পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১ - ৯ – ৩২ : ১৬ । ] স্থিত কোন বৃক্ষ সৌন্দর্য্যে তাহার তুল্য ছিল না । ই আমি প্রচুর শাখা দিয়া তাহাকে স্বন্দর করিয়াছিলাম, এদনে ঈশ্বরের উদ্যানে স্থিত সমস্ত বৃক্ষ তাহার উপরে ১• অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি দীর্ঘতায় উচ্চ হইলে ; সেই বৃক্ষ মেঘমালার মধ্য আপন শিখর স্থাপন করিল, ও উচ্চ তায় তাহার অন্তঃকরণ ১১ গৰ্বিবত হইল : এই জন্ত আমি তাহাকে জাতিগণের মধ্যে বলবানের হস্তে সমর্পণ করিব, সে তাহার সহিত উপযুক্ত ব্যবহার করিবে ; আমি তাহার দুষ্ট তা প্রযুক্ত ১২ তাহাক দূর করিলাম। তাহাতে বিদেশীরা, জাতগণের মধ্যে ভীমবিক্রান্ত লোকেরা, তাহাকে কাটিয়া ত্যক৷ সকলে তাহার শাখী পড়িয়া আছে, এবং দেশের সকল জলপ্রবাহে তাহার ডালপাল ভগ্ন হইল; পৃথিবীর সকল জাতি তাহার ছায় হইতে প্রস্থান করল,তাহাকে ১৩ ছাড়িয়া গেল। তাহার পতিত কাণ্ডে আকাশের সকল পক্ষী বাস করিবে, এবং তাহর শাখার নিকট মাঠের ১৪ সকল পশু থাকিবে : ইহার ভাব এই, যেন জলের নিকটবৰ্ত্তী বৃক্ষ সকল আপন আপন উচ্চতায় গৰ্ব্বিত না হয়, আপন আপন শিখর মেঘমালার মধ্যে স্থাপন না করে, তাহদের তেজীয়ানের, জলপায়ী সকলে, যেন স্ব স্ব উচচতায় দণ্ডায়মান না হয় ; কেনন। তাহার সকলে মৃত্যুতে, অধোভুবনে, মনুষ্য-সন্তানদের মধ্যে, প্রভু সদাপ্রভু এই কথা কহন, পাতালে তাহার নামিয়। যাইবার দিনে তামি শোক নিরূপণ করিলাম ; আমি তাহার জন্ত জলধিকে আচ্ছাদন করিলাম, ও তাহার স্রোতঃসমূহ নিবৃত্ত করিলাম, তাহাতে জলরাশি রুদ্ধ হইল ; এবং অ।মি তাহার জন্ত লিবানোনকে কৃষ্ণবর্ণ করিলাম, ও ক্ষেত্রস্থ বৃক্ষ সকল তাহার জন্ত ১৬ জীণ হইল। যখন আমি তাহাকে পাতালে গর্তগামীদের নিকটে ফেলিয়। দিলাম, তপন তাহার পতনের শব্দে জাতিগণকে কম্পিত করিলাম ; আর এদনের সমস্ত বৃক্ষ, লিবানেনের উৎকৃষ্ট ও শ্রেষ্ঠ জলপায়ী ১৭ সকলে, অধ্যভূবনে সান্তন পাইল । তাহার সহিত তাহারাও পাত,লে খড়গ নহত লোকদের কাছে নামিয়াছে ; তাগর তাহার বাহুস্বরূপ হইয় তাহারই ছায়াতে জাতিগ,ণর মধ্যে বাস করিয়াছিল। এই রূপে তুমি প্রতাপে ও মহত্ত্বে এদনস্থ বৃক্ষসমূহের মধ্যে কাহার তুল্য ? তথাপি এদনস্থ বৃক্ষগণের সহিত তু মও অধেভুবনে অবনীত হইবে ; আচ্ছিন্নত্বক সকলের মধ্যে খড়গনিহত লোকদের সহিত শয়ন করিবে । এ সেই ফরোণ ও তাহার সমস্ত লে।