৩ ২ সন্তানের সেইরূপ করিল ; কেহ অধিক, কেহ অল্প । ১৮ কুড়াইল। পরে ওমরে তাহা পরিমাণ করিলে, যে অধিক সংগ্ৰহ করিয়াছিল, তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্ৰহ করিয়াছিল, তাহার অভাব হইল নী ; তাহার প্রত্যেকে আপন আপন ভোজনশক্তি ১৯ অনুসারে কুড়াইয়াছিল। আর মোশি কহিলেন, তোমরা কেহ প্রাতঃকালের জন্য ইহার কিছু রাখিও না। ২• তথাপি কেহ কেহ মোশির কথা না মানিয়া প্রাতঃকালের নিমিত্তে কিছু কিছু রাখিল, তখন তাহাতে কীট জন্মিল ও দুর্গন্ধ হইল ; আর মোশি তাহাদের ২১ উপরে ক্রোধ করিলেন। আর প্রতিদিন প্রাতঃকালে তাহারা আপন আপন ভোজনশক্তি অনুসারে কুড়াইত, কিন্তু প্রখর রৌদ্র হইলে তাহা গলিয়া যাহত । পরে ষষ্ঠ দিনে তাহার দ্বিগুণ খাদ্য, প্রতিজনের নিমিত্তে দুই দুই ওমর, কুড়াইল, আর মণ্ডলীর তাধ্যক্ষের সকলে আসিয়৷ মোশিকে জ্ঞাত করিলেন । ২৩ তখন তিনি তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তাহাই বলিয়াছিলেন ; কল্য বিশ্রামপৰ্ব্ব, সদাপ্রভুর উদ্দেশে পবিত্র বিশ্রামবার ; তোমাদের যাহা ভাজিবার ভাজ, ও যাহা পাক করিবার পাক কর ; এবং যাহা অতি২৪ রিক্ত, তাহ প্রাতঃকালের জন্ত তুলিয়া রাখ। তাহাতে তাহারা মোশির আজ্ঞানুসারে প্রাতঃকাল পর্য্যন্ত তাহ রাখিল, তখন তাহাতে দুৰ্গন্ধ হইল না, কীটও জন্মিল ২৫ ন । পরে মোশি কহিলেন, আদ্য তোমরা ইহা ভোজন কর, কেনন অদ্য সদাপ্রভুর বিশ্রামবার ; আদ্য মাঠে ২৬ ইহা পাইবে না । তোমরা ছয় দিন তাহী কুড়াইবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামবার, সে দিন তাহ মিলিবে ২৭ না । তথাচ সপ্তম দিনেও লোকদের মধ্যে কেহ কেহ তাহা কুড়াইবার জন্য বাহির হইল ; কিন্তু কিছুই ২৮ পাইল না। তখন সদাপ্রভু মোশিকে কহিলন, তোমরা আমার আজ্ঞা ও ব্যবস্থা পালন করিতে কত কাল ২৯ অসম্মত থাকিবে ? দেখ, সদাপ্রভুই তোমাদিগকে বিশ্রামবার দিয়াছেন, তাই তিনি ষষ্ঠ দিনে দুই দিনের খাদ্য তোমাদিগকে দিয়া থাকেন ; তোমরা প্রতিজন স্ব স্ব স্থানে থাক ; সপ্তম দিনে কেহ নিজ স্থান হইতে ৩• বাহিরে না যাউক । তাহাতে লোকেরা সপ্তম দিনে ৩১ বিশ্রাম করিল। আর ইস্রায়েল-কুল ঐ খাদ্যের নাম মান্ন। রাখিল ; তাহ ধনিয়া বীজের মত, শুক্লবৰ্ণ, এবং তাহার আস্বাদ মধুমিশ্রিত পিষ্টকের দ্যায় ছিল । ৩২ পরে মোশি কহিলেন, সদা ভু এই আজ্ঞা করিয়াছেন, তোমরা পুরুষপরম্পরার জন্ত উহার এক ওমর পরিমাণ তুলিয়া রাখিও, যেন আমি তোমাদিগকে মিসর দেশ হইতে অনিয়নকালে প্রান্তরের মধ্যে যে অন্ন ৩৩ ভোজন করাহতাম, তাহার। তাহ দেখিতে পায়। তখন মোশি হারোণকে কহিলেন, তুমি একটা পাত্র লইয়া পূর্ণ এক ওমর পরিমাণ মান্ন সদাপ্রভুর সম্মুখে রাখ ; তাহা তোমাদের পুরুষপরম্পরার নিমিত্ত রাখা যাইবে । ૨૨ যাত্রাপুস্তক । ৩৪ তখন, সদাপ্ৰভু মোশিকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, [ ১ ৬ ; ১৮– ১৭ ; ১২ ৷ তদনুসারে হারোণ সাক্ষ্য-সিন্দুকের