পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిy ; bు-రివె ; ఇది | } তুমি কি সেই ব্যক্তি, যাহার বিষয়ে আমি পূৰ্ব্বকালে আমার দাসগণ দ্বার, অর্থাৎ যাহার সেই সময়ে অনেক বৎসর ব্যাপিয়া ভাববাণী বলিত, সেই ইস্রায়েলীয় ভাববাদিগণ দ্বারা এই কথা কহিতাম যে, আমি ১৮ তাহদের বিরুদ্ধে তোমাকে আনাইব ? সেই দিন যথন গোগ ইস্রায়েল-দেশের বিরুদ্ধে আসিবে, তখন আমার কোপাগ্নি আমার নাসিকায় উঠবে, ইহা প্ৰভু ১৯ সদাপ্রভু বলেন । কারণ আমি নিজ অন্তর্জালায় ও রোষানলে বলিয়াছি, অবস্ত সেই দিন ইস্রায়েল-দেশে ২৫ মহাকল্প হইবে। তাহাতে সমুদ্রের মৎস্যগণ, আকাশের পক্ষিগণ, বনের পশুগণ, ভূচর সরীস্বপ সকল এবং ভূতলস্থ মনুষ্য সকল আমার সাক্ষাতে কম্পমান হইবে, পৰ্ব্বত সকল উৎপাটিত হইবে, শৈলীগ্র সকল ২১ পতিত হইবে, এবং সমস্ত প্রাচীর ভূমিসাৎ হইবে। আর আমি আপনার সকল পঞ্চবতে তাহার বিরুদ্ধে খড়গ আহবান করিব, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন ; প্রত্যেকের ২২ খড়গ তাহার ভ্রাতার বিরুদ্ধ হইবে । আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তাহার সহিত বিবাদ করিব, এবং তাহার উপরে, তাহার সকল সৈন্তদলের উপরে ও তাহার সঙ্গী অনেক জাতির উপরে প্লাবনকারী ধারাসম্পাত ও বড় বড় করকা, অগ্নি ও গন্ধক বর্ষাইব। ২৩ আর আমি আপনার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহুসংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব : তাহাতে তাহার। জানিবে যে, আমিই সদাপ্ৰভু । 9:్ఫ আর, হে মনুষ্য-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী বল, তুমি বল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ ! রোশের, মেশকের ও তুবলের অধি২ পতি, দেখ, আমি তোমার বিপক্ষ । আমি তোমাকে এদিক ওদিক ফিরাইব,তোমাকে চালাইব, উত্তরদিকের প্রান্ত হইতে তোমাকে আনাইব, এবং ইস্রায়েলের ৩ পৰ্ববতসমূহে তোমাকে উপস্থিত করিব। আর আমি আঘাত করিয়া তোমার ধনু তোমার বাম হস্ত হইতে খসাইব, ও তোমার দক্ষিণ হস্ত হইতে তোমার তীর সকল ৪ নিপাত করিব। ইস্রায়েলের পর্বতসমূহে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিগণ পতিত হইবে : আমি তোমাকে কবলিত হইবার জন্ত সৰ্ব্বজাতীয় ও হিংস্র গক্ষা ও বনপশুদের কাছে দিব । তুমি মাঠে পড়িয়া থাকিবে, কেননা আমি ইহা কহিলাম ; ইহা ৬ প্রভু সদাপ্রভু বলেন। আর আমি মাগোগের মধ্যে ও নিশ্চিন্ত উপকূল-নিবাসীদের মধ্যে অগ্নি প্রেরণ করিব, তাহাতে তাহার। জানিবে যে, আমিই সদাপ্রভু। ৭ আর আমি আপন প্রজ ইস্রায়েলের মধ্যে আপন পবিত্র নাম জ্ঞাত করিব, আমার পবিত্র নাম আর অপবিত্রীকৃত হইতে দিব না ; তাহাতে জাতিগণ জানিবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে ৮ পবিত্রতম । দেখ, ইহা আসিতেছে ও সিদ্ধ হইবে, ইহ প্ৰভু