১৫ ; ১৮ – ১ ৬ ; ১৭ ৷ ] হে সদাপ্রভু, তথায় তুমি আপন নিবাসার্থ স্থান প্রস্তুত করিয়াছ ; হে প্রভু, তথায় তোমার হস্ত ধৰ্ম্মধাম স্থাপন করিয়াছে। ১৮ সদাপ্রভু যুগে যুগে অনন্তকাল রাজত্ব করিবেন। ১৯ কেননা ফরেীণের অশ্বগণ র্তাহার রথ সকল ও অশ্বারোহিগণসহ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাহদের উপরে ফিরাইয়৷ আনিলেন ; কিন্তু ইস্রায়েল-সন্তানের শুষ্ক পথে সমুদ্রের ২০ মধ্য দিয়া গমন করিল। পরে হারোণের ভগিনী মরিয়ম ভাববাদিনী হস্তে মৃদঙ্গ লইলেন, এবং তাহার পশ্চাৎ পশ্চাৎ অস্ত স্ত্রীলোকেরা সকলে মৃদঙ্গ লইয়া ২১ নৃত্য করিতে করিতে বাহির হইল। তখন মরিয়ম লোকদের কাছে এই ধুয়া গাইলেন,— তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর ; কেননা তিনি মহামহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। ঈশ্বর প্রান্তরে খাদ্য ও পেয় যোগান । আর মোশি ইস্রায়েলকে স্বফসাগর হইতে অগ্ৰে চালাইলেন, তাহাতে তাহার শূর প্রান্তরে গমন করিল : আর তিন দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল ২৩ না । পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত ; এই জন্ত তাহার নাম মারা [তিক্তত] রাখা ২৪ হইল। তখন লোকের মোশির বিরুদ্ধে বচসা করিয়া ২৫ কহিল, আমরা কি পান করিব ? তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশে ক্ৰন্দন করিলেন, আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন ; তিনি তাহ লইয়। জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন, ২৬ এবং তাহার পরীক্ষা লইলেন, আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ কর, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাঁহাই কর, তাহার আজ্ঞাতে কর্ণ দেও, ও তাহার বিধি সকল পালন কর, তবে আমি মিস্ত্রীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না : কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। ২৭ পরে তাহার এলীমে উপস্থিত হইল। সেই স্থানে জলের বারটা উনুই ও সত্তরটা খর্জুরবৃক্ষ ছিল ; তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল। S\ს, পরে তাহারা এলীম হইতে যাত্রা করিল। অীর মিসর দেশ হইতে প্রস্থান করিবার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী সীন প্রান্তরে উপস্থিত হইল, তাহ এলীমের ও ২ সৗনয়ের মধ্যবৰ্ত্তী। তখন ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের বিরুদ্ধে প্রান্তরে বচস৷ ৩ করিল ; আর ইস্রায়েল-সন্তানের তাহাদিগকে কহিল, হয়, হয়, আমরা মিসর দেশে সদাপ্রভুর হস্তে কেন ২২ যাত্রাপুস্তক । Sు মরি নাই ? তখন মাংসের হাড়ীর কাছে বসিতাম, তৃপ্তি পৰ্য্যন্ত রুটী ভোজন করিতাম ; তোমরা ত এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে ৪ বাহির করিয়৷ এই প্রাস্তরে আনিয়াছ। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, আমি তোমাদের নিমিত্ত স্বর্গ হইতে খাদ্য দ্রব্য বর্ষণ করিব ; লোকের বাহিরে গিয়৷ প্রতিদিন দিনের খাদ্য কুড়াইবে ; যেন আমি তাহাদের এই পরীক্ষা লই যে, তাহারা আমার ব্যবস্থাতে চলিবে ৫ কি না । ষষ্ঠ দিনে তাহারা যাহা আনিবে, তাহ প্রস্তুত করিলে প্রতিদিন যাহা কুড়ায়, তাহার দ্বিগুণ ৬ হইবে। পরে মোশি ও হারোণ সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহিলেন, সায়ংকাল হইলে তোমরা জানিবে যে, সদাপ্রভু তোমাদিগকে মিসর দেশ হইতে বাহির ৭ করিয়া আনিয়াছেন। আর প্রাতঃকাল হইলে তোমর সদাপ্রভুর প্রতাপ দেখিতে পাইবে, কেননা সদাপ্রভুর বিরুদ্ধে তোমাদের যে বচস, তাহ। তিনি শুনিয়াছেন। আমরা কে যে, তোমরা আমাদের বিরুদ্ধে বচস কর ? ৮ পরে মোশি কহিলেন, সদাপ্রভু সায়ংকালে ভোজনার্থে তোমাদিগকে মাংস দিবেন, ও প্রাতঃকালে তৃপ্তি পৰ্য্যন্ত অন্ন দিবেন ; সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা যে বচস করিতেছ, তাহা তিনি শুনিতেছেন ; আমরা কে ? তোমরা যে বচসা করিতেছ, উহা আমাদের বিরুদ্ধে নয়, সদাপ্রভুরই বিরুদ্ধে করা হইতেছে। ৯ পরে মোশি হারোণকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানদের সমস্ত মণ্ডলীকে বল, তোমরা সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হও ; কেনন। তিনি তোমাদের বচস ১০ শুনিয়াছেন। পরে হারেীণ যখন ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীকে ইহা কহিতেছিলেন, তখন তাহারা প্রান্তরের দিকে মুখ ফিরাইল ; আর দেখ, মেঘস্তম্ভের ১১ মধ্যে সদাপ্রভুর প্রতাপ দৃষ্ট হইল। আর সদাপ্ৰভু ১২ মোশিকে কহিলেন, আমি ইস্রায়েল-সন্তানদের বচস শুনিয়াছি ; তুমি তাহাদিগকে বল, সায়ংকালে তোমরা মাংস ভোজন করিবে, ও প্রাতঃকালে অন্নে তৃপ্ত হইবে ; তখন জানিতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমা১৩ দের ঈশ্বর। পরে সন্ধ্যাকালে ভারুই পক্ষী উড়িয়া আসিয়া শিবিরস্থান আচ্ছাদন করিল, এবং প্রাতঃকালে ১৪ শিবিরের চারিদিকে শিশির পড়িল । পরে পতিত শিশির উদ্ধগত হইলে, দেখ, ভূমিস্থিত নীহারের স্থায় সরু বীজাকার সূক্ষ্ম বস্তুবিশেষ প্রান্তরের উপরে পড়িয়া ১৫ রহিল। আর তাহ দেখিয়া ইস্রায়েল-সন্তানগণ পরম্পর কহিল, উহা কি ? কেননা তাহ কি, তাহারা জানিল না। তখন মোশি কহিলেন, উহা সেই অন্ন, যাহা সদাপ্রভু তোমাদিগকে আহারার্থে দিয়াছেন। ১৬ উহারই বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন, তোমরা প্রত্যেক জমি আপন আপন ভোজনশক্তি অনুসারে তাহ কুড়াও ; তোমরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে স্থিত লোকদের সংখ্যানুসারে এক এক জনের নিমিত্তে এক ১৭ এক ওমর পরিমাণে উহ। কুড়াও । তাহাতে ইস্রায়েল 61
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।