-সন্তান, আমি মিসর-রাজ ফরেীণের বাহু ভাঙ্গিয়tiছ, আর দেখ, প্রতীকারের নিমিত্ত, পটি দিয়া তাহ বাধিবার নিমিত্ত, খড়গধারণের উপযুক্ত ২২ শক্তি দিবীর নিমিত্ত, তাহ বাধা হয় নাই । এই জন্ত প্রভু সদাপ্রভু এই কথা কহেন দেখ, আমি মিসররাজ ফরোণের বিপক্ষ, আমি তাহার বলবান ও ভগ্ন উভয় বাহু ভাঙ্গিয় ফেলিব, এবং গড়গকে ২৩ তাহার হস্ত হইতে খসাইব । তার আমি মিশ্রীয়দিগকে জাতিগণের মধ্যে ছিন্নভন্ন ও নীনাদেশে ২৪ বিকীর্ণ করিব। আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, ও তাঁহারই হস্তে আমার খড়গ দিব ; কিন্তু ফরেীণের বাহু ভাঙ্গিয়া ফেলিক, তাঁহাতে সে উহার সাক্ষাতে আহত লোকের কাতরোক্তির মত ২৫ কাতরোক্তি করিবে। আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, কিন্তু ফরেীণের বহু বুলিয়া পড়িবে ; তাহাতে লোকের জানিবে যে, আiমত সদাপ্রভু, যখন আমি বাবিল-রাজের হস্তে আমার খড়গ দিব, এবং সে মিসর দেশের বিরুদ্ধে তাহ বিস্তার ২৬ করিবে। আর আমি মিশ্ৰীয়দিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও নীনাদেশে বিকীর্ণ করিব : তাহাতে তাহার। জানিবে যে, আমিই সদাপ্রভু। OS একাদশ বৎসরের তৃতীয় মাসে, মাসের প্রথম দিনে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপ২ স্থিত হইল, হে মনুষ্য-সন্তান, মিসর-রাজ ফরেীণকে ও তাহার লোকারণ্যকে বল, তু ম তোমার মহিমায় ৩ কাহীর তুল্য ? দেখ, অশুর লিবানোনস্থ এরস বৃক্ষস্বরূপ ছিল, তাহার হনদর ডল, ঘন ছায়া ও উচ্চ দৈর্ঘ্য ৪ ছিল ; তাহার শিখর মেঘমালার মধ্যবৰ্ত্তী ছিল। সে জলে বদ্ধিত ও জলধিতে উচ্চ হইয়াছিল ; তাহার স্রোতঃসমূহ তাহার উদ্যানের চারিদিকে বহিত, এবং সে ক্ষেত্রস্থ বৃক্ষ সকলের কাছে আপন প্রণালী পাঠাইত। ৫ এই কারণ ক্ষেত্রের সমস্ত বৃক্ষ অপেক্ষ। তাহার দৈর্ঘ্য উচ্চতম হইল, এবং সে ডাল পাল মেলিলে প্রচুর জলহেতু সেগুলি বুদ্ধি পাইল ও তাহার শখ দীর্ঘ ৬ হইল। তাহার ডালে আকাশের সকল পক্ষী বাস। করিত, এবং তাহার শাখার নীচে মাঠের সকল পশু প্রসব করিত, এবং তাহার ছায়াত সকল মহাজাতি ৭ বসতি করিত। সে আপন মহত্ত্বে ডালের দীর্ঘতায়, মনোহর ছিল, কেননা তাহার মূল প্রচুর জলর পাখে ৮ ছিল। ঈশ্বরের উদ্যানে এরস বৃক্ষ সকল তাঁহাকে গোপন করিতে পা রত না, দেবদারু সকল ডালপালায় তাহার সমান ছিল না, এবং অ-ক্ষ্মণ বৃক্ষ সকল তাহার দ্যায় শাখাবিশিষ্ট ছিল না ; ঈশ্বরের উদ্যানে ૨ ૭ 696