পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* c & ২২ করিব, তাহ সমস্ত জাতি দেখিবে । আর সেই দিনে ও তৎপশ্চাৎ ইস্রায়েল-কুল জানিবে যে, আমি সদা ২৩ প্রভুই তাহীদের ঈশ্বর। আর জাতিগণ জানিবে যে, ইস্রায়েল-কুল নিজ অপরাধ প্রযুক্ত নিৰ্বাসিত হইয়াছিল, ফলতঃ তাহারা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছিল, তাই আমি তাহাদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, ও তাহাদিশকে বিপক্ষগণের হস্তে সমর্পণ করিয়াছিলাম, আর তাহার। সকলে খড়গাঘাতে ২৪ পতিত হইয়াছিল। তাহদের যেরূপ অশুচিত ও যেরূপ অধৰ্ম্ম, আমি তাহীদের প্রতি তদ্রুপ ব্যবহার করিয়াছিলাম ; আমি তাহদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম । ২৫ এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এধন আমি যাকেীবের বন্দিত্ব ফিরাইব, সমস্ত ইস্রায়েল- } কুলের প্রতি করুণ করিখ, এবং আমার পবিত্র নামের ২৬ পক্ষে উদ্যোগী হইব । তার তাহার। আপনাদের অপমান ও আমার বিরুদ্ধে কুত আপনাদের সমস্ত সত্যলঙ্ঘনের ভার বহিবে, যখন তাহার। নিৰ্ভয়ে আপন দেশে বাস কfরবে, আর কেহ তাহাদিগকে উদ্বিগ্ন ২৭ করিবে না, যখন আমি জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে ফিরাইয়৷ আনিব ও তাহীদের শত্রুদিগের সকল দেশ হইতে তাহাদিগকে সংগ্ৰহ করিব, এবং বহুসংখ্যক জাতির সাক্ষাতে তাহাদিগেতে পবিত্র ২৮ বলিয়। মাষ্ঠ হইব। তখন তাহারা জানিবে যে, আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু, কেননা আমি জাতিগণের নিকটে তাহাদিগকে নির্ববাসিত করিয়াছিলাম, আর তামি তাহীদেরই দেশে তাহাদিগকে একত্র করিয়াছি, তাহাদের মধ্যে কাহাকেও আর তথায় অবশিষ্ট রাখিব ২৯ না । আর আমি তাহীদের হইতে আপন মুখ আর লুকাইব না, কারণ আমি ইস্রায়েল-কুলের উপরে নিজ আত্মাকে ঢালিয়। দিব, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন । নূতন মন্দির বিষয়ক দর্শন ! 3の অtমাদের নির্বাসের পঞ্চবিংশ বৎসরে, বৎসরের আরম্ভে, মাসের দশম দিনে, অর্থাৎ নগর লিপাতিত হইবার পরে চতুর্দশ বৎসরের সেই দিবসে, সদাপ্রভু আমার উপরে হস্তাপর্ণ করিলেন, ও আমাকে সেই ২ স্থানে উপস্থিত করিলেন । তিনি ঈশ্বরীয় দর্শনযোগে তামাকে ইস্রায়েল-দেশে উপস্থিত করিলেন, ও অতিশয় উচ্চ কোন এক পৰ্ব্বতে বসাইলেন : তাহার উপরে ৩ দক্ষিণদিকে যেন এক নগরের গাথনি ছিল । তিনি আমাকে সেই স্থানে লইয়। গেলেন, আর দেখ, এক পুরুষ ; তাহার আভা পিত্তলের আভার স্যায়, তাহার হস্তে কার্পাসের এক রজ্জ ও পরিমাণার্থক এক নল ৪ ছিল, এবং তিনি দ্বারে দাড়াইয়৷ ছিলেন। পরে সেই পুরুষ তামাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহ। যাহা দেখাইব, সেই সকল তুমি স্বচক্ষে নিরীক্ষণ কর, স্বকৰ্ণে শ্রবণ কর ও তাহাতে তোমার বিহিন্ধেল । [ ७> ; २२ – 8 ० ; ०२ ! চিত্ত নিবেশ কর. কেনন। আমি যেন তোমাকে সে সকল দেখাই,সেই জন্তই তুমি এই স্থানে আনীত হইলে ; তুমি যাহা যাহা দেখিবে, তাহা সকলই ইস্রায়েল-কুলকে জ্ঞাত করিও । আর দেখ, গৃহের বাহিরে চারিদিকে এক প্রাচীর, আর সেই পুরুষের হস্তে পরিমাণার্থক এক নল, তাহ ছয় হস্ত দীর্ঘ, ইহার প্রত্যেক হস্ত এক হন্ত চারি অঙ্গুলি পরিমিত । পরে তিনি ভিত্তির বেধ এক নল ৬ ও উচ্চতা এক নল মাপিলেন। পরে তিনি পুৰ্ব্বাভিমুখ দ্বারে আসিলেন, তাহার সোপান দিয়া উঠিলেন, এবং দ্বারের গোবরাট মাগিলেন : তাহার প্রস্থ এক নল পরিমিত ; এবং অন্ত গোবরাট, তাহার প্রস্থ এক ৭ নল পরিমিত। আর প্রত্যেক বাস দীর্যে এক নল ও প্রস্থে এক নল পরিমিত : এক এক বাসার মধ্যে পাচ পাচ হস্ত ব্যবধান ছিল ; এবং দ্বারের বারাণ্ডার পার্থে গৃহের দিকে দ্বারের গোবরাট এক নল পরিমিত ৮ ছিল। আর তিনি গৃহের দিকে দ্বারের বারাও এক ৯ নল আপিলেন । পরে তিনি দ্বারের বারাণ্ড আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হন্ত মাপিলেন : ১• দ্বারের বারাও গৃহের দিকে ছিল। আর পূর্ববাভিমুখ দ্বারের বাস। এক পার্শ্বে তিনটী, অস্ত পাশ্বেও তিনটী ছিল ; তিনের একই পরিমাণ ছিল ; এবং এপার্শ্বে ওপার্শ্বে স্থিত উপস্তম্ভ সকলেরও একই পরিমাণ ছিল । ১১ পরে তিনি দ্বারের প্রবেশ-স্থানের প্রস্থ দশ হস্ত মাপিলেন ; আর দ্বারের দীর্ঘত তের হস্ত পরিমিত ছিল। ১২ আর বাস৷ সকলের সম্মুখে এক হস্ত পরিমিত প্রান্ত ছিল ; এবং অন্ত পাশ্বেও এক হস্ত পরিমিত প্রান্ত ছিল ; এবং প্রত্যেক বাস৷ এক পার্শ্বে ছয় হস্ত পার১৪ মিত, এবং অন্ত পার্শ্বে ছয় হস্ত পরিমিত ছিল। পরে তিনি এক বাসার ছাদ অবধি অপর বাসার ছাদ পৰ্য্যন্ত দ্বারের প্রস্থ পচিশ হন্ত মাপিলেন, এক প্রবেশ১৪ দ্বার অপর প্রবেশ-দ্বারের সম্মুখে ছিল। পরে তিনি উপস্তম্ভ সফল ষাটি হস্ত করিলেন ; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলি পর্য্যন্ত বিস্তৃত হইল, তাহার চারিদিকে দ্বার ১৫ ছিল। তার প্রবেশ-স্থানে দ্বারের অগ্রদেশ হইতে অন্তঃস্থ দ্বারের বারাণ্ডার অগ্রদেশ গর্য্যন্ত পঞ্চাশ হস্ত ছিল। ১৬ আর দ্বারের ভিতরে সর্বদিকে বাস৷ সকলের ও তাহার উপস্তম্ভ সকলের জলবদ্ধ বাতায়ন ছিল, এবং তাহার মণ্ডপ সকলে তদ্রুপ ছিল ; বাতায়ন সকল ভিতরে চারিদিকে ছিল ; এবং উপস্তম্ভ সকলে খৰ্জ্জর বৃক্ষের আকৃতি ছিল। ৭ পরে তিনি আমাকে বহিঃপ্রাঙ্গণে আনিলেন ; আর দেখ, সেই স্থানে অনেক কুঠরী ও চারিদিকে প্রাঙ্গণের জন্য নিৰ্ম্মিত এক প্রস্তরবাধা ভুমি ; সেই প্রস্তরবাধ ১৮ ভূমির উপরে ত্রিশ কুঠরী। সেই প্রস্তরবাধা ভূমি দ্বার সকলের বগলে দ্বারের দৈঘ্য অনুযায়ী ছিল, ইহা ১৯ নিম্নতর প্রস্তরবাধা ভূমি। পরে তিনি দ্বারের নিম্নতর অগ্রদেশ হইতে অস্তঃপ্রাঙ্গণের অগ্রদেশ পর্যন্ত বাহিরে

706