সদাপ্রভু বলেন : এ সেই দিন, যে দিনের ৯ কথা আমি বলিয়াছ । তখন ইস্রায়েলের সকল নগর о. т. 45 ) ধিছিঙ্কেল । o o & নিবাসী লোকের বাহিরে যাইবে, এবং ঢাল ও ফলক, ধনু ও বাণ, এবং যষ্টি ও শুল, এই সকল অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে ও দাহ করিবে ; তাহারা সাত বৎসর ১• পৰ্য্যন্ত সেই সকল লইয়। অগ্নি জ্বালাইবে । তাহারা মাঠ হইতে কাঠ আনিবে না, বনের বৃক্ষ কাটিবে না : কেননা তাহার। সেই অস্ত্রশস্ত্র লইয়। তাগ্নি জ্বালাইবে : তাহারা তাহদের লুটকারীদের ধন লুট করিবে, ও যাহার। তাহাদের সম্পত্তি অপহরণ করিয়াছিল, তাহীদের সম্পত্তি অপহরণ করিবে ; ইহা প্ৰভু সদাপ্ৰভু বলেন । আর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে গোগকে কবর-স্থান দিব, তাহ সমুদ্রের পূর্বদিকস্থ পথিকদের উপত্যকা; এবং তাহ পথিকদের গতি রোধ করিবে - সেই স্থানে লোকে গোগকে ও তাহার সমস্ত লোকারণ্যকে কবর দিবে, এবং তাহার নাম রাখিবে গেহামোন-গোগ [গোগীয় লোকারণ্যের উপত্যক। ] । ১২ দেশ শুচি করিবার নিমিত্ত ইস্রায়েল-কুল তাহাদিগকে ১৩ কবর দিতে সাত মাস ব্যস্ত থাকিবে। আর দেশের সকল লোক তাহাদিগকে কবর দিবে, এবং আমার নিজ গৌরব প্রকাশ করিবার দিনে সেই কৰ্ম্ম তাহদের ১৪ পক্ষে যশস্কর হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। আর যাহার নিত্য কার্য্যে ব্যাপৃত থাকিবে, তাহাদিগকে তাহার। পৃথক্ করিয়া দিবে, উচ্চার দেশ পর্য্যটন করিবে, পয্যটনকারীদের সঙ্গে ভূমির পৃষ্ঠে অবশিষ্ট সকলকে দেশ শুচি করণার্থে কবর দিবে ; সপ্ত মাসের ১৫ শেষে তাহার। অনুসন্ধান করিবে। আর সেই দেশপৰ্য্যটনকারীর পয্যটন করিবে ; এবং যখন কেহ মনুষ্যের অস্থি দেখে, তখন তাহার পার্থে এক চিহ্ন গ।iথবে ; পরে কবরদায়ীরা গে হামোন গোগে তাহার ১৬ কবর দিবে। আবার এক নগরের নাম হামোন। লোকারণ্য ] হইবে ; এইরূপে তাহার দেশ শুচি করিবে । আর হে মনুষ্য-সন্তান, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি সববজাতীয় পক্ষিগণকে এবং সমস্ত বনপশুকে বল, তোমরা একত্র হইয়। আইস, সৰ্ব্বদিক্‌ হইতে আমার যজ্ঞে সমবেত হও, কেনন। আমি ইস্রায়েলের পববতগণের উপরে তোমাদের জন্ত এক মহাযজ্ঞ করিব ; তাহাতে তোমরা মাংস খাইবে ও রক্ত ১৮ পান করিবে । তোমর বীরগণের মাংস খাইবে ও ভূপতিদের রক্ত পান করিবে, তাহারা সকলে বাশনদেশীয় হৃষ্টপুষ্ট পুংমেষ, মেষবৎস, ছাগ ও বৃষস্বরূপ। ১৯ আর আম তোমাদের জন্ত যে যজ্ঞ প্রস্তুত করিয়াছি, তাহাতে তোমরা তৃপ্ত হওয়৷ পয্যন্ত মেদ ভোজন ও ২০ মত্ত হওয়া পর্ষপ্ত রক্ত পান করিবে । আর আমার মেজে অশ্ব, রথ, বীর ও সর্বববিধ যোদ্ধগণকে খাইয়। ২১ তৃপ্ত হইবে ; ইহা প্ৰভু সদাপ্রভু বলেন । আর আমি জাতিগণের মধ্যে আপন গৌরব স্থাপন করিব, এবং আমি যে শাসন করিব ও তাহাiদcগতে বে হস্তাপণ 3S yo 705