নিকটে থাকিবার ৩৫ জন্ত তাহ তুলিয়। রাখিলেন। ইস্রায়েল-সন্তানের চল্লিশ বৎসর, যাবৎ নিবাস-দেশে উপস্থিত না হইল, তাবৎ সেই মান্না ভোজন করিল ; কনান দেশের সীমাতে উপস্থিত না হওয়া পৰ্য্যন্ত তাহারা মান্না ৩৬ খাইত । এক ওমর ঐফার দশমাংশ । ՏԴ পরে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলী সীন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে নিরূপিত সকল উত্তরণস্থান দিয়া রফীদামে গিয়া শিবির স্থাপন করিল ; আর সে স্থানে লোকদের পানাৰ্থ জল ২ ছিল না । এই জন্ত লোকের মোশির সহিত বিবাদ করিয়া কহিল, আমাদিগকে জল দেও, আমরা পান করিব। মোশি তাহাদিগকে কহিলেন, কেন আমার সহিত বিবাদ করিতেছ ? কেন সদাপ্রভুর পরীক্ষা ৩ করিতেছ ? তখন লোকেরা সেই স্থানে জলপিপাসায় ব্যাকুল হইল, আর মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, তুমি আমাদিগকে এবং আমাদের সন্তানগণকে ও পশুগণকে তৃষ্ণ দ্বারা বধ করিতে মিসর হইতে কেন ৪ আনিলে ? আর মোশি সদাপ্রভুর কাছে কাদিয়া কহিলেন, আমি এই লোকদের নিমিত্ত কি করিব ? ক্ষণকালের মধ্যে ইহারা আমাকে প্রস্তরাঘাতে বধ * করিবে। তখন সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি লোকদের অগ্ৰে যাও, ইস্রায়েলের জন কতক প্রাচীনকে সঙ্গে লইয়া, আর যাহা দিয়া নদীতে আঘাত করিয়া৬ ছিলে, সেই যষ্টি হস্তে লইয়া যাও। দেখ, আমি হোরবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাড়াইব ; তুমি শৈলে আঘাত করিবে, তাহাতে তাহা হইতে জল নির্গত হইবে, আর লোকেরা পান করিবে । তখন মোশি ইস্রায়েলের প্রাচীনবর্গের দৃষ্টিতে সেইরূপ করি৭ লেন। তিনি সেই স্থানের নাম মুসা ও মরব। [পরীক্ষা ও বিবাদ ] রাখিলেন, কেননা ইস্রায়েল-সন্তানগণ বিবাদ করিয়াছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করিয়াছিল, বলিয়াছিল, ’সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না? অমালেকের সহিত যুদ্ধ। ৮ ঐ সময়ে আমালেক আসিয়া রফীদৗমে ইস্ত্ৰীয়েলের ৯ সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাতে মোশি যিহোশুয়কে কহিলেন, তুমি আমাদের জন্ত লোক মনোনীত করিয়া লও, যাও, আমালেকের সহিত যুদ্ধ কর ; কল্য আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পৰ্ব্বতের শিখরে ১০ দাড়াইব । পরে যিহোশুয় মোশির আজ্ঞানুসারে কৰ্ম্ম করিলেন, আমালেকের সহিত যুদ্ধ করিলেন ; এবং ১১ মেশি, হারোণ ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। আর এইরূপ হইল, মোশি যখন আপন হন্ত তুলিয়া ধরেন, তখন ইস্রায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত ১২ নামাইলে আমালেক জয়ী হয়। আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহার একখানি প্রস্তর আনিয়া তাহার নীচে রাখিলেন, আর তিনি তাহার উপরে (52
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।