কারণ্য ; ইহা প্ৰভু সদাপ্রভু বলেন । రిచి দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপ২ স্থিত হইল, হে মমুখ্য-সন্তান, তুমি মিসর-রাজ ফরেী & by যিহিস্কেল । SS ণের জন্ত দিলীপ কর, আর তাঁহাকে বল, জাতিগণের যুবসি হের সহিত তোমার তুলনা করা গিয়াছিল : কিন্তু তুমি জলচর কুম্ভীরের সদৃশ ; তুমি আপন নদীগণের মধ্যে আস্ফালন করিতে, নিজ চরণ দ্বারা জল মলিন করিতে, ও তথাকার নদনদী কর্দমময় ৩ করিতে। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আপন জাল বিস্তার করিব, তাহার। আমার টান। জলে তোমাকে ৪ তুলিবে। পরে আমি তোমাকে স্থলে ছাড়িয়া দিব, তোমাকে মাঠের পৃষ্ঠে ফেলিয়। দিব ; আকাশের পক্ষী সকলকে তোমার উপরে বসাইব, সমস্ত ভূতলের পশু৫ দিগকে তোম। দ্বারা তৃপ্ত করিব। আমি পৰ্ব্বতগণের উপরে তোমার মাংস ফেলিব, ও তোমার দীর্ঘ শবে ৬ উপত্যক সকল পূর্ণ করিব। আর তুমি যেখানে সাতার দিতেছ, সেই দেশকে পৰ্ব্বত পয্যন্ত তোমার রক্তে সিক্ত করব, আর জলপ্রবাহ সকল তোমাতে ৭ পরিপূর্ণ হইবে । তোমাকে নির্বাণ করিবার সময়ে আtiম আকাশ আচ্ছাদন করিব, তাহার নক্ষত্র সকল কৃষ্ণবর্ণ করিব ; আমি স্থৰ্য্যকে মেঘাচ্ছন্ন করিব, ও ৮ চন্দ্র জোৎস্ন দিবে না । তাৰকাশে যত উজ্জল জ্যোতিঃ আছে, সেই সকলকে আমি তোমার উপরে কৃষ্ণবর্ণ করিব, তোমার দেশের উপরে অন্ধকার ব্যাপ্ত করিব : ৯ ইহা প্রভু সদা প্ৰভু বলেন। তার তামি বহু জাতির মনে ত্রাস জন্মাইব, যখন তোমার তাজ্ঞাত নানা দেশে ১০ জাতিগণের মধ্যে তোমার ভঙ্গ উপস্থিত করিব। ইl, তোমার বিষয়ে বহু জাতিকে বিস্ময়াপন্ন করিব, তাহাদের রাজগণ তোমার জন্ত রোম| ধ্ৰুত হইবে, যখন তাহাদের সাক্ষা তই আমি আমার খড়গ চালাইব ; তোমার পতনদিনে তাহার। নিমিষে নিমিষে কম্পীন্বিত হইবে, প্রত্যেক জন আপন প্রাণের বিষয়ে ১১ কম্পান্বিত হইবে। কেননা প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, বাবিল-রাজের খড়গ তোমার উপরে আসিবে। ১২ আমি বীরগণের খড়গ দ্বারা তোমার লোকারণ্যকে নিপাত করিব : তাহার। সকলে জাতিগণের মধ্যে ভীমবক্রান্ত , তাহার মিসরের দৰ্প চূর্ণ করিবে, ১৩ তাহর সমস্ত লোকারণ্যের সংহার হইবে । আর আমি জল-সমূহের সমীপ হইতে তাহার সকল পশু উচিছন্ন করব : তাহীতে মনুষ্যের চরণ সে সকল আর মলিন করিবে না, পশুগণের খুরও সে ১৪ সকল ম লন করিবে না । তৎকালে আমি তথাকার জল নিৰ্ম্মল করিব, ও তথ। কার নদনদী সকল তৈলর হ্যায় প্রবাহিত করব, ইহা প্ৰভু সদা১৫ প্রভু বলেন। যখন আমি মিসর দেশ ধ্বংস স্থান ও উৎসন্ন করিব, এবং ভূমি তৎপূরক বস্তুবিহীন হইবে, যখন আমি তন্নিবাসী সকলকে আঘাত করিব, তখন তাহার জানিবে যে, আমিই সদাপ্রভু। ১৬ এ বিলাপ গাত, লোকে ইহা গান করিবে : জাতিগণের কন্ত্যাগণ ইহা গান করিবে ; তাহীর মিসরের উদেশে 697