পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* o 8 দেখ, ইস্রায়েল-সন্তানেরা যেখানে যেখানে গমন করিয়াছে, আমি তথাকার জাতিগণের মধ্য হইতে তাঙ্গদিগকে গ্রহণ করিব, এবং চারিদিক হইতে তাছাদিগকে একত্র করিয়া তাহীদের দেশে লইয়। যাইব । ২২ আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্বতসমূহে, তাহাদিগকে একই জাতি করিব, ও একই রাজ। তাঁহাদের সকলের রাজা হইবেন : তাহার। আর দুই জাতি হইবে ২৩ না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হইবে না। জার তাহারা আপনাদের পুত্তলি ও জঘন্ত বস্তু দ্বারা এবং আপনাদের কোন অধৰ্ম্ম দ্বারা আপনাদিগকে আর অশুচি করিবে ন৷ . ই. যে সকল স্থানে তাহারা পাপ করিয়াছে, তাহদের সেই সকল বাসস্থান হইতে * আমি তাহাদিগকে নিস্তার করিব, এবং তাহাদিগকে শুচি করিব ; তাহাতে তাহারা আমার প্রজ। হইবে, ২৪ এবং আমি তাহদের ঈশ্বর হইব । আর আমার দাস দায়দ তাহদের উপরে রাজা হইবেন : তাহীদের সকলকার এক পালক হইবে, এবং তাহারা আমার শাসন-পথে চলিবে, আর আমার বিধিকলাপ রক্ষা ২৫ করিয়৷ তদনুযায়ী আচরণ করবে। আর আমি আপন দাস যাকোবকে যে দেশ দিয়াছি, যাহার মধ্যে তোমাদের পিতৃপুরুষের বাস করিত, সেই দেশে তাহার বাস করিবে, তাহার ও তাহীদের পুত্রপৌত্রগণ চিরকাল বাস করিবে, এবং আমার দাস দায়ুদ ২৬ চিরকালের জন্ত তাহাদের অধ্যক্ষ হইবেন । আর আমি তাহদের জন্ত শান্তির এক নিয়ম স্থির করিব : তাহাদের সহিত তাহ। চিরকালীন নিয়ম হুইবে : আমি তাহাদিগকে বসাইব ও বাড়াইব, এবং আপন ধৰ্ম্মধাম চিরকালের জন্ত তাহীদের মধ্যে স্থাপন করিব । ২৭ আর আমার আবাস তাহাদের উপরে অবস্থিতি করিবে, এবং আমি তাঁহাদের ঈশ্বর হইব, ও তাহার। আমার ২৮ প্রজী হইবে। তখন আমি যে ইস্রায়েলের পবিত্রকারী সদাপ্রভু, তাহা জাতিগণ জানিবে, কেননা তখন আমার ধৰ্ম্মধাম তাহদের মধ্যে চিরকাল থাকিবে । শক্ৰদের উপরে ইস্রায়েলের জয়লাভ । ○ ゲ আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, তুমি রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ মাগোগ দেশীয় গোগের দিকে মুখ রাখ, ও তাহার বিরুদ্ধে ভাববাণী বল, ৩ তুমি বল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ, রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ, দেখ, ৪ আমি তোমার বিপক্ষ ; এবং তোমাকে এদিক ওদিক ফিরাইব, ও তোমার হনু ফুড়িব, আর তোমাকে ও তোমার সমস্ত সৈন্তকে, অশ্বগণকে ও পূর্ণ সজ্জাপরিহিত সমস্ত অশ্বারোহীকে, ঢাল ও ফলকধারী মহা

  • ( ৰ ) ই1, ভাদ্ধাদের সকল বিপথগমন হইতে ।

যিহিস্কেল । [○? ; &Rー○レ; >? 」 সমাজকে, খড়গহস্ত সমস্ত লোককে বাক্তিরে অনিব । e পারস্ত, কৃশ ও পূট তাঁহাদের সঙ্গী হুইবে ইহার ৬ সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী : গোমর ও তাহার সকল সৈন্তদল, উত্তরদিকের প্রান্তবাসী তোগন্মের কুল ও তাহার সকল সৈন্তদল, এই নানা মহাজাতি তোমার ৭ সঙ্গী হইবে। প্রস্তুত হও, আপনাকে প্রস্তুত কর – তমি ও তোমার নিকটে সমাগত তোমার সমস্ত ৮ সমাজ –এবং তুমি তাহদের রক্ষক হও। বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লওয়া যাইবে । শেষের বৎসরসমূহে তুমি এই দেশে, খড়গ হইতে পুনরানীত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে, ইস্রায়েলের চিরোৎসন্ন পৰ্ব্বতসমূহে আসিবে ; তাহার। জাতিগণের মধ্য হইতে বাহিরে আনীত হইয়াছে, এবং ৯ তাহার। সকলেই নিৰ্ভয়ে বাস কfরবে। কিন্তু তুমি উঠিবে, ঝঞ্জার স্থায় আসিবে, মেঘের ন্তায় তুমি ও তোমার সহিত তোমার সকল সৈন্তদল ও অনেক ১০ জাতি সেই দেশ আচ্ছাদন করবে। প্ৰভু সদাও ভু এই কথা কহেন, সেই দিন নান। বিষয় তোমার মনে ১১ পড়িবে, এবং তুমি অনিষ্টর সঙ্কল্প করবে। তুমি কহিবে, আমি সেই অপ্রাচীর গ্রামপূর্ণ দেশের বিরুদ্ধে যাত্র। করিব, আমি সেই শান্তিযুক্ত লোকদের কাছে যাইব, তাহার নির্ভয়ে বাস করিতেছে ; তাহারা সকলে প্রাচীরহীন স্থানে বাস করিতেছে ; এবং তাহী১২ দের অর্গল কি কবাট নাই । [ তোমার অভিপ্রায় এই ] যে, লুট কর ও দ্রব্য হরণ কর : [পূৰ্ব্বে ] উৎসন্ন সেই বসতিস্তান সকলের প্রতি, এবং জাতিগণের মধ্য হইতে সংগৃহীত, আর পশু ও ধন প্রাপ্ত এবং পৃথিবীর ১৩ নাভি-নিবাসী জাতির প্রতি হস্ত বিস্তার কর । শিবা, দদান ও তশীশের বণিকগণ এবং তথাকার সকল যুবসিংহ তোমাকে বলিবে, তুমি কি লুট করিবার জষ্ঠ ত্যাসিলে ? দ্রবাহরণার্থে কি আপনার নিকটে তোমার এই জনসমাজকে একত্র করিলে ? স্বর্ণ ও রৌপ্য লইয়। যাওয়া, পশু ও ধন হরণ করা, বিস্তর লুট করা, কি তোমার অভিপ্রায় ? o ১৪ অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, গোগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন যখন আমার প্রজ। ইস্রায়েল নিৰ্ভয়ে বাস কfরবে, ১৫ তখন তুমি কি তাহা জ্ঞাত হইবে না । আর তুমি আপন স্থান হইতে, উত্তরদিকের প্রান্ত হইতে, আসিবে, এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে : তাহারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে, মহাসমাজ ও ১৬ বিক্রমী সৈন্তদামন্ত হইবে। আর তুমি মেঘের স্থায় দেশ ত চছাদন করিবার জন্ত আমার প্রজ ইস্রায়েলের বিরুদ্ধে যাত্রা করিবে ; উত্তরকালে এই রূপ ঘটিবে : আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনিব, যেন জাতিগণ আমাকে জানিতে পারে. কেনন। তখন, হে গোগ, আমি তাহদের দৃষ্টিগোচরে তোমাতে পবিত্র ১৭ বলিয়। মাস্ত হইব। প্ৰভু সঙ্গ।প্রভু এই কথা কহেন, 704